"বহুবার এমন ধরনের..." MS ধোনির মুরিদ হলেন জস বাটলার, ম্যাচ শেষে করলেন এই মন্তব্য !! 1

পরিসমাপ্তি ঘটেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ৩১তম ম্যাচের। কলকাতা নাইট রাইডার্সকে পরাস্ত করে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান বজায় রাখলো রাজস্থান রয়্যালস। প্রায় কলকাতার পক্ষে চলে যাওয়া ম্যাচটি জয়লাভ করলো রাজস্থান রয়্যালস। গতকাল ম্যাচে দুই ইনিংসেই দেখা গিয়েছে দুই শতরানের ইনিংস। প্রথমটি এসেছিল কলকাতা নাইট রাইডার্স দলের অলরাউন্ডার সুনীল নারায়ণের (Sunil Narine) ব্যাট থেকে ও দ্বিতীয় ইনিংসে ম্যাচ উইনিং শতরান হাঁকিয়ে দলের জয় সুনিশ্চিত করেন জস বাটলার (Jos Buttler)।

আরও পড়ুন | IPL 2024: ‘গম্ভীর’ মুখে হাসি ফোটালো নারাইনের শতরান, প্রাক্তন সতীর্থকে বুকে জড়ালেন কেকেআর মেন্টর !!

KKR’এর থেকে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিলো জস বাটলার

Jos Buttler, ipl 2024
Jos Buttler | Image: Getty Images

ম্যাচের কথা বলতে গেলে, গতকাল প্রথমে ব্যাটিং করতে এসে কলকাতা নাইট রাইডার্স দল নির্ধারিত ২০ ওভারে ২২৩ রান বানায়। এই ইনিংসে দলের হয়ে অসাধারণ শতরান হাঁকান সুনীল নারায়ণ। ৫৬ বলে ১৩টি চার ও ৬টি ছক্কার বিনিময়ে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সুনীল। পাশাপাশি, রঘুবংশী ১৮ বলে ৩০ ও রিঙ্কু ৯ বলে ২০ রান বানিয়ে দলকে ২২৩ রানে পৌঁছে দেন।

রান তাড়া করতে এসে একেরপর এক উইকেট হারাতে শুরু করে। পাওয়ার প্লের ভিতরেই দুই উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। এমনকি ইনফর্ম রিয়ান পরাগ অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে ১৪ বলে ৩৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ১২.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। তবে দলের শেষ ভরসা জস বাটলার তখনও পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন জস বাটলার (Jos Buttler)। ব্যাট হাতে ৬০ বলে ৯টি চার ও ৬টি ছক্কার বিনিময়ে ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জস বাটলার এবং অন্তিম বলেই দলের হয়ে জয় সুনিশ্চিত করেন।

ধোনিকে নিয়ে বড় বয়ান দিলেন বাটলার

Ms dhoni, ipl 2024
MS Dhoni | Image: Getty Images

ম্যাচের সেরা হওয়ার পর মন্তব্য করতে গিয়ে এমএস ধোনির নাম নিলেন বাটলার। জস বাটলার এমএস ধোনির মস্ত বড় ফ্যান, এর আগেও তিনি আইপিএলের মঞ্চে ধোনির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ধোনির থেকে সই করা জার্সিও নিয়েছেন। এবার বাটলার তার গতকালের ইনিংসটি ধোনির জন্য সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্তব্য করে তিনি বলেন, “পুরো আইপিএল জুড়ে প্রচুর বার এমন হয়েছে, অস্বাভাবিক জয় পেতে অনেকবার দেখা যায়। ধোনি এবং কোহলির মতো প্লেয়াররা, যেভাবে শেষ অবধি থাকেন এবং ম্যাচ জেতান। আইপিএলে এটি অনেকবার হয়েছে এবং আমিও তাই করার চেষ্টা করছিলাম।

আরও পড়ুন: IPL 2024: “প্লে-অফ, আমরা আসছি…” নাইটদের হারিয়ে উদ্‌যাপন রাজস্থান সমর্থকদের, বাটলারকে কুর্নিশ নেটজনতার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *