de-villiers-styris-fued-over-rcb-shirt

IPL 2024: চলতি আইপিএলে (IPL) অস্তিত্বসঙ্কটের মুখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এখনও পর্যন্ত মরসুমে ৭টি ম্যাচ খেলেছে তারা। হেরেছে তার মধ্যে ছয়টিতে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে অভিযান শুরু করেছিলেন বিরাট কোহলিরা (Virat Kohli)। এরপর দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেলেও তারপর জুটেছে টানা পাঁচটি হার। অঙ্কের হিসেবে প্লে-অফের স্বপ্ন এখনও বেঁচে থাকলেও বাস্তবের রুক্ষ জমিতে দাঁড়িয়ে সেই আশা আর করতে পারছেন না কেউই। এই বছর আরসিবি’র মেয়েরা উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL) জেতায় পুরুষ দলকে নিয়ে স্বপ্নের জাল বুনেছিলেন সমর্থকেরা। কিন্তু আইপিএল মরসুমের মাঝপথেই ছিন্নভিন্ন তা।

বেঙ্গালুরুর (RCB) হতশ্রী পারফর্ম্যান্স তাদের ভক্তরদের হৃদয় ভাঙলেও তা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন অনেকেই। তাঁদেরই একজন স্কট স্টাইরিশ (Scott Styris)। নিউজিল্যান্ডের অলরাউন্ডার আইপিএলের (IPL) গোড়ার দিকে খেলেছিলেন চেন্নাই সুপার কিংস (CSK) জার্সিতে। এখনও তিনি নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিরই সমর্থক। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বহু দিন হলো। বর্তমানে সম্প্রচারকারী সংস্থা জিও সিনেমার হয়ে ধারাভাষ্য দিচ্ছেন স্টাইরিশ (Scott Styris)। বেঙ্গালুরু কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের (AB De Villiers) সাথে বাজি হেরে আরসিবি জার্সি গায়ে ধারাভাষ্য দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন তিনি। এইবার ডিভিলিয়ার্স স্বয়ং তাঁকে রীতিমত নির্দেশ দিলেন জার্সি পরিত্যাগ করার জন্য।

Read More: RCB ছাড়ছেন বিরাট কোহলি, কান ধরে বললেন ‘অনেক হয়েছে’ !!

সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধ’ স্টাইরিশ-ডিভিলিয়ার্সের-

Scott Styris | RCB | Image: Twitter
Scott Styris | Image: Twitter

গতকাল ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ম্যাচ। চিন্নাস্বামী স্টেডিয়ামে ফের পরাজয়ের সম্মুখীন হতে হলো বেঙ্গালুরুকে। প্রথমে ব্যাটিং করে রেকর্ড ২৮৭ রান স্কোরবোর্ডে যোগ করে দেয় সানরাইজার্স। লজ্জাজনক বোলিং পারফর্ম্যান্সের পর অবিশ্বাস্য রান চেজের দুঃসাহস বুকে নিয়েই শুরুটা করেছিলো আরসিবি। ভালো খেলেন বিরাট কোহলি, ফাফ দু প্লেসি। এরপর মিডল অর্ডারের ভাঙন চাপ বাড়ায় বেঙ্গালুরুর (RCB) উপর। ফিনিশার হিসেবে নেমে ৮৩ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন দীনেশ কার্তিক। কিন্তু যথেষ্ট হয় নি তা। ২৫ রানের ব্যবধানে হারতেই হয় রয়্যাল চ্যালেঞ্জার্সকে। গতকালের হারের পর লীগ তালিকায় সবার নীচেই রয়ে গেলো বেঙ্গালুরু।

আরসিবি’র হতশ্রী পারফর্ম্যান্সের সাথে স্টাইরিশের বেঙ্গালুরু জার্সি পরার যোগসূত্র খুঁজে পেয়েছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। তিনি সোশ্যাল মিডিয়ায় কিউই প্রাক্তনীকে উল্লেখ করে লেখেন, “এক্ষুণি দয়া করে ঐ জার্সিটা পরা বন্ধ করো।” ডিভিলিয়ার্সের আবেদনে সাড়া দেওয়ার আগে শর্ত চাপিয়েছেন স্টাইরিশ। ধারাভাষ্যের মাইক হাতেই তিনি বলেন, “আমি কথা দিয়েছিলাম এই জার্সিটা পরবো। এটা (আরসিবি’র জন্য) একটা অশুভ সঙ্কেত হিসেবে এসেছে। আমি আরসিবি’র জন্য মোটেই শুভ নই। আমার দৃষ্টিভঙ্গি থেকে সেটা খুবই তৃপ্তিদায়ক। আমি এবি ডিভিলিয়ার্সকে পালটা চ্যালেঞ্জ করতে চাই। ও অন্তত একটা ম্যাচে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে চাপালে আমি এই জার্সি খুলে রাখবো।” এবিডি কি উত্তর দেন তার দিকে তাকিয়ে সকলে।

দেখে নিন সেই ভিডিও-

Also Read: IPL-এ প্রত্যাবর্তন চেতেশ্বর পূজারা’র, চমকপ্রদ পদক্ষেপ নিচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *