ipl-fans-hail-jos-buttler-blitz-vs-kkr

IPL 2024: এক বনাম দুইয়ের লড়াই-ইডেনে রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে উত্তেজনার পারদ যে চড়বে তার আঁচ পাওয়া গিয়েছিলো আগেই। কুড়ি-কুড়ি চল্লিশ ওভারের খেলাতেও আগাগোড়া চোখে পড়লো সেই উত্তাপ। আজ টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো রাজস্থান রয়্যালস। ফিল সল্ট দ্রুত আউট হলেও তার প্রভাব নাইট ইনিংসে বিশেষ পড়ে নি। অঙ্গকৃষ রঘুবংশীকে সাথে নিয়ে দাপুটে ইনিংস খেলেন সুনীল নারাইন। কলকাতা থামে ২২৩ রানে। টি-২০তে ২২৩ যথেষ্ট রান বলেই কিছুদিন আগে অবধি মনে করতেন বিশেষজ্ঞরা। কিন্তু এবারের আইপিএল (IPL) যেন সব হিসেব ওলটপালট করে দিচ্ছে। পাহাড়সম রানের লক্ষ্যও ব্যাট হাতে টপকে গেলো রাজস্থান। পৌঁছে গেলো ১২ পয়েন্টে।

Read More: IPL 2024, KKR vs RR, Match Highlights: বাটলারের বিক্রমে ঢাকা পড়লো নারাইনের শতরান, জমজমাট ম্যাচে শেষ হাসি রাজস্থানের !!

লক্ষ্ণৌ ম্যাচের নায়ক সল্ট আজ করেন মাত্র ১০ রান। এরপর অঙ্গকৃষ ও নারাইনের জুটি যোগ করে ৮৫ রান। তরুণ অঙ্গকৃষের মধ্যে আগামীর তারকা হওয়ার যাবতীয় গুণ রয়েছে বলে মনে করছে নেটজনতা। ১৮ বলে তাঁর ৩০ রানের ইনিংস ঘিরে চোখে পড়েছে উচ্ছ্বাস। ‘আরও এগিয়ে যাও’ লিখেছেন একজন। ‘ও খুবই সম্ভাবনাময়’ প্রশংসা আরও একজনের। নাইট ইনিংসে আজ লাইমলাইট কেড়ে নিয়ে গেলেন সুনীল নারাইন। চলতি মরসুমে ওপেন করছেন তিনি। আজ করলেন ৫৬ বলে ১০৯ রান। ‘নারাইনের এই অবতার যে দেখতে পাবো, তা কল্পনাও করি নি’ বিস্মিত হয়ে লিখেছেন একজন। ‘অবিশ্বাস্য একটা ইনিংস খেললো’ কুর্নিশ আরও একজনের।

২২৪ রানের লক্ষ্যমাত্রা প্রতিপক্ষকে ছুঁড়ে দেওয়ার পর বেশ আত্মবিশ্বাসী ছিলো নাইট শিবির। এরপর দ্রুত দুই উইকেট তুলে নেওয়ার পর খানিক বেড়েছিলো তা। প্রথম প্রত্যাঘাত দেখা গেলো রিয়ান পরাগের ব্যাটে। ১৪ বলে ৩৪ করে দলের মধ্যে আশার সঞ্চার করেন অসমের তরুণ। প্রশংসিত হলেন তিনি। ‘এই মরসুমে এক অন্য রিয়ানকে দেখতে পাচ্ছি’ লিখেছেন এক শুভাকাঙ্ক্ষী। ‘জাতীয় দল খুব দূরে নয়’ মন্তব্য আরও একজনের। ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে থাকা ম্যাচ শেষ মুহূর্তে রাজস্থানের দিকে নিয়ে এলেন জস বাটলার। গত ম্যাচে অসুস্থতার জন্য খেলেন নি তিনি। আজ রাজস্থানের ইনিংসের আগাগোড়া খেললেন। ১০৭* রানের ইনিংস দেখে মোহাচ্ছন্ন নেটজনতা। ‘প্রশংসার ভাষা নেই’ লিখেছেন একজন। ‘সত্যিই বাটলার সর্বকালের সেরাদের একজন’ শ্রদ্ধা নিবেদন করেছেন আরও একজন।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024: ‘গম্ভীর’ মুখে হাসি ফোটালো নারাইনের শতরান, প্রাক্তন সতীর্থকে বুকে জড়ালেন কেকেআর মেন্টর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *