পুরুষদের আইপিএলের ধাঁচে মহিলাদের ক্রিকেটেও এই বছর ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করেছিলো ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। ৪ মার্চ শুরু হয়েছিলো উইমেন্স প্রিমিয়ার লীগ বা সংক্ষেপে WPL। গতকাল এক জমজমাট ফাইনালের মধ্য দিয়ে যবনিকা পড়লো তাতে। হাড্ডহাড্ডি ম্যাচে দিল্লী ক্যাপিটালসকে হারিয়ে শিরোপা জিতলো মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে সফলতম দল মুম্বই, মেয়েদের প্রতিযোগিতাতে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের ফ্র্যাঞ্চাইজির মুকুটে নতুন পাল্ক যুক্ত করলেন হরমনপ্রীত কৌর, ন্যাটালি সিভার-ব্রান্টরা।
লীগ তালিকায় শীর্ষে থেকে সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলো দিল্লী ক্যাপিটালস (DCW) দল। অন্যদিকে মুম্বইকে খেলতে হয়েছিলো এলিমিনেটর। জোড়া নক-আউট ম্যাচে ইউ পি ওয়ারিয়র্স এবং দিল্লী ক্যাপিটালসকে হারিয়ে ডব্লুপিএলের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখলো মুম্বই (MIW)। ফাইনাল ম্যাচে টসে হারলেও তাদের ম্যাচ জয় আটকালো না। প্রথমে ইসি ওয়াং,হেইলি ম্যাথিউজরা দুরন্ত বোলিং করে অল্প রানে বেঁধে রাখেন দিল্লীকে। এরপর ব্যাট হাতেও প্রতিপক্ষকে টেক্কা দেয় মুম্বই। ১৯.৩ ওভারে জয়সূচক রান তুলে নিয়ে খেতাব জেতে তারা।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
গত রাতের ফাইনালের পর থেকে উদ্বেল সোশ্যাল মিডিয়া। ঐতিহাসিক এই জয়ের পর মুম্বই ইন্ডিয়ান্সকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মুম্বই দলের ক্রিকেটাররাও। তবে একই সাথে সমাজমাধ্যমে বেশ কিছু জায়গায় বিদ্রুপও শুনতে হচ্ছে চ্যাম্পিয়নদের। কটাক্ষের শিকার হচ্ছেন মুম্বই দলের মালিক আম্বানীরাও।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
সমাজমাধ্যমের নিশানায় মুম্বই-

৪ মার্চ উইমেন্স প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসের (GGT) বিরুদ্ধে বড় জয় পেয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। শেষটাও জয় দিয়েই করলো তারা। দিল্লী ক্যাপিটালসকে ফাইনালে হারালো ৭ উইকেটে। টুর্নামেন্টে আগাগোড়া দাপট দেখিয়েছে হরমনপ্রীতের (Harmanpreet Kaur) দল। টানা পাঁচ ম্যাচ জিতে তৈরী করেছে নয়া নজির। পরপর দুই ম্যাচ হেরে লীগ তালিকায় শীর্ষস্থান খোয়াতে হলেও ঠিক সময়ে সামলে নিয়ে ট্রফি ছিনিয়ে নিয়েছে তারা।
ফাইনালে প্রথমে বোলিং করতে হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MIW) দলকে। ইসি ওয়াং (Isi Wong), হেইলি ম্যাথিউজদের (Hayley Matthews) দাপটে ঘোরতর সমস্যায় পড়তে দেখা গিয়েছিলো দিল্লীকে (DCW)। ৭৯ রানের মধ্যে ৯ উইকেট পড়ে যায় তাদের। রাদা যাদব এবং শিখা পান্ডের দশম উইকেটে ৫২ রানের জুটি শেষ অবধি তাদের সন্মানজন স্কোর অবধি পৌঁছে দেয়। সুইং বা টার্ন নয়, মুম্বই বেশ কয়েকটি উইকেট তুলে নেয় ফুলটসে। ফাইনালের মত ম্যাচে নির্বিষ ফুলটস কি করে উইকেট তোলার অস্ত্র হতে পারে সে নিয়ে সন্দিহান সোশ্যাল মিডিয়ার একাংশ।
শেফালী ভার্মার আউট নিয়েও রয়েছে বিতর্ক। ইসি ওয়াং-এর বল শেফালীর (Shafali Verma) কোমরের ওপরে ছিলো বলেই ধারণা নেটিজেনদের। আউট ছিলেন বলে মানতে রাজী নন শেফালীও। ম্যাচ শেষে তিনি জানান, “মাঠ ছেড়ে যেতামই না। নেহাৎ (মেগ) ল্যানিং বললেন বলে বাইরে এলাম।” আম্পায়ারের এহেন সিদ্ধান্ত কেনো বরাবর মুম্বইয়ের (MIW) পক্ষেই যায়? প্রশ্ন তুলেছে সমাজমাধ্যম। এই ইস্যুতেই মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক আম্বানীদেরও নিশানা করেছেন অনেকে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
দেখে নিন ট্যুইটার চিত্র-
2020 just repeated itself ! #DCvMI pic.twitter.com/HHne4GREqe
— Aditi pandey (@shadowgirl___) March 26, 2023
Finally #HarmanpreetKaur Kaur wins a Final over #MegLanning!!#DCvMI #WPLFinal
— FALCON (@itsFALCON9) March 26, 2023
Mumbai Indians are the champion of WPL 2023 #WPLFinal | #DCvMI pic.twitter.com/GErJPj0UuX
— OLDMONK. (@ltsmonk_45) March 26, 2023
No ball U Reason U
know don't #DCvMI pic.twitter.com/sV15201Dch— व𝐬𝐮ली 🇮🇳 (@Vasooli_4) March 26, 2023
Rishabh pant from home #Noball #DCvMI pic.twitter.com/uhlhDj0hKO
— Maalla (@Akhil39888074) March 26, 2023
Player of the Match #WPLFinal #DCvMI pic.twitter.com/iOmwaWzmLD
— व𝐬𝐮ली 🇮🇳 (@Vasooli_4) March 26, 2023
Amelia Kerr 💙@mipaltan flag flying high #MumbaiIndians #WPL2023 #DCvMI pic.twitter.com/JFYh4U3lKf
— Aru💫 (@Aru_Ro45) March 26, 2023