Ipl 2025
Sanju Samson and MS Dhoni | Image: Getty Images

আধুনিক ক্রিকেট বিশ্বে প্রতিটা তরুণ ক্রিকেটার আশা করেন তারা একদিন আইপিএল এর মতো ধনী এবং জনপ্রিয় ক্রিকেট লীগ এ সুযোগ পাবেন এবং তাদের অসাধারণ ক্রিকেটীয় প্রতিভার প্রমান দেখাচ্ছেন। বর্তমান ক্রিকেট বিশ্বে আইপিএল হলো এমন একটি মঞ্চ যেখান থেকে যেমন তরুণ ক্রিকেটাররা প্রতিনিয়ত নিজেদের ক্ষমতার প্রকাশ করে আন্তর্জাতিক মঞ্চে পদার্পন করে চলেছেন ঠিক তেমনি বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চ থেকে অবসর গ্রহণ করার পরেই আইপিএল এর মঞ্চে ভালো পারফর্মেন্স করে নিজেদের ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানিয়েছেন।

এছাড়াও আইপিএল এর ইতিহাসে এমন ঘটনাও বারংবার দেখা গেছে যেখানে যেখানে ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট ফ্যানরাও প্রতিবছর এই টুর্নামেন্টের জন্য অপেক্ষা করে থাকে যাতে করে তারা নিজেদের পছন্দের দল এবং ক্রিকেটারদের জন্য গলা ফাটাতে পারে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের একমাত্র t20 লীগ হলো আইপিএল কারণ এই মঞ্চে যেমন ক্রিকেটারদের বেশ মোটা টাকার বিনিময়ে আইপিএল ফ্রেঞ্চাইসি গুলো নিজেদের দলে যুক্ত করে ঠিক তেমনি এই মঞ্চে থেকেই বিভিন্ন্য দেশ নিজেদের দেশের জন্য তরুণ প্রতিভাদের খুঁজে পেয়ে থাকে যারা পরবর্তীতে ক্রিকেট বিশ্বে রাজত্ব করবে বলেই মনে করা যায়। বহু ক্রিকেটার এই মঞ্চে সুযোগ পেলেও তারা দলের হয়ে মাঠে নামার সুযোগ পায়না বলেই আমরা জানি এবং আইপিএল এর ইতিহাসে আমরা এমন বহু ক্রিকেটারদের দেখেছি যারা একটিও ম্যাচ না খেলে দলের হয়ে আইপিএল ট্রফি জিতেছেন।

আমরা এখানে এমন ৪জন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা আইপিএল ট্রফি জেতার পরেই আইপিএল এর মঞ্চে অভিষেক করার সুযোগ পেয়েছেন বলেই মনে করা যায়।

রাহামানুল্লাহ গুরবাজ:

IPL 2023: ৪ জন ক্রিকেটার যারা আইপিএল ট্রফি জেতার পরে টুর্নামেন্টে অভিষেক করেছেন !! 1

 

ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাটে উঠতি তারকা ক্রিকেটারদের মধ্যে অন্যতম একটি নাম হলো রাহামানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটসম্যান হলেন আফগানিস্তান ক্রিকেটের উঠতি প্রতিভা যিনি নিজের অসাধারণ ব্যাটিং ক্ষমতা দেখিয়ে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন। প্রতিভাবান এই ক্রিকেটার ২০১৯ সালে আফগানিস্তান দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর ২০২২ সালে গুজরাট টাইটানসের (GT) এর আইপিএল এর মঞ্চে সুযোগ পেয়েছিলেন।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023

কিন্তু তিনি একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি কিন্তু সেই বছরেই গুজরাট টাইটান্স প্রথমবারের মতো আইপিএল ট্রফি বিজয়ী হয়েছিল এবং তিনি সেই বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। এরপরে এই বছর নিলামে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাকে নিজেদের দলে যুক্ত করেছে এবং তিনি দলের হয়ে ওপেনার ব্যাটসম্যান হিসাবে পারফর্ম করে চলেছেন।

নূর আহমেদ:

Noor Ahmad

এই তালিকায় দ্বিতীয় নামটি হলো আরো এক তরুণ প্রতিভাবান আফগানিস্তান ক্রিকেটার নূর আহমেদের (Noor Ahmad)। ১৮ বছর বয়সী বাঁহাতি এই রিস্ট স্পিনার গতবছর আফগানিস্তান দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করেছিলেন এবং সেই বছরেই তিনি আইপিএল এর মঞ্চেও পদার্পন করেছিলেন।

কিন্তু গতবছর গুজরাট টাইটানসের (GT) হয়ে অভিষেক করলেও মাঠে নামার সুযোগ তার হয়নি কিন্তু আইপিএল এর বিজয়ী ট্রফি তিনি হাথে তুলেছিলেন। এই বছর আইপিএল এর ময়দানে তার অভিষেক হয়েছে এবং তিনি দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন।

সঞ্জু স্যামসন:

Sanju Samson
Sanju samson

এই তালিকায় একটি জনপ্রিয় নাম হলো সঞ্জু স্যামসন (Sanju Samson) এর। ডানহাতি এই প্রতিভাবান উইকেটকিপার ব্যাটসম্যান অসাধারণ ব্যাটিং এবং দক্ষ উইকেটকিপিং দেখিয়ে ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে নিজের নাম কামিয়েছেন বলেই মনে করা যায়। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সেই ভাবে সুযোগ না পেলেও তার ক্রিকেটীয় প্রতিভা দেখে ইতিমধ্যেই ক্রিকেট বিশ্ব মুগ্ধ হয়ে গিয়েছে এমনটাই আশা করা যেতে পারে।

সঞ্জু স্যামসন ২০১২সালে আইপিএল ট্রফি বিজয়ী কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের সদস্য হওয়া সত্ত্বেও একটিও ম্যাচ খেলার তিনি সুযোগ পাননি কিন্তু পরের বছরেই তিনি রাজস্থান রয়্যালস (RR) দলে যোগদান করেন এবং আইপিএল এর ময়দানে অভিষেক করেছিলেন।

নিকোলাস পুরান:

Nicholas Pooran

এই তালিকায় সর্বশেষ নামটি হলো বিধংসী ব্যাটসম্যান নিকোলাস পুরানের (Nicholas Pooran)। বাঁহাতি এই বিধংসী ওয়েস্ট ইন্ডিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান t20 ফরম্যাটে সেরা ফিনিশার ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম একটি নাম।

পাওয়ার হিটার এই ব্যাটসম্যান ২০১৭সালে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) শিবিরে যোগদান করেছিলেন কিন্তু তিনি একটিও ম্যাচ না খেলে আইপিএল ট্রফি জয়লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি ২০১৯ সালে পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে আইপিএল এর ময়দানে অভিষেক করেছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *