IPL 2023: এই ৩ বড় কারণের জন্য চলতি আইপিএলে চরম ফ্লপ হচ্ছে KKR, প্রতিটা ম্যাচে খাচ্ছে হোঁচট !! 1

IPL 2023: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-একেবারেই ছন্দে নেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দু-একটা ম্যাচে ভালো পারফর্ম করলেও, নিজেদেরকে এই মুহুর্তে একটি অনিশ্চিত জায়গায় নিয়ে গিয়েছে তারা। চলতি মরশুমে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে কলকাতা। তার মধ্যে চারটি ম্যাচ জেতার পাশাপাশি ছয়’টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে বাদশাহ’র দলকে। এখনও পর্যন্ত ছন্দে পাওয়া যায়নি তাদের। সব মিলিয়ে এই মুহুর্তে বেশ বেকায়দায় নাইট শিবির।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

ঘটনা হল, কেকেআর একটি জয়ের জন্য প্রয়োজনীয় পারফরমেন্স তুলে ধরতে সক্ষম হচ্ছে না এবং তারা প্রতিটি  ম্যাচে বিপক্ষের সঙ্গে তাল মেলাতে  লড়াই করছে। শুধু অ্যাওয়ে ম্যাচ নয়, ঘরের মাঠ ইডেন গার্ডেন্সেও বেশ কিছু ম্যাচে শোচনীয় পরাজয় বরণ করে তারা। এই বিষয়গুলি শীঘ্রই মেরামত করতে না পারলে কলকাতার সামনে সমূহ বিপদ। যেভাবে চলছে তাতে তারা এই মরশুমেও প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারবে না। এখনে ৩টি কারণ দেখা যেতে পারে যার জন্য কেকেআর আইপিএল ২০২৩-এ  ফের ফ্লপ করছে।

তুখোড় ভারতীয় ব্যাটসম্যানের অভাব

Shreyas Iyer

কোন সন্দেহ নেই শ্রেয়াস আইয়ারের আকস্মিক চোট এই বছর কেকেআর-এর সম্ভাবনাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তার অনুপস্থিতিতে, নাইট রাইডার্সের এমন একজন ব্যাটসম্যানের অভাব রয়েছে যে বর্তমানে ভারতীয় দলের অন্যতম বড় মুখ। তাদের দলে ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং এবং নীতীশ রানার মত রয়েছে। কিন্তু একমাত্র রিংকু সিং ছাড়া এখনও আইপিএলে কেউই এককভাবে ম্যাচ জেতাতে পারেননি।

ভেঙ্কটেশ ২০২১ সালে অনেক প্রতিশ্রুতি দেখিয়েছিলেন কিন্তু গত মরশুম থেকেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন তিনি। একটা সময় ভারতীয় দলে জায়গা করে নিলেও সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। অন্যদিকে, রিংকু কিছুটা হলেও ব্যাট হাতে লড়ছেন এবং তিনিই একমাত্র ম্যাচ উইনার। অধিনায়ক রানা এখনও পর্যন্ত বেশ কিছু ম্যাচে রান করলেও, ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারেননি। তাই একার ক্যারিশমায় ম্যাচ জেতাতে পারা এমন মানসম্পন্ন ভারতীয় ব্যাটারের অভাব আইপিএল ২০২৩-এ কেকেআর’কে একটা ফ্লপ দল তৈরি করছে।

অন্দ্রে রাসেলের চোট ও অফফর্ম

Andre Russell

আন্দ্রে রাসেল বর্তমানে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন। তবে তার ফিটনেস এবং বর্তমান ফর্ম টিম ম্যানেজমেন্টের জন্য উদ্বেগের বিষয়। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ট্রেনিং সেশনে রাসেলকে বোলিং করার সময় কয়েকবার হাঁটু ধরে থাকতে দেখা যায়। কেকেআরকে অতীতে তার ফিটনেস নিয়ে ঘাম ঝরাতে হয়েছে এবং এই বছরও সেটাই হচ্ছে। কারণ, এই পুরো ফিট না থাকার দরুণ কিছুই নিজের সেরাটা দিতে পারছেন না রাসেল।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023

এবারের আইপিএলে একেবারেই ছন্দে নেই এই ক্যারিবিয়ান ক্রিকেটার। মারকাটারি রাসেলকে একবারের জন্যও দেখা যায়নি। ফলে এবারের লিগে পস্তাচ্ছে কলকাতা। আন্দ্রে রাসেলের উপর অতিরিক্ত নির্ভরতার গল্প বেশ কিছুদিন ধরেই চলছে। আর ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়টি সেরা পারফর্ম করতে না পারার কারণে বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছে নাইট শিবিরকে।

অনভিজ্ঞ অধিনায়ক ও কোচ

IPL 2023

শাহরুখ খানের দল আইপিএল ২০২৩-এর আগে চন্দ্রকান্ত পণ্ডিতকে তাদের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করে৷ ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলে যোগ দেওয়ার জন্য চাকরি ছেড়ে দেওয়ার পরে পদটি শূন্য হয়েছিল৷ পন্ডিত একজন ট্যাক্টিশিয়ান হিসাবে পরিচিত এবং ঘরোয়া পর্যায়ে ব্যাপক সাফল্য উপভোগ করেন। যাই হোক, তিনি অতীতে কোন হাই-প্রোফাইল দলের কোচিং করেননি এবং তারকা আন্তর্জাতিক ক্রিকেটারদের পরিচালনার ক্ষেত্রে তার অভিজ্ঞতার অভাব একটি বাধা হয়ে দাঁড়িয়েছে।

Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

একইভাবে নীতিশ রানা, যিনি স্ট্যান্ড-ইন অধিনায়ক হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি অধিনায়ক হিসাবে তুলনামূলকভাবে অনভিজ্ঞ। আইপিএল দলে নেতৃত্ব দেওয়ার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও, অলরাউন্ডার সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ১২ টি-টোয়েন্টিতে তার রাজ্য দিল্লির অধিনায়কত্ব করেছেন। এর মধ্যে আটটি ম্যাচ জিতেছেন এবং চারটিতে হেরেছেন। কোচ এবং অধিনায়ক অভিজ্ঞতার অভাব আইপিএল ২০২৩-এ ফ্র্যাঞ্চাইজিটির ফ্লপ হওয়ার বর কারণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *