"টিমে জায়গা পাওয়া নিয়ে ভাবতে গেলে...", টি-২০ বিশ্বকাপের দল নিয়ে বড় খোলসা শুভমান গিলের !! 1

শুভমান গিল (Shubman Gill) এখনও পর্যন্ত আইপিএল ২০২৪-এ ভালো ফর্মে রয়েছেন। দুই ইনিংসে হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের ফর্ম ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আইপিএলে ভালো পারফর্ম করা ভারতীয় খেলোয়াড়দের দিকেই চোখ থাকবে নির্বাচকদের।

তাহলে এখন বড় প্রশ্ন হল শুভমান গিল টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে আইপিএল খেলছেন কিনা। আসলে কান পাতলে শোনা যাচ্ছে, আসন্ন বিশ্বকাপের জন্য অন্যরকম ভাবছে টিম ম্যানেজমেন্ট। সেখানে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ওপেনার হিসেবে দেখা যেতে পারে। সেক্ষেত্রে শুভমান গিল কিংবা যশস্বী জয়সওয়ালের কপাল পুড়তে পারে।

Read More: বিশ্বকাপের ট্রফি তুলতে দুরন্ত চাল উগান্ডার, এই ভারতীয় কোচকে করলো সামিল !!

কী বলছেন শুভমান গিল?

Shubman Gill

বিশ্বকাপের বিষয়ে প্রশ্ন করা হলে শুভমান গিল (Shubman Gill) বলেন, “সত্যি কথা বলতে গেলে এর উত্তর দেওয়াটা মোটেও কঠিন কাজ নয়। বড় রান করতে হবে, দলকে জেতাতে হবে। বাকি কাজটা এমনি হয়ে যাবে।” চলতি মরশুমে যশস্বী জয়সওয়াল ৮টি ম্যাচে ২২৫ রান করেছেন। অন্যদিকে, ৯টি ম্যাচ খেলে ৩০৪ রান করেছেন শুভমান গিল।

এই গিল গত মরশুমের আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন। আইপিএল ২০২৩-তে খেলা ১৭টি ম্যাচের ১৭টি ইনিংসে ব্যাট করার সময় গত মরশুমে গিল ৫৯.৩৩ গড়ে এবং ১৫৭.৮০ স্ট্রাইক রেটে ৮৯০ রান করেছিলেন। এই সময়ে তিনি ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি করেন।

Shubman Gill
Shubman Gill

গিল এরপর আরও যোগ করেন, “শেষ ৬-৮ মাস খুব চড়াই-উতরাই হিসেবে গেছে। তবে এই সময়টা দারুণ কেটেছে সেই বিষয়ে কোন সন্দেহ নেই। এই সময়ে একজন খেলোয়ার হিসেবে, একজন মানুষ হিসেবে আমি নিজেকে অনেকটা বিকোশিত করতে পেরেছি। একজনকে নিজের সেরাটা বার করে আনতে হলে প্রচুর ইচ্ছেশক্তি থাকতে হয়। নিজেকে তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়।”

Also Read: চূড়ান্ত হওয়ার মুখে টি-২০ বিশ্বকাপের দল, কিছু প্রশ্নের জবাবের সন্ধানে রোহিত-দ্রাবিড়-আগরকার ত্রয়ী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *