দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের পাশাপশি এই ২ দলকে সেমিফাইনালিস্ট হিসাবে বাছাই করলেন এবি ডিভিলিয়ার্স !! 1

আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় প্রতিযোগিতা টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। গতবার পাকিস্তানকে ফাইনালের মঞ্চে হারিয়ে দ্বিতীয় বারের জন্য টি-টোয়েন্টি শিরোপা জয় করে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে তারা এই কীর্তিমান রচনা করেছিল। গতবার ভারতীয় দলের পারফরমেন্সের কথা বলতে গেলে ইংল্যান্ড দলের বিরুদ্ধে সেমিফাইনালের মঞ্চে ভারতীয় দলকে লজ্জাজনক পরিণতি হয়েছিল। ১০ উইকেটে সেমিফাইনালে জয় এসেছিল ইংল্যান্ডের।

নিউইয়র্কে পৌঁছে গিয়েছে ভারতীয় দল

Team India, t20 world cup 2024
Team India | Image: Getty Images

তবে, পুরানো পারফরম্যান্স ভুলে ভারতীয় দল প্রস্তুত তাদের নতুন অভিযান শুরু করার জন্য। ইতিমধ্যেই ভারতীয় দল পৌঁছে গিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। আগামীকাল তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচও খেলতে চলেছে, ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। যেহেতু এবার ২০টি দল মিলে বিশ্বকাপের আসরে যোগদান করেছে তাই এবারের বিশ্বকাপ হতে চলেছে প্রায় এক মাস ধরে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল পৌঁছে যাবে সুপার এইটের মঞ্চে এবং সেখান থেকে চারটি দল সরাসরি সেমিফাইনালের জন্য পৌঁছাবে তবে ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছালে তারা দ্বিতীয় সেমিফাইনাল টি খেলবে।

Read More:  বিশ্বকাপের জন্য ঘোষণা হলো ভারতের একাদশ, পন্থ-চাহাল সহ এই খেলোয়াড়রা পড়লেন বাদ !!

ডি ভিলিয়ার্স বাছাই করেছেন তার চার সেমিফাইনালিস্ট

Ab de villers, t20 world cup 2024
Ab De Villers | Image: Getty Images

বিশ্বকাপ শুরুর আগেই একে একে প্রাক্তন ক্রিকেটাররা তাদের পছন্দের চারটি দল বাছাই করে নিয়েছেন বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালিস্ট হিসাবে। প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স (Ab De Villiers) তার পছন্দের চারটি দল বাছাই করে ফেলেছেন। বরাবরের মতন তিনি প্রথমেই ভারতীয় দলকে বাছাই করেছেন, তার মতে এবারের বিশ্বকাপে সবথেকে শক্তিশালী দল হলো ভারত। পাশপাশি, নিজের দেশ দক্ষিণ আফ্রিকাকেও তিনি নির্বাচন করেছেন সেমিফাইনালিস্ট হিসাবে।

এই দুই দল ছাড়া ডিভিলিয়ার্স ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান এবং ২০২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল কে বাছাই করেছেন তার ৪ সেমিফাইনালিস্ট হিসাবে। পাশাপশি মেগা ফাইনালে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ দেখতে চান এবি। প্রসঙ্গত ভারত ও পাকিস্তান একই গ্রুপের অন্তর্গত। তাই সেমিফাইনালে পৌঁছালেও দুই দলের মধ্যে সাক্ষাৎ হবে না। তবে, গ্রুপ পর্যায়ের ম্যাচে আগামী ৯ জুন তাদের মধ্যে একটি হাড্ডি লড়াই হতে চলেছে।

Read Also: T20 World Cup 2024 Semi Finalist: দল ঘোষণার আগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ল পাকিস্তান, শেষ চারে কোয়ালিফাই করা দেশে নেই ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *