আবার অশান্তির কালো মেঘ বিরাট কোহলির সংসারে। দিনকয়েক আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন নবীন উল হক এবং মেন্টর গৌতম গম্ভীরের বিরুদ্ধে ঝামেলায় জড়িয়েছিলেন কোহলি। এবার সমস্যায় তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। খোদ পুলিশের রক্ষচক্ষুর মুখে পড়তে হতে পারে তাঁকে। এমনিতে পরিবেশ সচেতনতা, ট্রফিক আইন মানার মত বিষয়গুলিকে গুরুত্ব দিয়েই দেখেন বিরাট (Virat Kohli) ও তাঁর স্ত্রী। এর আগে একটি ভিডিওতে জনৈক ব্যক্তিকে রীতিমত কড়া সুরে ধমক দিতে শোনা গিয়েছিলো অনুষ্কাকে। সেই ব্যক্তি ডাস্টবিনে ময়লা না ফেলে যত্রতত্র তা ফেলায় ক্ষুব্ধ হয়েছিলেন অনুষ্কা (Anushka Sharma)। নিজের গাড়ী থেকেই রীতিমত কড়া ভাষায় তিরষ্কার করেছিলেন তাঁকে। কিন্তু এবার নিজেই ট্রাফিক আইন ভেঙে বড় সমস্যার মুখে পড়তে পারেন তিনি।
মুম্বই পুলিশের নজরে অনুষ্কা শর্মা-

মুম্বই শহরে কোনো কাজে বেরিয়েছিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা (Anushka Sharma)। যানজন এড়াতে নিজের কালো রঙের রেঞ্জ রোভার গাড়ীটিকে থামিয়ে জনৈক ব্যক্তির বাইকের পিছনে উঠে বসেন তিনি। দ্রুত এগিয়ে যান নিজের গন্তব্যের দিকে। যাওয়ার আগে উপস্থিত পাপারাৎজিদের উদ্দেশ্যে কিছু বলেও যান তিনি। কিন্তু বাইক সফরের সময় ট্রাফিক আইন ভেঙেছেন অনুষ্কা (Anushka Sharma)। চালক ও পিছনে বসা অনুষ্কা, কারও মাথাতেই হেলমেট ছিলো না। মুম্বই ট্রাফিক নিয়ম অনুযায়ী যা অপরাধ। সাজা হিসেবে ১০০০ টাকা জরিমানা হতে পারে। এছাড়াও ৩ মাসের জন্য চালকের লাইসেন্সও কেড়ে নেওয়া হতে পারে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
অনুষ্কার বাইকসফরের ভিডিও সামনে আসতেই তা মুম্বই পুলিশের দৃষ্টিগোচর করেন জনৈক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। দ্রুত তাঁর ট্যুইটের উত্তরও দেওয়া হয় মুম্বই পুলিশের তরফ থেকে। সেলিব্রিটি বলে অনুষ্কা (Anushka Sharma) যে কোনোরকম বিশেষ ব্যবহার পাবেন না তা স্পষ্ট করে দেওয়া হয়েছে মুম্বই পুলিশের তরফে। ট্যুইটারে তাঁরা লেখেন, “বিষয়টি আমাদের ট্রফিক শাখার নজরে আনা হচ্ছে।” গোটা ঘটনার জল কতদূর গড়ায় সে দিকে নজর থাকবে জনসাধারণের।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
প্রসঙ্গত বলিউডের আরেক সুপারস্টার, অমিতাভ বচ্চনও (Amitabh Bacchan) মুম্বইয়ের যানজটের ঠেলায় অতিষ্ট হয়ে গাড়ী ত্যাগ করে জনৈক ব্যক্তির বাইকের পিছনে চেপেই গন্তব্যে পৌঁছান দিনকয়েক আগে। সোশ্যাল মিডিয়ায় তিনি সেই ব্যক্তিকে ধন্যবাদও দেন। সেইক্ষেত্রেও অবশ্য চালক বা অমিতাভ-হেলমেট ছিলো না কারও মাথাতেই। তখনও অনেকেই সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে হেলমেট পরার প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করেন বিগ বি’কে।
দেখে নিন অনুষ্কার বাইক সফরের ভিডিও-
@MumbaiPolice No helmet?
— 𝑺𝒐𝒉𝒂𝒊𝒍𝒇𝒂𝒂𝒓𝒛𝒆𝒏𝒊 (@Chalbaechal) May 15, 2023
We have shared this with traffic branch. @MTPHereToHelp
— मुंबई पोलीस – Mumbai Police (@MumbaiPolice) May 15, 2023
শাস্তির মুখে পড়েছেন বিরাটও-

অনুষ্কার (Anushka Sharma) অদৃষ্টে ট্রাফিক আইন ভাঙার জন্য কি শাস্তি অপেক্ষা করে রয়েছে, সেই প্রশ্নের উত্তর দেবে সময়। তবে তাঁর স্বামী বিরাট কোহলিকে এই বছরের আইপিএলে বেশ কয়েকবার কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে। চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচে শিবম দুবে আউট হওয়ার পর আগ্রাসী সেলিব্রেশনে মেতেছিলেন বিরাট (Virat Kohli)। যার ফলে জরিমানার মুখে পড়তে হয় তাঁকে। এছাড়াও স্লো-ওভার রেটের জন্য অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে ২৪ লাখ টাকা জরিমানা দিতে হয়েছিলো তাঁকে। তবে সবচেয়ে বড় শাস্তি তাঁকে ভোগ করতে হয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ম্যাচের পর। একানা স্টেডিয়ামে লক্ষ্ণৌর নবীন-উল-হক (Naveen-ul-Haq) এবং সুপারজায়ান্টস (LSG) মেন্টর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সাথে তীব্র কথাকাটাকাটি হয় বিরাটের (Virat Kohli)। শাস্তিস্বরূপ তাঁর ম্যাচ ফি’এ ১০০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় আইপিএল নিয়ামক সংস্থা বিসিসিআই।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023