ipl-pathirana-wins-potm-in-mi-vs-csk

IPL 2024: চলতি আইপিএল (IPL) মরসুমের শুরুটা ভালো হয় নি মুম্বই ইন্ডিয়ান্সের। পরপর তিনটি ম্যাচে হারতে হয়েছিলো তাদের। খাদের কিনারায় পৌঁছে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছিলো তারা। পরপর হারিয়েছিলো দিল্লী ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’কে। সেই জয়ের ধারা কি আজ নিজেদের চরমতম প্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বজায় রাখতে পারবে তারা? ওয়াংখেড়েতে খেলা শুরুর আগে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিলো ক্রিকেটমহলের অলিন্দে। চল্লিশ ওভারের জমজমাট লড়াই শেষে মুম্বইয়ের পক্ষে জেতা অবশ্য সম্ভব হয় নি। ২০ রানের ব্যবধানে ম্যাচ ছিনিয়ে নিয়ে গিয়েছে চেন্নাই।

Read More: IPL 2024, MI vs CSK, Match Highlights: দাম পেলো না রোহিতের শতরান, পথিরানার বোলিং বিক্রমে ২০ রানে জিতলো চেন্নাই !!

প্রথমে ব্যাটিং-এর সুযোগ পেয়েছিলো চেন্নাই। দুই ওপেনারকে দ্রুত হারালেও ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের জোড়া অর্ধশতক সুপার কিংসদের বড় ইনিংসের ভিত গড়ে দেয়। শেষ চার বলে ২০ রান করে তাদের ২০০’র গণ্ডী পার করান মহেন্দ্র সিং ধোনি। ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ করে নি মুম্বই। একটা সময় ম্যাচে চালকের আসনেই ছিলো তারা। কিন্তু মাথিশা পথিরানার এক ওভারেই খেলা ঘুরলো আজ। ঈশান কিষণ ও সূর্যকুমার যাদবকে ফেরান শ্রীলঙ্কার তরুণ। এরপর চাপ বাড়ান চেন্নাই বোলাররা। শেষমেশ রোহিত শর্মার অনবদ্য ১০৫* রানের ইনিংস সত্ত্বেও হারতেই হলো মুম্বইকে। ২৮ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন পথিরানা’ই।

গত মরসুমেই জাত চিনিয়েছিলেন পাথিরানা। এক বছরে আরও অনেক পরিণত হয়েছেন তিনি। সেই পরিণতিবোধের প্রমাণই আজ দিলেন বল হাতে চেন্নাইকে ম্যাচ জিতিয়ে। ম্যাচের সেরার পুরষ্কার নিতে এসে জানান, “যখন পাওয়ার-প্লে’তে বোলিং করছিলাম আমরা, আমি খানিক স্নায়ুর চাপে ভুগছিলাম। ধোনি ভাই আমায় বললেন শান্ত থাকতে, নিজের কাজটুকু করতে। সেটাই আমায় আত্মবিশ্বাস যুগিয়েছিলো। আমি ফলাফল নিয়ে বিশেষ ভাবি না। নিজের কাজটুকু সম্পন্ন করাই লক্ষ্য থাকে। আমি জানি যে নিজের কাজটুকু করতে পারলে সুফল পাবোই।” ব্যাটারদের জন্য যে অনেক সময় পরিকল্পনায় বদল করতে হয় তাও জানান। “দুই সপ্তাহ আগে হাল্কা চোট লেগেছিলো, কিন্তু সাপোর্ট স্টাফরা আমার পাশে ছিলেন। তারই ফলাফল আমার ফর্ম।” বলেছেন আজকের ম্যাচের নায়ক।

Also Read: IPL 2024: ইডেন গার্ডেন্সে অনবদ্য ক্রিকেট নাইটদের, লক্ষ্ণৌ’র বিরুদ্ধে ৮ উইকেটের ব্যবধানে জিতলো কলকাতা !!

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *