চলতি বছরের অক্টোবর এবং নভেম্বর মাসে ভারতের মাটিতে বসবে একদিনের বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে পাকিস্তান আদৌ অংশ নেবে কিনা তা নিয়ে ক্রিকেটমহলে রয়েছে সংশয়। সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে পাকিস্তানের। কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা না থাকায় দল পাঠাতে রাজী নয় ভারত। এই বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। এর পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তান, দুই দেশেরই ক্রিকেটমহল। চলেছে উত্তপ্ত বাদানুবাদ। এমনকি ভারত পাকিস্তানে এসে এশিয়া কাপ না খেললে পাকিস্তানও যে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ বয়কট করতে পারে তাও জানানো হয়েছে পিসিবির তরফে।
পাক বোর্ডের তর্জন গর্জনে অবশ্য চিঁড়ে ভেজে নি। পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই (BCCI)। এশিয়া কাপ জট খোলার জন্য কিছু দিন আগে বাহরিনে বৈঠকে বসেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) অন্তর্গত দেশগুলি। সেখানেও কোনো সমাধানসূত্র পাওয়া যায় নি। পাক বোর্ড চেয়ারম্যান পদে থাকাকালীন বিশ্বকাপ বয়কট করার ব্যাপারে প্রথম মুখ খুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা (Ramiz Raja)। বোর্ডের পদ থেকে এখন তিনি সরে গিয়েছে। বদলে নতুন চেয়ারম্যান হয়েছেন নাজম শেঠি (Najam Sethi)। সংবাদমাধ্যমের সামনে ইদানীং বিশ্বকাপ বয়কটের কথা জানাচ্ছেন তিনিও। তবে সূত্রের খবর চাপ বাড়ানোর খেলায় যতই বিশ্বকাপ থেকে সরে আসার কথা জানাক পাকিস্তান, ভিতরে ভিতরে জোর-কদমে চলছে প্রস্তুতি। এমনকি আসন্ন বিশ্বকাপে দলের অধিনায়ক কে হবেন, বেছে ফেলা হয়েছে তাও।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বিশ্বকাপে দুই শহরে ম্যাচ খেলতে চায় পাকিস্তান-

সূত্রের খবর বাহরিনের বৈঠকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) তরফ থেকে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে এক বিকল্প পন্থার প্রস্তাব দেওয়া হয়েছিলো। বলা হয়েছিলো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব থাকছে পাকিস্তানেরই। তবে ভারত যেহেতু পাকিস্তানে দল পাঠাতে রাজী নয় সেক্ষেত্রে তাদের ম্যাচগুলি হবে কোনো নিরপেক্ষ দেশে। আয়োজনের ব্যাপারে উঠে এসেছিলো সংযুক্ত আরব আমিরশাহী, কাতার এমনকি ইংল্যান্ডের নাম। কিন্তু বেঁকে বসে প্রতিযোগিতার বাকি দলগুলো। যাতায়াতের সমস্যার কথা তুলে ধরেন তাঁরা। এরপরে আর দিনের আলো দেখে নি এই পরিকল্পনা।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ বয়কট করে এমনই এক প্রস্তাব আইসিসি’কে পাঠাতে চাইছে পাকিস্তান। তাদের দাবী ভারতে এসে খেলতে রাজী নন বাবর আজমরা। বদলে তাদের ম্যাচগুলি আয়োজন করা হোক ভারতের প্বার্শবর্তী বাংলাদেশে। আইসিসি’র তরফে সেই দাবী মানা না হলে প্ল্যান-বি’ও তৈরি পাকিস্তানের। আসন্ন বিশ্বকাপে অধিকাংশ ম্যাচ তারা কলকাতার ইডেন গার্ডেন্স এবং চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম বা চিপকে খেলতে চায়। এই দুই মাঠে পাক দলের পরিসংখ্যান বেশ ভালো। সেই কারণেই এহেন আবেদন বলে মনে করছেন ক্রিকেটদুনিয়া।
বিশ্বখেতাব জিততে অধিনায়ক বেছে নিলো পাকিস্তান-

সাম্প্রতিক সময়ে বেশ টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান দল। টি-২০ বিশ্বকাপে ফাইনালে পৌঁছেও ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে তাদের। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে নাকানিচোবানি খেয়ে টেস্ট সিরিজ হেরেছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ান’রা। ৩-০ ফলে হোয়াইট ওয়াশ হয়েছেন। মন্দ আলোর সুবিধা পেয়ে টেস্ট সিরিজ হার রুখেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। একদিনের সিরিজে কিউইরা হারিয়েছে তাদের। এমনকি আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজেও পাকিস্তান হেরেছে দিনকয়েক আগে। সবমিলিয়ে দলের পারফর্ম্যান্সে ক্ষুব্ধ দেশের ক্রিকেট জনতা। আফগানিস্তানের বিরুদ্ধে খেলেন নি অধিনায়ক বাবর আজম (Babar Azam)। তবে বাকি ম্যাচগুলিতেও তাঁর অধিনায়কত্বের ধরণকে অদূরদর্শী বলেছিলেন অনেকে। নয়া অধিনায়কের দাবী উঠতে শুরু হয়েছিলো।
ঘরে-বাইরে বাবরের (Babar Azam) অধিনায়কত্ব যতই সমালোচনার মুখে পড়ুক, তাঁর ওপরেই আস্থা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি (Najam Sethi) এবং নবনিযুক্ত ডায়রেক্টর মিকি আর্থার (Micky Arthur) নিজেদের মধ্যে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। আলোচনায় মিকি আর্থার জানিয়েছেন বাবরের (Babar Azam) মধ্যে দলকে সঠিক দিশা দেখানোর সক্ষমতা রয়েছে। এই মুহূর্তে অধিনায়ক বদলের কোনো প্রয়োজন নেই। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্ট দলের অধিনায়কত্ব নিয়েও আলোচনা হয় দুজনের মধ্যে। সাম্প্রতিক কালে ঘরের মাঠে একটি টেস্ট সিরিজও জেতে নি পাক দল। নেতা বদলের আলোচনায় টেস্টে বাবরের (Babar Azam) বিকল্প কে হতে পারেন সে বিষয়ে ঐক্যমত হতে পারেন নি দুজনে। ফলে দীর্ঘতম ফর্ম্যাটেও এক্ষুণি চাকরি যাচ্ছে না বাবরের। জুলাইতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে বাবরকেই অধিনায়ক হিসেবে রাখতে চেয়েছে পাকিস্তান।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023