প্রতিটা ক্রিকেটার স্বপ্ন দেখে নিজেদের দেশের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করার জন্য মুখিয়ে থাকেন। আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার জন্য প্রতিটা ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে নিজেদের সেরা পারফর্মেন্স করে দেখাতে হয় এবং তার পাশাপাশি একজন ক্রিকেটকে মানসিক ধৈর্যের পরীক্ষাও দিতে হয় যাতে হয় যাতে করে তারা আন্তর্জাতিক মঞ্চে বড়ো ম্যাচ খেলার ধকল নিতে পারেন।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
ক্রিকেট ইতিহাসে আমরা এমন বহু ক্রিকেটারদের দেখেছি যারা ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রথম শ্রেণীর ক্রিকেটীয় কেরিয়ারে অসাধারণ সাফল্য পাবার পরেও আন্তর্জাতিক মঞ্চে পদার্পন করে করে অল্প সময় পরেই নিজেদের ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানিয়েছেন। এছাড়াও একজন ক্রিকেটারকে আন্তর্জাতিক মঞ্চে টিকে থাকতে গেলে তার পারফর্মেন্সের পাশাপাশি তার ফিটনেসের প্রতি সমানভাবে নজর দিতে হয় যাতে করে তিনি নিজের ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত করতে পারেন।
ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন বহু উইকেটকিপার ব্যাটসম্যান আছেন যারা নিজেদের ক্রিকেটীয় প্রতিভার জোরে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। এদের মধ্যে বেশ কিছু উইকেটকিপার ব্যাটসম্যান আছেন যারা ভারতীয় দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করিয়েছেন। বর্তমানে ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে কে এল রাহুল (KL Rahul) যথেষ্ট সুনাম অর্জন করেছেন।
বর্তমানে ভারতীয় দলের প্রধান উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ (Rishav Panth) দুর্ঘটনায় আহত হবার পর থেকে কে এল রাহুল অন্যতম অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে দলের সাথে যুক্ত রয়েছেন। কিন্তু ডানহাতি এই প্রতিভাবান ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে ওপেনিং ব্যাটিংয়ের পাশাপাশি মিডল অর্ডার এর দায়িত্ব সামলেছেন এবং উইকেটকিপিংয়েও তিনি যে যথেষ্ট দক্ষ্য সে কথা বলাই বাহুল্য। সম্প্রতি তিনি চোট সারিয়ে ক্রিকেটের ময়দানে ফিরলেও তার পুরোনো পারফর্মেন্স লক্ষ্য করা যাচ্ছে না বলাই চলে এমনকি চলতি ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচেই ভারতীয় নির্বাচন কমিটি তাকে সরিয়ে তরুণ ব্যাটসম্যান শুভমান গিল কে দলে জায়গা করে দিয়েছেন।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
এছাড়াও প্রথম একাদশ থেকে বসিয়ে রাখার পাশাপাশি তার কাছ থেকে সহ অধিনায়কের দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে বলেই আমরা জানি। এর পরে ভারতীয় নির্বাচক মন্ডলী তার পরিবর্তে অন্য প্রতিভাবান উইকেটকিপার ব্যাটসম্যানকে দলে জায়গা করে দিতে চলেছেন এমন কথা সোনা যাচ্ছে। তাই আমরা এখানে এমন ৫জন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা করবো যারা যারা কে এল রাহুলের পরিবর্তে ভারতীয় দলে জায়গা করে নিতে চলেছে।
ঈশান কিষান
তালিকায় সর্বপ্রথম নামটি হলো তরুণ প্রতিভাবান উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষানের (Ishan Kishan) যিনি নিজের আন্তর্জাতিক অভিষেক ম্যাচে অর্ধ শতরান এবং একদিবসীয় ফরম্যাটে সব থেকে দ্রুততম দ্বিশতরান করে রেকর্ড খাতায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন।
বাঁহাতি এই ব্যাটসম্যান দলের প্রয়োজনে ওপেনিং এবং যেকোনো পসিশনে ব্যাট করতে সক্ষম এবং তিনি তার ঝোড়ো ব্যাটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে প্রসিদ্ধ হয়ে উঠেছেন। তার ব্যাটিংয়ের পাশাপাশি তিনি যে উইকেটকিপিংয়েও যথেষ্ট দক্ষ্য সে কথাও প্রমাণিত হয়েছে।
তাই ২৪বছর বয়সি তরুণ এই ক্রিকেটার ভারতীয় দলের দলের হয়ে টেস্ট ফরম্যাটে অভিষেক না করলেও খুব শীঘ্রই দলের হয়ে মাঠে নামতে চলেছেন সে কথা নিঃসন্দেহে বলা যেতে পারে এবং তিনি যে লম্বা রেসের ঘোড়া সে কথা বলাই বাহুল্য।