এই বছরের শেষের দিকে, অক্টোবর, নভেম্বর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। দশ দলের অংশ নেওয়ার কথা এই প্রতিযোগিতায়। ২০১১ সালের পর ফের বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতা ফিরতে চলেছে ভারতীয় উপমহাদেশে। খেলোয়াড় থেকে সাধারণ সমর্থক, উত্তেজিত সকলেই। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দলগুলি শুরু করে দিয়েছে বিশেষ প্রস্তুতিও। তবে বিতর্ক এড়াতে পারছে না বিশ্বকাপ। ভারতের পড়শি দেশ পাকিস্তান আদৌ এই প্রতিযোগিতায় অংশ নেবে কিনা সে নিয়ে দেখা গিয়েছে সংশয়। বেশ কয়েক মাস ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট নিয়ে চলছে কূটনীতির লড়াই। তারই ফলস্বরূপ বিশ্বকাপে অনিশ্চিত বাবর আজমরা।
ঘটনার সূত্রপাত গত বছরের অক্টোবরে। ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজন করার কথা ছিলো পাকিস্তানের। ভারতীয় বোর্ডের সচিব হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার দিনই জয় শাহ জানিয়ে দিয়েছিলেন যে পাকিস্তানের মাটিতে দল পাঠাবে না ভারত। এশিয়া কাপ খেলা হবে কোনো নিরপেক্ষ মাঠে। এই নিয়ে তৎকালীন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা তীব্র প্রতিক্রিয়া জানান। তিনিই প্রথম ঘোষণা করেছিলেন যে এশিয়া কাপ খেলতে ভারত যদি পাকিস্তান না আসে তাহলে পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে না ভারতে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
রামিজ সরে যাওয়ার পর নাজম শেঠি বসেছেন পিসিবি প্রধানের চেয়ারে। তিনিও গত কয়েক মাসে বারবার এই একই হুমকি দিয়ে এসেছেন বিভিন্ন সাংবাদিক সম্মেলনে। ভারত অবশ্য এই নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছে না। পাকিস্তানে দল না পাঠানোর ব্যাপারে তারা বদ্ধপরিকর। পাকিস্তান যতই বিশ্বকাপ বয়কটের ঘোষণা করুক, প্রস্তুতি যে তারাও পুরোদমেই চালাচ্ছে তা বোঝা গেলো নাজম শেঠির একটি সাক্ষাৎকার থেকেই। বিশ্বকাপে পাকিস্তান দলের সম্ভাব্য অধিনায়কের নাম জানিয়ে দিলেন তিনি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বিশ্বকাপ নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন নাজম শেঠি-

বাহরিনে এশিয়া কাপ জট কাটানোর জন্য বৈঠকে বসেছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলি। সেখানে একটি হাইব্রিড মডেল পেশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা আবেদন করে যাতে এশিয়া কাপ পাকিস্তানেই আয়োজিত হয়। ভারত যদি পাকিস্তান যেতে রাজী না থাকে তাহলে ভারতের ম্যাচগুলি আয়োজন করা যেতে পারে অন্য কোনো দেশে। প্রাথমিক আলোচনাই এই প্রস্তাব বৈঠকে উপস্থিত কর্তাদের মনে ধরলেও পরে যাতায়াতের সমস্যার কথা উল্লেখ করে বেঁকে বসে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান। ফের বিশ বাঁও জলে পড়ে এশিয়া কাপের ভবিষ্যত। এর পরেই পাক বোর্ড প্রধান নাজম শেঠি ফের একবার ঘোষণা করেন ভারতে বিশ্বকাপ বয়কটের কথা।
ভারত এশিয়া কাপ খেলতে না এলে পালটা দিতে তাঁরা যে তৈরি, সে কথা স্পোর্টস আওয়ারকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন নাজম শেঠি। আগে সম্পূর্ণ বিশ্বকাপ বয়কটের কথা বলেছিলেন তিনি এবং পাকিস্তানের অন্যান্যরা। এখন সেই অবস্থান থেকে খানিক সরেছেন বলে মনে হলো। তবে ভারতে আসতে এখনও নারাজ পাকিস্তান। নিজেদের প্রস্তাবিত হাইব্রিড মডেলের উল্লেখ করতে শোনা গেলো নাজম শেঠিকে। তিনি বলেন, “আমরাও তো বলতে পারি যে আমরা আপনাদের ওখানে খেলতে পারবো না। আপনাদের সুরক্ষা ব্যবস্থাকে আমরা যথেষ্ঠ মনে করি না। আপনাদের সুরেই কথা বলছি। তাহলে যে মডেল আমরা বলেছি সেটাই হোক। আপনাদের আসতে হবে না। আমরাও যাবো না। আপনারা আমাদের বিরুদ্ধে শ্রীলঙ্কা, বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরশাহীতে ম্যাচ খেলুন। আমরাও তাই খেলবো।”
অধিনায়কত্ব প্রশ্নে বড় তথ্য সামনে আনলেন নাজম শেঠি-

সাম্প্রতিক সময়ে বেশ টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান দল। টি-২০ বিশ্বকাপে ফাইনালে পৌঁছেও ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে তাদের। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে নাকানিচোবানি খেয়ে টেস্ট সিরিজ হেরেছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ান’রা। ৩-০ ফলে হোয়াইট ওয়াশ হয়েছেন। মন্দ আলোর সুবিধা পেয়ে টেস্ট সিরিজ হার রুখেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। একদিনের সিরিজে কিউইরা হারিয়েছে তাদের। এমনকি আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজেও পাকিস্তান হেরেছে দিনকয়েক আগে। সবমিলিয়ে দলের পারফর্ম্যান্সে ক্ষুব্ধ দেশের ক্রিকেট জনতা। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে র্যাঙ্কিং-এ উন্নতি করেছে পাকিস্তান। তা বিক্ষোভ খানিকটা প্রশমিত করেছে।
ঘরে-বাইরে বাবরের অধিনায়কত্ব যতই সমালোচনার মুখে পড়ুক, তাঁর ওপরেই আস্থা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি স্বয়ং স্পোর্টস আওয়ারকে জানিয়েছেন, “বিশ্বকাপ অবধি বাবর আজমই আমাদের অধিনায়ক। বিশ্বকাপ আমরা বাবরের অধিনায়কত্বেই খেলবো। তারপর আমরা পর্যালোচনা করে দেখবো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঠিকঠাক অধিনায়কত্বই করেছে বাবর আজম। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে সফর আছে। তারপর এশিয়া কাপ এবং বিশ্বকাপ। আমরা ঠিক করেছি যে আমরা পর্যালোচনার সময় তথ্যের ওপর জোর দেবো, ফর্মের ওপর জোর দেবো। এই পদ্ধতিতে সবসময়ই চলতে থাকবে। আমি বাবরকে ডেকেও বুঝিয়েছি চাপ না নিয়ে এগিয়ে যেতে। একটা করে জয় ধরে এগোতে বলেছি। তেমনটা করলে কেউ তোমায় ছুঁতে পারবে না।”
দেখুন সেই সাক্ষাৎকার-
वर्ल्ड कप में कौन करेगा PAK की कप्तानी? #NajamSethi #BabarAzam𓃵 #babar #WorldCup2023 #Worldcup #AsiaCup2023 @babarazam258 @najamsethi @TheRealPCB pic.twitter.com/uXWdFimyCF
— Sports Hour (@sportshourlive) May 17, 2023
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023