ipl-2024-pujara-makes-shocking-return

IPL : ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের পর থেকেই জাতীয় দলের দরজা বন্ধ রয়েছে চেতেশ্বর পূজারার (Cheteshwar Puajara) কাছে। ওয়েস্ট ইন্ডিজে তাঁকে বাদ দিয়েই গিয়েছিলো টিম ইন্ডিয়া। এরপর দক্ষিণ আফ্রিকা সফরেও সুযোগ পান নি তিনি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলেছে ভারত। বাইরেই থাকতে হয়েছে সৌরাষ্ট্র তারকাকে। ব্যাটিং অর্ডারে তাঁর তিন নম্বর পজিশনে দেখা গিয়েছে শুভমান গিল’কে (Shubman Gill)। প্রত্যাবর্তনের প্রত্যাশায় রঞ্জি ট্রফি খেলতে নেমেছিলেন তিনি। ভালো পারফর্ম করেও অবশ্য মেলে নি সুযোগ। এবার মরিয়া প্রচেষ্টা হিসেবে কি শেষমেশ নাম লেখাচ্ছেন আইপিএলে (IPL)? পূজারার সোশ্যাল মিডিয়া পোস্টে মিললো তেমনই ইঙ্গিত।

Read More: ঋষভ পন্থের কারণে কপাল পুড়ছে এই ৩ উইকেট কিপারের, টি-২০ বিশ্বকাপ দলে ‘নোএন্ট্রি’ !!

চেন্নাইতে ফিরতে পারেন পূজারা-

Cheteshwar Pujara in CSK jersey | IPL | Image: Twitter
Cheteshwar Pujara in CSK jersey | IPL | Image: Twitter

২০২১ সালের আইপিএল (IPL) নিলামে নাম দিয়েছিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Puajara)। চমক দিয়েই তাঁকে ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে দলে সামিল করে চেন্নাই সুপার কিংস। সেই মরসুমে চ্যাম্পিয়নও হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিরা (MS Dhoni)। একটি ম্যাচ না খেলেই আইপিএল জয়ীর পদক গলায় ঝোলান চেতেশ্বর পূজারা। যদিও এরপর আর তাঁকে ধরে রাখে নি সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। গত কয়েক মরসুমে সৌরাষ্ট্রের ক্রিকেটারকে দেখাও যায় নি আইপিএলের (IPL) আশেপাশে। কিন্তু গত ১৪ তারিখ ক্রিকেট তারকার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে আচমকাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি লিখেছেন আবারও সুপারকিংস-দের সাথে যুক্ত হতে মুখিয়ে রয়েছি। তিনি কি মরসুমের মাঝপথে চেন্নাইতে ফিরছেন? ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন।

দেখুন সেই পোস্ট’টি-

পূজারার কেরিয়ার পরিসংখ্যান-

Cheteshwar Pujara | IPL | Image: Getty Images
Cheteshwar Pujara | Image: Getty Images

২০১০ সালে ভারতের জার্সিতে প্রথমবার টেস্ট ক্রিকেটের আসরে মাঠে নামেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Puajara)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রতিপক্ষ ছিলো অস্ট্রেলিয়া। কেরিয়ারের প্রথম ইনিংসে ৪ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে নজর কাড়েন তিনি। করেন ৭২ রান। এরপর প্রায় এক দশকেরও বেশী সময় জাতীয় দলে তিন নম্বর পজিশনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন তিনি। দেশে হোক বা বিদেশের মাটিতে, খেলেছেন অসংখ্যা চমৎকার ইনিংস। ১০৩টি টেস্টে ১৭৬টি ইনিংস খেলে পূজারার (Cheteshwar Puajara) সংগ্রহ ৭১৯৫ রান। গড় ৪৩.৬০। করেছেন ১৯টি শতরান ও ৩৫টি অর্ধশতক। দেশের হয়ে ৫টি একদিনের ম্যাচও খেলেছেন তিনি। ১০.৫০ গড়ে মোট ৫১ রান রয়েছে তাঁর।

পূজারার IPL পরিসংখ্যান-

Cheteshwar Pujara in CSK jersey | IPL | Image: Twitter
Cheteshwar Pujara in CSK jersey | IPL | Image: Twitter

আইপিএলে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), কিংস ইলেভেন পাঞ্জাব (KXIP), কলকাতা নাইট রাইডার্স (KKR), চেন্নাই সুপার কিংসের (CSK) মত ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন চেতেশ্বর পূজারা। তাঁর ক্রিকেটশৈলীর সাথে টি-২০’র দ্রুত গতির ক্রিকেট বিশেষ খাপ খায় নি কোনোদিনই। সেই কারণেই টেস্টের মত বর্ণময় নয় পূজারার আইপিএল (IPL) কেরিয়ার। তিনি ২০১০ থেকে ২০১৪-র মধ্যে ৩০টি আইপিএল ম্যাচ খেলেছেন। ২২ ইনিংসে ২০.৫৩ গড় ও ৯৯.৭৪ স্ট্রাইক রেটে করেছেন ৩৯০ রান। একটি মাত্র অর্ধশতক রয়েছে তাঁর। মেরেছেন ৫০টি চার ও কেবল ৪টি ছক্কা।

Also Read: IPL 2024: ওয়াংখেড়েতেও মাহি ম্যানিয়া, ‘ধোনি…ধোনি…’ গর্জনে কেঁপে উঠলো মুম্বই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *