ipl-2024-gambhir-embraces-sunil-narine

IPL 2024: ইন্টারনেটের দুনিয়ায় একটি মিম বহুল প্রচলিত। আনন্দ, দুঃখ, রাগ, হতাশা-কোনো অবস্থাতেই নাকি মুখের অভিব্যক্তি বদলায় না গৌতম গম্ভীরের। সব সময়ই তিনি থাকেন গম্ভীর মুখে। ট্রফি জয়ের উন্মাদনা বা পরাজয়ের গ্লানি বোঝা যায় না এক ঝলক তাঁর মুখের দিকে তাকালে। নেটিজেনরা প্রায়শই বলেন, নাম আর কাজের মধ্যে এহেন সমানুপাতিক সম্পর্ক খুব একটা দেখা যায় না সাধারণত। নামের মত কাজেও গৌতম সর্বদাই ‘গম্ভীর।’ এর আগে দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে ২০ ওভারে ২৭২ রান স্কোরবোর্ডে তুলে ফেলেছিলো কলকাতা, তখনও অভিব্যক্তির বদল ধরা পড়ে নি সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায়। তবে পড়লো আজ। গাম্ভীর্য্যের বর্মের ফাটল দিয়ে ঠোঁটের কোণে দেখা গেলো এক চিলতে হাসি। নেপথ্যে সুনীল নারাইন।

Read More: IPL 2024: ক্রিকেটের নন্দনকাননে নারাইনের তাণ্ডব, রাজস্থানের বিরুদ্ধে রানের পাহাড়ে কলকাতা !!

আইপিএল (IPL) কেরিয়ারের অধিকাংশ সময়টাই গৌতম গম্ভীর কাটিয়েছেন কলকাতা নাইট রাইডার্স জার্সিতে। অধিনায়ক হিসেবে দলকে জিতিয়েছেন দুটি ট্রফি। অবসরের পর মেন্টর হিসেবে আইপিএলের আসরে ফিরেছেন তিনি। গত দুই বছর ছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস দলে। এবারই তিনি ফিরেছেন নাইটদের ডাগ-আউটে। দলে ফিরেই যেন কলকাতার খোলনলচে বদলে দিয়েছেন তিনি। গত মরসুমে দল নির্বাচনের সমস্যা, বোলিং ব্যর্থতা, ওপেনিং জটিলতায় জর্জরিত ছিলো যাঁরা, সেই দলটাই এখন রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। প্রাক্তন সতীর্থ সুনীল নারাইনকে কেবল স্পিনার নয়, সাথে ওপেনার হিসেবে নামানোর ফাটকা খেলেছিলেন গম্ভীর। সুদে-আসলে আস্থার দাম চুকিয়েছেন ক্যারিবিয়ান তারকা।

এর আগে বেঙ্গালুরু ও দিল্লী’র বিরুদ্ধে দুটি চমকপ্রদ ইনিংস খেলেছিলেন সুনীল নারাইন। আজ ইডেনের ব্যাটিং বিস্ফোরণ অবশ্য ছাপিয়ে গেলো সেই সব ইনিংসকে। ব্রেন্ডন ম্যাকালাম ও ভেঙ্কটেশ আইয়ারের পর তৃতীয় ব্যাটার হিসেবে কেকেআর জার্সিতে সেঞ্চুরির ক্লাবে সামিল হলেন তিনি। ৪৯ বলে ১০০ রানের মাইলস্টোন স্পর্শ করেন তিনি। নারাইনের ধুন্ধুমার ইনিংসে ইডেনে উপস্থিত দর্শকদের মতই মোহিত খোদ গম্ভীরও। ১৬তম ওভারের পর আম্পায়ার যখন স্ট্র্যাটেজিক টাইম-আউট ঘোষণা করেন, তখন মাঠে নেমে পড়েন তিনি। নারাইনকে বুকে জড়িয়ে নেন। একইসাথে এক দুর্লভ মুহূর্তের সাক্ষী থাকে ইডেন। সদাগম্ভীর কেকেআর মেন্টরকে দেখা যায় হাসিমুখে নারাইনকে শুভেচ্ছা জানাতে।

দেখে নিন সেই মুহূর্তের দৃশ্য-

Also Read: IPL 2024: “ওটা এখনি খুলে রাখো…” স্কট স্টাইরিশকে RCB জার্সিতে দেখে ‘ক্ষিপ্ত’ এবি ডিভিলিয়ার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *