NITISH RANA KKR CAPTAIN IPL 2023

বেশ কিছুদিন ধরেই নেট পাড়ায় চলছে এক চর্চা। চর্চাটি হল বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় লীগ আইপিএলের (IPL 2023) অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (KKR) কে নিয়ে। আসলে আইপিএল শুরুতে চোট পেয়েছেন দলের মূল অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), ভারতীয় দলের এই জনপ্রিয় মিডিল অর্ডার ব্যাটসম্যান গতবছর আইপিএলে ১২ কোটি মূল্যে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেন এবং KKR ম্যানেজমেন্ট তাকে অধিনায়ক হিসাবে বিবেচিত করেন। তবে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে চোট পেয়ে বাইরে চলে যান আইয়ার। তবে আইয়ারের পর দলের দায়িত্ব কে পাবেন এই নিয়ে চলছিল চর্চা। তবে গতকাল প্রকাশিত হলো KKR দলের অধিনায়কের নাম , দলের অধিনায়ক হিসাবে নির্বাচিত হলেন নীতিশ রানা। দলের এই ৩ ক্রিকেটার অধিনায়ক হওয়ার তালিকায় ছিলেন এগিয়ে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

১. সুনীল নারিন

SUNIL NARINE
SUNIL NARINE

কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম জনপ্রিয় প্লেয়ার হলেন সুনীল নারিন (Sunil Narine)। বিগত ১১ বছর ধরে নারিন কলকাতা দলের একমাত্র সদস্য হিসেবে খেলে আসছেন তিনি। ট্রফি জয়ী KKR অধিনায়ক গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অধিনায়কত্বে সুনীল নারিনের আবির্ভাব ঘটে এই লিগে। প্রথম বছরেই তাক লাগিয়ে দেন তার অসাধারণ প্রদর্শন দিয়ে। এরপর থেকে KKR ম্যানেজমেন্ট সর্বদায় সাপোর্ট করে এসেছেন এই ক্যারিবিয়ান প্লেয়ারকে। দলের হয়ে ১৪৮ টি ম্যাচ খেলেছেন তিনি, সাথে নিয়েছেন ১৫২টি উইকেট এবং ১৬২.৭ স্ট্রাইক রেটে বানিয়েছেন ১০২৫ রান। বোলিংয়ের পাশাপাশি মাঝেমধ্যে ওপেনিং করতে দেখা গিয়েছে তাকে। IPL এর পাশাপাশি একাধিক লীগ খেলে থাকেন নারিন। তার এই অভিজ্ঞতার কথা বিচার করলে তিনি দলের অধিনায়ক হওয়ার অন্যতম নাম ছিলেন।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023

২. অন্দ্রে রাসেল

ANDRE RUSSEL
ANDRE RUSSEL

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কালিপ্সো জায়ান্ট অন্দ্রে রাসেল (Andre Russel)। এই ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার যতটাই না তার দেশে পরিচিত তার থেকে বেশি পরিচিত এই দেশে। বিশেষ করে KKR-ফ্যানদের কাছে রাসেল অন্যতম সেরা প্লেয়ার। দলের সঙ্গে যুক্ত রয়েছেন বহুদিন থেকেই। T-20 ক্রিকেটে সর্বদায় নিজের দাপট দেখিয়ে এসেছেন তিনি। নিজের দিনে যেকোনো বোলারের ক্যারিয়ার নষ্ট করতে পারেন তিনি। দলের হয়ে সর্বদায় সম্পূর্ণটাই দিয়ে থাকেন তিনি। আইপিএলে তিনি দিল্লি ডেয়ারডেভিলস দলের পর কলকাতা দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। IPL-এ তিনি ৯৮ ম্যাচে ১৭৭.৮৮ স্ট্রাইক রেটে ২০৩৫ রান করেছেন ও বল হাতে ৮৯ টি উইকেট ও নিয়েছেন। তার এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইতো KKR, কিন্তু রাসেলের উপর বাড়তি কোনো দায়িত্ব দিলো না ম্যানেজমেন্ট।

৩. শাকিব আল হাসান

SHAKIB AL HASAN
SHAKIB AL HASAN

বাংলাদেশের সুপারস্টার শাকিব আল হাসান (Shakib Al Hasan) এই দলকে নেতৃত্ব দেওয়ার পিছনে অন্যতম দাবিদার ছিলেন। তিনি বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক ও তিনি বিশ্বের অন্যতম সেরা স্পিনার। বাংলাদেশ দলের হয়ে একাধিক ম্যাচ জিতিয়েছেন শাকিব। এছাড়া ২০১২ সালে KKR শিবিরের ছিলেন যখন দল কাপ জিতেছিল। ৭১ টি আইপিএল ম্যাচে ১২৫ এর স্ট্রাইক রেটে ৭৯৩ রান করেন ও ৬৩ টি উইকেট নিয়েছেন। তার ক্রিকেটিং অভিজ্ঞতা অনেক দিনের, যেকারণে তিনি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন।

Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *