ICC-এর স্বীকৃতি পেলেন Ravichandran Ashwin, নয়া পালক যুক্ত হলো ভারতীয় কিংবদন্তীর মুকুটে !! 1

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলছে ভারতের টেস্ট সিরিজ। প্রথম দুই ম্যাচে সাফল্য পেয়েছে ভারতীয় দল। স্পিনের ঘূর্ণিতে অজি ব্যাটারদের নাস্তানাবুদ করে নাগপুর এবং দিল্লীতে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। দুই ম্যাচে সাফল্যের অন্যতম কারিগর ছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তামিলনাড়ুর অফস্পিনার। সাফল্যের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে তুলে নেন ৬ উইকেট। ব্যাট হাতেও দলকে ভরসা দিয়েছেন তিনি।

লাগাতার দুর্দান্ত পারফর্ম্যান্স করার স্বীকৃতি এলো বিশ্বের ক্রিকেট নিয়ামক সংস্থা ICC-র থেকে। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে (James Anderson) সরিয়ে বোলারদের টেস্ট ক্রমতালিকার মগডালে জায়গা করে নিলেন তিনি। ২০১৫ সালে প্রথমবার বোলিং ক্রমতালিকার শীর্ষে জায়গা করে নিয়েছিলেন অশ্বিন (Ravichandran Ashwin)। এরপর বেশ কয়েকবার র‍্যাঙ্কিং শৃঙ্গে চড়েছেন তিনি। ২০২৩-এর গোড়ায় ফের একবার বিশ্বের পয়লা নম্বর বোলার হলেন তিনি।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

কামিন্স’কে সরিয়ে এক নম্বর হয়েছিলেন অ্যান্ডারসন-

James Anderson | Ashwin | image: twitter
James Anderson replaced Australian skipper Pat Cummins as the highest ranked test bowler

১৪৯২ দিন আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ভারত সফরে বল হাতে প্রথম দুই টেস্টে বিশেষ সুবিধা করতে পারেন নি তিনি। মায়ের অসুস্থতার কারণে তৃতীয় টেস্ট না খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন কামিন্স। অপরপক্ষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাউন্ট মঙ্গানুই’তে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করে ক্রমতালিকার শীর্ষে জায়গা করে নিয়েছিলেন অ্যান্ডারসন (James Anderson)।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশী উইকেট পাওয়া পেসার অ্যান্ডারসনের বয়স বর্তমানে ৪০ ছুঁয়েছে। তবে বয়স যে কেবল একটা সংখ্যামাত্র, তা রোজই প্রমাণ করছেন তিনি। বে ওভালে প্রথম ইনিংসে ৩ টি এবং দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে র‍্যাঙ্কিং শীর্ষে উঠে আসেন তিনি। সবচেয়ে বেশী বয়সে আইসিসি ক্রমতালিকায় পয়লা নম্বর বোলার হওয়ার রেকর্ড রয়েছে বার্ট আয়রনমঙ্গারের (Bert Ironmonger)। ৫০ বছর ১০ মাস বয়সে শীর্ষস্থান লাভ করেছিলেন তিনি। আর ৪০ বছর ৬ মাস বয়সে এই স্বীকৃতি লাভ করে অ্যান্ডারসন তালিকার পঞ্চম স্থানে নিজের জায়গা করে নিলেন।

তবে র‍্যাঙ্কিং-এর এভারেস্টে দীর্ঘস্থায়ী হলো না অ্যানডারসনের রাজ্যপাট। মাত্র এক সপ্তাহের মধ্যেই তাঁকে সিংহাসনচ্যুত করে শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করলেন ৩৬ বর্ষীয় অশ্বিন (Ravichandran Ashwin)।

কীর্তিস্থাপন অশ্বিনের, বাকিরা কে কোথায়?

Ravichandran Ashwin। image: twitter
Ravichandran Ashwin dethrones James Anderson and climbs to the top of the ICC test bowlers’ ranking

মাউন্ট মঙ্গানুই ম্যাচের পর থেকে ৭ রেটিং পয়েন্ট হারিয়ে বর্তমানে অ্যান্ডারসনের (James Anderson) সংগ্রহ ৮৫৯ পয়েন্ট। তিনি নেমে এসেছেন দ্বিতীয় স্থানে। ৮৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দৌর এবং আহমেদাবাদ টেস্টে যদি ভারতীয় অফস্পিনার আরও সাফল্য লাভ করেন তাহলে র‍্যাঙ্কিং শৃঙ্গে জায়গা পাকা করার ব্যাপারে বেশ খানিকটা এগিয়ে যাবেন ভারতীয় অফস্পিনার। তিনে নেমে গিয়েছেন প্যাট কামিন্স (Pat Cummins)। দীর্ঘদিন মাঠে নামতে না পারলেও চতুর্থ স্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

টেস্ট অলরাউন্ডারের তালিকায় ৩৭৬ পয়েন্ট নিয়ে দুই নম্বর রয়েছেন অশ্বিন (Ravichandran Ashwin)। শীর্ষস্থানে নিজের জায়গা ধরে রেখেছেন তাঁরই সতীর্থ রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তাঁর সংগ্রহে রয়েছে ৪৬০ পয়েন্ট। তিন ও চারে রয়েছেন যথাক্রমে শাকিব আল হাসান এবং বেন স্টোকস (Ben Stokes)

ভারতের মাটিতে ব্যাট হাতে বড় রান না পেলেও ব্যাটারদের ক্রমতালিকায় এক ও দুই নম্বর র‍্যাঙ্কিং ধরে রেখেছেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) এবং স্টিভ স্মিথ (Steve Smith)। তাঁদের রেটিং পয়েন্ট যথাক্রমে ৯১২ এবং ৮৭৫। ভারতীয়দের মধ্যে শীর্ষে ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি রয়েছেন ৮ নম্বরে। ৯ নম্বরে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) । দু’জনেই নেমেছেন ২ ধাপ করে। ১ ধাপ নেমে ১৭ নম্বরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফর্ম করে এক লাফে চার ধাপ উঠে প্রথম দশে জায়গা করে নিয়েছেন কিউই উইকেটরক্ষক টম ব্লান্ডেল।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *