RCB ছাড়ছেন বিরাট কোহলি, কান ধরে বললেন 'অনেক হয়েছে' !! 1

Virat Kohli: সমাপ্তি ঘটলো আইপিএলের ৩০তম ম্যাচের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের। হাইভোল্টেজ ম্যাচে জয় ছিনিয়ে নিলো সানরাইজার্স দল। ২৫ দলে জয় সুনিশ্চিত করে RCB দলকে প্লে অফের দৌড় থেকে প্রায় বার করে দিলো হায়দ্রাবাদ। আর দলের এরূপ পারফরমেন্সের পর দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি (Virat Kohli)।

দীর্ঘ ১৭ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলে আসছেন বিরাট কোহলি। ১৭ সিজিনে একবারও কাপ জয় করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স দল। তবুও দলের সঙ্গে প্রথম থেকেই রয়েছেন বিরাট কোহলি। চলতি সিজিনে টানা ৫ পরাজয়ের পর দলের পক্ষে প্লে অফে পৌঁছনোর রাস্তা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে একটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় একেবারে শেষের স্থানে রয়েছে RCB।

আরও পড়ুন | “এই ম্যাচ ইতিহাসের পাতায়…”, সানরাইজার্সের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের লড়াই দেখে ধন্য ধন্য করলো নেটপাড়া !!

RCB ছাড়বেন কোহলি

Virat Kohli
Virat Kohli | Image: Twitter

দলের এই পারফরম্যান্স দেখে আর নিজেকে ধরে রাখতে পারছেন না বিরাট কোহলি। আসন্ন আইপিএলের আগেই রয়েছে মেগা নিলাম। আর মেগা নিলামে অংশ নিতে চাইবে কোহলি। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যানেজমেন্টকে আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যদি এবারের আইপিএলে RCB চ্যাম্পিয়ন না হয় তাহলে তিনি RCB ছেড়ে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন।

চলতি সিজিনে দলের ব্যাটিং , বোলিং এবং ফিল্ডিং খুবই সাধারণ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার দলের। যে কারণে আসন্ন আইপিএলের আগে আর মেগা নিলামের জন্য নিজের নাম লেখাতে চান RCB। প্রতিটি ফ্রাঞ্চাইজি ৪জন করে প্লেয়ারকে আগে থেকেই রিটেন করতে পারতো, তবে এটাও শোনা গিয়েছে যে এবার থেকে ৮ জন প্লেয়ারকে রিটেন করা যাবে। তবে সব কিছুর উর্দ্ধে থাকতে চান বিরাট কোহলি (Virat Kohli)। তিনি RCB ছেড়ে অন্য দলে শামিল হতে চান।

ভালো ছন্দে রয়েছেন কোহলি

Virat Kohli,ipl 2024
Virat Kohli | Image: Getty Images

চলতি সিজিনে দারুন ছন্দে রয়েছেন বিরাট কোহলি, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচে ২০ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন বিরাট। শুধু তাই নয়, আপাতত ৭টি ম্যাচে তিনি ২টি অর্ধশতরান ও ১টি শতরান সহ ১৪৭.৩৫ স্ট্রাইক রেটে বানিয়েছেন ৩৬১ রান। এখনও পর্যন্ত অরেঞ্জ ক্যাপ তার মাথায় বিরাজমান রয়েছে।

আরও পড়ুন | Video: দলের বোলারদের পারফরমেন্সে ক্ষেপে আগুন Virat Kohli, রেগে মাঠের মধ্যেই করলেন এই কাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *