ipl-2024-dhoni-chants-echo-in-wankhede

IPL 2024: আইপিএলের (IPL) মহারণে গতকাল মুখোমুখি হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও চেন্নাই সুপার কিংস (CSK)। টুর্নামেন্টের দুই সফলতম ফ্র্যাঞ্চাইজির মধ্যে গতকালও দেখা গেলো ধুন্ধুমার লড়াই। ৪০ ওভারের যুদ্ধ শেষে দুই পয়েন্ট অবশ্য জমা পড়লো চেন্নাইয়ের খাতায়। মরসুমের চতুর্থ জয় পেলো তারা। অন্যদিকে টানা তিন হারের পর জয়ের হ্যাট্রিকের সুইযোগ চলে এসেছিলো মুম্বই ইন্ডিয়ান্সের সামনে। চেন্নাইয়ের বিরুদ্ধে ২০ রানের ব্যবধানে হেরে সেই সুযোগ হাতছাড়া করলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। পয়েন্ট তালিকায় চারটি হার ও দুটি জয় নিয়ে তারা আটকে রইলো আট নম্বরেই।

টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন হার্দিক (Hardik Pandya)। রাহানে ও রচিনের নতুন ওপেনিং জুটি চেন্নাইয়ের হয়ে বিশেষ সফল হয় নি গতকাল। এরপরে জ্বলে ওঠেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও শিবম দুবে (Shivam Dube)। তাঁদের জোড়া অর্ধশতক বড় রানের দিকে এগিয়ে নিয়ে যায় চেন্নাইকে। এরপর শেষ ওভারে বাজিমাত করেন মহেন্দ্র সিং ধোনি। ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অনবদ্য শতরান করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অপরাজিত থাকলেন ১০৫ রান করে। কিন্তু যথেষ্ট হলো না তা। ১৮৬তে থামলো মুম্বই ইনিংস। মাথিশা পথিরানার (Matheesha Pathirana) চার উইকেটের সুবাদে গতকাল চেন্নাই জিতলেও ওয়াংখেড়ের জনতা মজে রইলো মহেন্দ্র সিং ধোনি’তে।

Read More: IPL 2024: “সাহস যুগিয়েছেন ধোনি ভাই…” মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়ে স্বীকারোক্তি পাথিরানা’র !!

ধোনি জ্বরে কাঁপলো ওয়াংখেড়ে স্টেডিয়াম-

MI vs CSK | IPL 2024 | Image: Getty Images
MI vs CSK | IPL 2024 | Image: Getty Images

২০১১ সালে মুম্বই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ভারতকে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2011) জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিংবদন্তি তারকা সম্ভবত গতকাল শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নামলেন ‘আইকনিক’ ওয়াংখেড়েতে। চেন্নাই সুপার কিংস (CSK) জনতার আদরের ‘থালা’র বয়স বর্তমানে ৪২। মনে করা হচ্ছে এইবারই শেষ আইপিএল খেলছেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়ককে দেখতে তাই প্রতিটি ম্যাচেই গ্যালারিতে ভীড় জমাচ্ছেন দর্শকেরা। প্রিয় তারকার শেষ কিছু ক্রিকেটীয় মুহূর্তের সাক্ষী হতে আকুল হতে দেখা যাচ্ছে অনুরাগীদের। ব্যতিক্রম হলো না ওয়াংখেড়েও। মুম্বইয়ের মাঠেও দেখা গেলো ধোনি’কে নিয়ে আবেগের বিস্ফোরণ।

ড্যারিল মিচেলকে (Daryl Mitchell) যখন আউট করেন হার্দিক পান্ডিয়া, তারপর বাকি ছিলো আর মাত্র চার বল। দর্শকদের খানিক চমকে দিয়েই মাঠে প্রবেশ করেন ধোনি (MS Dhoni)। ওয়াংখেড়ের সাজঘর থেকে তাঁর চেহারাটা ব্যাট হাতে বাইরে বেরোতেই বাঁধনছাড়া উচ্ছ্বাস দেখা গেলো জনতার মধ্যে। ‘ধোনি…ধোনি’ চিৎকারে গমগম করে উঠলো মাঠ। সম্ভবত পাশের চার্চগেট রেলস্টেশন থেকেও শোনা গিয়েছে সেই শব্দব্রহ্ম। প্রায় ৩৫০০০ জনতার ভালোবাসা, শুভেচ্ছা মাথায় নিয়ে মাঠে নামেন ভারতীয় ক্রিকেট তারকা। ধোনি’কে (MS Dhoni) কেন্দ্র করে মুহূর্মুহু যেভাবে স্লোগান উঠলো, তাতে মনেই হয় নি অ্যাওয়ে ম্যাচ খেলছে চেন্নাই। মাহি ম্যানিয়ায় কয়েক মিনিটের জন্য নিজভূমেই যেন পরবাসী হতে হলো মুম্বই ইন্ডিয়ান্স’কে।

দেখে নিন ভিডিও-

বিস্ফোরক ইনিংস ধোনি’র, গড়ে দিলেন তফাৎ-

MS Dhoni | IPL 2024 | Image: Getty Images
MS Dhoni | IPL 2024 | Image: Getty Images

এর আগে দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে একটি বিস্ফোরক ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও ব্যাট হাতে ঝড় তুললেন তিনি। বুঝিয়ে দিলেন বয়স ৪২ ছুঁলেও ব্যাট হাতে এখনও তিনি বিধ্বংসী হতে সক্ষম। যখন ক্রিজে আসেন, তখন বাকি আর মাত্র চার বল। সময় নিয়ে ক্রিজে থিতু হওয়ার যে সুযোগ নেই তা জানতেন ধোনি (MS Dhoni)। হার্দিক পান্ডিয়ার প্রথম বলটিকেই উড়িয়ে দেন মাঠের বাইরে। দ্বিতীয় বল’টি ছিলো খানিক দিশাহীন। তাঁকে ফ্লিক করে ছক্কা হাঁকান চেন্নাই তারকা। তৃতীয় বলটিরও জায়গা হয় মাঠের বাইরে। ইনিংসের শেষ বলটিতে ২ রান নেন তিনি। ৪ বলে ৫০০ স্ট্রাইক রেটে খেলে অপরাজিত থাকেন ২০ রানে।

ঘটনাচক্রে গতকালের ম্যাচে চেন্নাই জয়ও পায় ঠিক ২০ রানের ব্যবধানেই। মহেন্দ্র সিং ধোনিকেই (MS Dhoni) জয় ও হারের মধ্যে ব্যবধান গড়ে দিতে দেখা যায় ওয়াংখেড়েতে। বিষয়টি খেলা শেষে স্বীকার করে নেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়’ও। মজার সুরে তিনি বলেন, “ঐ যে তরুণ উইকেটরক্ষক পরপর তিনটে ছক্কা হাঁকালো শেষ ওভারে, ওটা খুবই গুরুত্বপূর্ণ ছিলো। ওটাই আজ তফাৎ গড়ে দিলো।” হারতে হলেও মাহি ম্যানিয়ায় বুঁদ খোদ মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। তিনি প্রশংসা করেন ধোনির তীক্ষ্ণ ক্রিকেটমস্তিষ্কের। বলেন, “উইকেটের পিছনে দাঁড়িয়ে যে লোকটা (ধোনি), ওদের বোলারদের জানিয়ে দেয় কোন পরিকল্পনা কার্যকরী হবে, সেটাই সাহায্য করে।”

Also Read: IPL 2024: “স্টাম্পের পিছনে দাঁড়িয়ে লোকটা…” চেন্নাইয়ের বিরুদ্ধে হারলেও MS ধোনির ভূয়সী প্রশংসা হার্দিক পান্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *