ipl-gurbaz-returns-home-from-kkr-camp

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ৪৭তম ম্যাচ। আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস (KKR vs DC)। আজকের মেগা ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস দলের ক্যাপ্টেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথমে ব্যাটিং করতে এসে প্রথম ওভারেই ৩টি চার জুড়ে দেন পৃথ্বী শ (Prithvi Shaw)। তবে দ্বিতীয় ওভারে বৈভব অরোরার বলে ৭ বলে ১৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

১৫৩ রানে শেষ হলো দিল্লির ব্যাটিং

Ipl 2024, kkr vs dc
KKR vs DC | Image: Getty Images

এমনকি তার সাথে ওপেনিং করতে আসা জেক ফ্রেজার-ম্যাকগার্ক আজ বিধ্বংসী ব্যাটিং উপহার দিতে ব্যর্থ হয়েছেন। ৭ বলে ১২ রান বানিয়ে স্টার্কের (Mitchell Starc) বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তিন নম্বরে ব্যাটিং করতে আসা অভিষেক পোরেল ১৫ বলে ১৮ রান বানিয়ে হার্ষিত রানার বলে বোল্ড আউট হন। সাই হোপ মাত্র ৬ রান বানিয়ে বৈভবের বলে বোল্ড হয়ে যান।

ক্যাপ্টেন পন্থের (Rishabh Pant) ব্যাট থেকে ২০ বলে এসেছে ২৭ রান। ২১ বলে ১৫ রান বানিয়ে আউট হন অক্ষর প্যাটেল (Axar Patel)। এমনকি, ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে বেশ সমস্যার সম্মুখীন হয় দিল্লির ব্যাটিং। তবে আজকের ম্যাচে, সর্বাধিক ২৬ বলে ৩৫ রান বানিয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তার দুরন্ত ব্যাটিংয়ের ফলে দিল্লি ২০ ওভারে পৌঁছে গেল ১৫৩ রানে। KKR’এর হয়ে ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী, ২টি করে উইকেট নেন বৈভব অরোরা ও হার্ষিত রানা ও ১ উইকেট তুলে নেন মিচেল স্টার্ক।

Read More: IPL 2024: “বুঝিয়ে দিল কেন ওরা পাঁচবারের…”, হায়দ্রাবাদকে গুঁড়িয়ে দেওয়া চেন্নাই দলের প্রশংসায় পঞ্চমুখ টুইটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *