IPL 2024: ক্রিকেটের নন্দনকাননে নারাইনের তাণ্ডব, রাজস্থানের বিরুদ্ধে রানের পাহাড়ে কলকাতা !! 1

IPL 2024: আইপিএলের (IPL) আসরে আজ মহাদ্বৈরথ। সম্মুখসমরে পয়েন্ট তালিকার এক বনাম দুই। যারা আজকের ম্যাচ জিতবে তারা যে প্লে-অফের দিকে অনেকখানি এগিয়ে যাবে তা নিশ্চিত করেই বলে দেওয়া যায়। শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বর্তমানে পয়েন্ট সংখ্যা ১০। ষষ্ঠ জয়ের সন্ধানে আজ ইডেনের সবুজ ঘাসে পা দিয়েছেন সঞ্জু স্যামসনরা। অন্যদিকে গত ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে দাপুটে জয়ের পর আজ ঘরের মাঠে নিজেদের অপরাজিত তকমা রক্ষা করার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে কলকাতা। খেলা শুরুর আগে টসের মুদ্রা আজ পড়েছে নাইটদের বিপক্ষেই। পরিসংখ্যান মাথায় রেখে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান।

গত ম্যাচের নায়ক ফিল সল্টকে আজ শুরুতেই খুইয়েছিলো কলকাতা। তারকা ওপেনার আউট হওয়ার পরেও অবশ্য পিছিয়ে পড়ে নি তারা। বোল্ট-চাহাল-অশ্বিনদের মত তারকারা রয়েছেন রাজস্থান বোলিং লাইন-আপে। তাঁদের যাবতীয় আক্রমণ ভোঁতা করে আজ দুর্ধর্ষভাবে কলকাতাকে এগিয়ে নিয়ে গেলেন সুনীল নারাইন। গত বছর ১৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতার জার্সিতে শতক করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ঠিক তার বর্ষপূর্তিতে তৃতীয় নাইট ব্যাটার হিসেবে তিন অঙ্কের ক্লাবে যোগ দিলেন নারাইন’ও। তাঁকে সঙ্গত করেন অঙ্গকৃষ রঘুবংশীও। শ্রেয়স-রাসেল রান না পেলেও রিঙ্কু সিং-এর ক্যামিও নির্ধারিত ২০ ওভারে কলকাতাকে পৌঁছে দেয় ৬ উইকেটের বিনিময়ে ২২৩ রানে।

Read More: IPL 2024: শুভমানকে দেখে আত্মহারা তরুণী ভক্ত, সমাজমাধ্যমে ভাইরাল হলো প্রতিক্রিয়া !!

ব্যাটসম্যান অবতারে বিধ্বংসী নারাইন-

Sunil Narine | IPL 2024 | Image: Getty Images
Sunil Narine | IPL 2024 | Image: Getty Images

২০১২ সালে সুনীল নারাইন যখন যোগ দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে, তখন রহস্য স্পিনার হিসেবে চর্চার কেন্দ্রে ছিলেন তিনি। এরপর এক যুগেরও বেশী সময় তিনি খেলছেন কলকাতার বেগুনি-সোনালী জার্সিতে। মাঝের বছরগুলিতে বারবার নিজেকে বদলেছেন তিনি। বিতর্কের জন্ম দিয়েছিলো তাঁর বোলিং অ্যাকশন। তা বদলে মাঠে ফিরেছেন। আবারও ঘাতক হয়ে উঠেছে তাঁর হাত থেকে বেরোনো ডেলিভারিগুলি। বর্তমানে ৩৬ বছর বয়স ক্যারিবিয়ান তারকার। কেরিয়ারের প্রায় শেষের দিকে এসে যেন এক নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। আগেও মাঝেমধ্যে ওপেন করতে নেমে ধুন্ধুমার ক্যামিও খেলেছেন, কিন্তু চলতি মরসুমে হয়ে উঠেছেন পুরোদস্তুর টপ-অর্ডার ব্যাটার।

কেকেআর মেন্টর হয়ে ফেরার পর গৌতম গম্ভীর ফাটকা খেলেছিলেন নারাইনকে ওপেনার হিসেবে খেলিয়ে। নিজের পরিকল্পনায় সম্পূর্ণ সফল তিনি। আজ যখন ১৩ বলে ১০ রান করে আউট হন ফর্মে থাকা ফিল সল্ট, তখন যে শূণ্যতা তৈরি হয়েছিলো তা অনেকখানি ঢেকে দিলেন সুনীল নারাইন’ই। শুরু থেকেই মারমুখী ছিলেন তিনি। তাঁর ব্যাটে চার-ছক্কার আতসবাজি মোহিত করলো ক্রিকেটজনতাকে। সাম্প্রতিক কালে টি-২০ ক্রিকেটে স্ট্রাইক রেট নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলির মত ব্যাটার’কে। সেই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেই যেন ২০০ স্ট্রাইক রেটে আজ শতরান করে গেলেন নারাইন। ১০৯ রানের ইনিংসে মারেন ১৩ টি চার ও ৬টি ছক্কা।

অঙ্গকৃষ ও রিঙ্কু ছাড়া রান পান নি বাকিরা-

Angkrish Raghuvanshi | IPL 2024 | Image: Getty Images
Angkrish Raghuvanshi | IPL 2024 | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শতরান করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। এরপর কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দ্বিতীয় শতরান দেখতে অপেক্ষা করতে হয়েছিলো অনেকগুলো বছর। মাঝে সৌরভ গঙ্গোপাধ্যায়, দীনেশ কার্তিকরা কাছাকাছি গিয়েও তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন। গত বছর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতক ছুঁয়ে সেই খরা কাটিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তার বছর ঘুরতে না ঘুরতেই ফের তিন অঙ্কের সিংহাসনে সুনীল নারাইন। আজ বোল্ট, চাহাল, আবেশ খান, কুলদীপ সেনদের সামনে এক প্রান্তে নারাইন যখন ঝড় তুলেছেন, তখন অন্য প্রান্তে তাঁকে সাহায্য করতে দেখা গেলো অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং-দের।

তরুণ অঙ্গকৃষ নজর কেড়েছেন চলতি মরসুমে। তিন নম্বরে নেমে আজ তাঁর ব্যাট থেকে এলো ১৬ বলে ৩০ রান। সুনীল নারাইনের সাথে গড়েন ৮৫ রানের জুটি। শ্রেয়স আইয়ার ৭ বলে ১১ ও আন্দ্রে রাসেল ১০ বলে ১৩ রান করে ফিরে যাওয়ার পর ইনিংসে ফিনিশিং টাচ দেন রিঙ্কু সিং। ৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন তিনি। ভেঙ্কটেশ আইয়ার ৮ করে কুলদীপ সেনের শিকার হন। নাইটদের রানের উৎসবের মাঝে বেহাল দশা প্রতিপক্ষ বোলারদের। রাজস্থানের হয়ে ২টি করে উইকেট নেন আবেশ খান ও কুলদীপ সেন। যুজবেন্দ্র চাহাল আইপিএল (IPL) কেরিয়ারের ১৯৯তম উইকেটটি নিলেও খরচ করেন ৪৬ রান। ১ উইকেট পেয়েছেন বোল্ট’ও।

Also Read: IPL 2024: “একটা অবিশ্বাস্য ইনিংস দেখলাম…” নারাইনের শতরানে মাতোয়ারা ইডেন, সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *