ঋষভ পন্থের কারণে কপাল পুড়ছে এই ৩ উইকেট কিপারের, টি-২০ বিশ্বকাপ দলে 'নোএন্ট্রি' !! 1

২০২২ সালের ৩০ ডিসেম্বর ভারতীয় ক্রিকেটজনতার ঘুম ভেঙেছিলো এক ভয়াবহ দুঃসংবাদের সাথে। জাতীয় দলের তারকা ঋষভ পন্থ (Rishabh Pant) ভোর রাতে দিল্লী থেকে রুরকিতে নিজের বাড়ি ফেরার পথে পড়েছিলেন এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার মুখে। হাইওয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গিয়েছিলো পন্থের (Rishabh Pant) গাড়িটি। আগুন ধরে যায় তাতে।

উইন্ডস্ক্রিন ভেঙে কোনোক্রমে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন তিনি। ফলে প্রাণরক্ষা পায় তরুণ ক্রিকেটারের। তবে চোট-আঘাত এড়াতে পারেন নি। পিঠে, মুখে সৃষ্টি হয়েছিলো গম্ভীর ক্ষত, ছিঁড়ে গিয়েছিলো হাঁটুর লিগামেন্ট। প্রথমে দেহরাদুনে ও পরে মুম্বইতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলে তাঁর।

অস্ত্রোপচারের পর হাঁটাই দুষ্কর ছিলো ঋষভ পন্থের (Rishabh Pant)  কাছে। সাহায্য নিতে হত ক্রাচের। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের হাতযশ আর নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে রিহ্যাব চালিয়ে গিয়েছেন ঋষভ। ১৪ মাসের কঠিন পরিশ্রমের পর অবশেষে পেয়েছেন মাঠে ফেরার সবুজ সংকেত।

চলতি আইপিএলে প্রথম দুই ম্যাচে মানিয়ে নিতে খানিক সমস্যার মধ্যে পড়লেও তার পর থেকে আবার রানের মধ্যে রয়েছেন ঋষভ। করেছেন দুটি অর্ধশতক। দিনকয়েক আগেই লক্ষ্ণৌর বিরুদ্ধে খেলেছেন ঝোড়ো ইনিংস। তাঁর জাতীয় দলে ফেরা এখন সময়ের অপেক্ষা। পন্থের (Rishabh Pant)  প্রত্যাবর্তনে চাপে রয়েছেন অন্য তিন উইকেটরক্ষক-ব্যাটার।

Read More: IPL 2024: “স্টাম্পের পিছনে দাঁড়িয়ে লোকটা…” চেন্নাইয়ের বিরুদ্ধে হারলেও MS ধোনির ভূয়সী প্রশংসা হার্দিক পান্ডিয়ার !!

কে এস ভরত-

KS Bharat | Rishabh Pant | Image: Getty Images
KS Bharat | Image: Getty Images

ঋষভ পন্থ (Rishabh Pant)  আহত হওয়ার পর টেস্ট দলের উইকেটরক্ষক হিসেবে অন্ধ্র প্রদেশের কে এস ভরতকে (KS Bharat) সুযোগ দিয়েছিলো টিম ইন্ডিয়া। গত বছরের বর্ডার-গাওস্কর ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকায় সুযোগ না পেলেও ঘরের মাঠে স্পিন সহায়ক বাইশ গজে ফের একবার দস্তানা হাতে ভরতকেই সুযোগ দিয়েছিলো টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই টেস্টে খেলেছিলেন তিনি। এখনও অবধি ৭টি টেস্ট খেলে ফেললেও সফল হন নি তিনি। ২০.০৯ গড়ে করেছেন ২২১ রান। একটি ম্যাচেও পান নি অর্ধশতক। ঋষভ পন্থ চোট সারিয়ে মাঠে ফেরার পর নিঃসন্দেহে দরজা বন্ধ হচ্ছে তাঁর জন্য।

ঈশান কিষণ-

Ishan Kishan | Rishabh Pant | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে ঈশান কিষণের (Ishan Kishan) দ্বৈরথ মাসখানেক আগেই জায়গা করে নিয়েছিলো সংবাদমাধ্যমের চর্চার কেন্দ্রবিন্দুতে। শাস্তিস্বরূপ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিলো ঈশানকে। ঋষভের অনুপস্থিতিতে তিন ফর্ম্যাটেই জাতীয় দলের হয়ে খেলেছেন ঈশান। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অর্ধশতক করেছেন। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন কার্যকরী ইনিংস। মিডল অর্ডারে নেমে মারমুখী ব্যাটিং করতে সক্ষম ঈশানকে (Ishan Kishan) একটা সময় ঋষভের আদর্শ বিকল্প ভাবছিলো বোর্ড। কিন্তু আচরণজনিত কারণে এখন কালো তালিকাভুক্ত তিনি। আসন্ন টি-২০ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। পাশাপাশি ঋষভ মাঠে ফেরায় অদূর ভবিষ্যতে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনাও খুবই ক্ষীণ।

কে এল রাহুল-

KL Rahul | IPL 2024 | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

ঋষভ পন্থ আহত হয়ে ক্রিকেট মাঠ থেকে ছিটকে যাওয়ার পর উইকেটরক্ষক হিসেবে দেখা গিয়েছে কে এল রাহুলকে (KL Rahul)। টেস্ট ও ওডিআই ফর্ম্যাটে কিপিং করেছেন তিনি। দস্তানা হাতে নজরও কেড়েছেন তিনি। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা ঋষভ পন্থ মাঠে ফেরার পর আর উইকেটরক্ষক হিসেবে দেখা যাবে না কর্ণাটকের ক্রিকেটার’কে। চমৎকার ফর্মে রয়েছেন তিনি। এশিয়া কাপ, বিশ্বকাপে ভালো খেলেছেন। এমনকি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধেও রান পেয়েছেন। ফলে টি-২০তে না হলেও ওডিআই ও টেস্ট দলে মিডল অর্ডার ব্যাটার হিসেবে রাহুলের (KL Rahul) জায়গা পাওয়া এখনও নিশ্চিত। তাঁকে আগামীতে কেবল বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলাতে পারে টিম ইন্ডিয়া।

Also Read: IPL 2024, KKR vs RR, Match-31: ইডেনে নাইটদের প্রতিপক্ষ রাজস্থান, লীগ তালিকার শীর্ষে পৌঁছতে ছক সাজাচ্ছেন গুরু গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *