IPL 2024: দিল্লির কাছে KKR হারলে লাভবান হবে আরসিবি, সটান এন্ট্রি নেবে প্লেঅফে !! 1

IPL 2024: সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস। দুই দল দু’রকম ফর্ম নিয়ে এই ম্যাচে নামতে চলেছে। আসলে নিজেদের শেষ ম্যাচে হেরেছে কলকাতা। অন্যদিকে, এই ম্যাচে নামার আগে জয় পেয়েছে দিল্লি। তাই অ্যাওয়ে ম্যাচ হলেও, সোমাবরের এই লড়াই থেকে জয় তুলে নিতে চাইবে ঋষভ পন্থের দল।

আইপিএল ম্যাচে কলকাতা দলের বোলিংয়ের দুর্বলতাকে কাজে লাগাতে চাইছে দিল্লি ক্যাপিটালস দল। শেষ পাঁচ ম্যাচে চারটিতে জয় পেয়েছে দিল্লি। ঋষভ পন্থের নেতৃত্বে দল ধীরে ধীরে ছন্দে ফিরছে। অন্যদিকে, মেন্টর গৌতম গম্ভীরের কলকাতা দল গত পাঁচ ম্যাচের তিনটিতেই পরাজয়ের মুখে পড়েছে। ইডেন গার্ডেনের মাঠ রানে ভরা। এই ম্যাচে দিল্লি জিততে পারলে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য দরজা খুলে যাবে।

ছন্দে নেই কেকেআর দল

IPL 2024: দিল্লির কাছে KKR হারলে লাভবান হবে আরসিবি, সটান এন্ট্রি নেবে প্লেঅফে !! 2

পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে রানের পাহাড় গড়েও হারতে হয়েছিল নাইটদের। সেই ম্যাচে মোট ৪২টি ছক্কা মারা হয়। কেকেআর শেষ ম্যাচে মিচেল স্টার্কের পরিবর্তে দুশমন্থ চামিরাকে দলে নিয়েছিল। কিন্তু সেও প্রভাব ফেলতে পারেনি। স্পিনার সুনীল নারিন ছাড়া বাকি বোলাররা দলকে হতাশ করেছেন।

দিল্লির সামনে তাই ঘরের দলের বোলারদের পরীক্ষা হবে। এটা কেকেআরের জন্য ভালো যে নারিন ব্যাট হাতে উপযোগী প্রমাণিত হচ্ছেন এবং ফিল সল্টে আছেন আরেক ইন-ফর্ম ব্যাটসম্যান। আন্দ্রে রাসেল, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও রিংকু সিংকেও ব্যাটিংয়ে ফর্ম দেখাতে হবে। না হলে, দিল্লির কাছে ফের হারের মুখ দেখতে হবে কলকাতাকে। আর সেক্ষেত্রে অক্সিজেন পাবে আরসিবি দল।

কলকাতার হারে লাভ হবে বিরাটদের

IPL 2024: দিল্লির কাছে KKR হারলে লাভবান হবে আরসিবি, সটান এন্ট্রি নেবে প্লেঅফে !! 3

চলতি আইপিএলে প্রথমদিকে একেবারেই ছন্দে ছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু শেষ দুই ম্যাচ জিতে নিয়ে নিজেদের জায়গাটা ভালো করে নিয়েছে তারা। ১০টি ম্যাচের মধ্যে ৩টি জিতে নিয়েছে তারা। বাকি ম্যাচগুলি জিতে নিলে তারাও প্লেঅফের দৌড়ে টিকে থাকবে। তবে এর জন্য কেকেআরকে অবশ্যই  হারতে হবে।

আর তার জন্য দিল্লির জয়ের প্রার্থনা শুরু করে দিয়েছে ব্যাঙ্গালোর ব্রিগেড। কলকাতা ৮ ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছে। এখন তারা যদি দিল্লি ম্যাচ হেরে যায় তাহলে নিজেদের শেষ চারে যাওয়ার সুযোগ খর্ব তো হবেই, সেই সঙ্গে আরসিবির যাত্রাটা সুগম হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *