ipl-fans-cheer-narine-century-on-x

IPL 2024: কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আজ আইপিএলের (IPL) এক বনাম দুইয়ের লড়াই। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস নামছে দুইয়ে থাকা কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ডে। জমজমাট লড়াইয়ের প্রত্যাশা রেখেছিলেন সকলেই। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ইডেনের পরিসংখ্যান বলছে প্রথমে ব্যাটিং করার চেয়ে রান তাড়া করে জয়ের সংখ্যাই বেশী। তবে টসের সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ার পরেও ব্যাকফুটে যায় নি নাইটরা। শুরুতেই হারাতে হয়েছিলো ফর্মে থাকা ফিল সল্টকে। তারপরেও সুনীল নারাইনের ব্যাটিং বিস্ফোরণে আপাতত ভালো জায়গায় কলকাতা।

Read More: আইপিএল জিততে ফিক্সিংয়ে নেমে পড়েছেন হার্দিক পান্ডিয়া, ফাফ করলেন বড় খোলসা !!

মেন্টর হয়ে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সে ফেরার পর সুনীল নারাইনকে দিয়ে ওপেন করানোর চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছিলেন। মূলত রহস্য স্পিনার হিসেবে টি-২০’র দুনিয়ায় প্রসিদ্ধ হলেও তাঁর ধুন্ধুমার ব্যাটিং-কে পাওয়ার প্লে’তে কার্যকরী করার জন্যই গম্ভীরের এই সিদ্ধান্ত। মেন্টরের মগজাস্ত্র যে কতটা তুখড় তা চলতি মরসুমে আগেই প্রমাণ করে দিয়েছেন ক্যারিবিয়ান তারকা। এর আগে বেঙ্গালুরু ও দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে বিস্ফোরক ৪৩ ও ৮৭ রানের ইনিংস দেখা গিয়েছিলো নারাইনের ব্যাটে। আজ রাজস্থানের বিরুদ্ধে ইডেনের বাইশ গজে শতরানের শৃঙ্গটাও ছুঁয়ে ফেললেন তিনি। ২০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে পৌঁছলেন তিন অঙ্কে।

নারাইনের এই আশ্চর্য ইনিংস দেখে মোহিত ক্রিকেটদুনিয়া। অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়েছএক্স-প্ল্যাটফর্মের দেওয়াল। ব্রেন্ডন ম্যাকালাম, ভেঙ্কটেশ আইয়ারের পর তৃতীয় নাইট ব্যাটার হিসেবে ১০০ পেরোলেন নারাইন। তাঁর ইনিংস দেখে এক নেটিজেনের বিস্মিত প্রতিক্রিয়া, ‘এমনটা যে দেখতে হবে, সেটা কল্পনাই করতে পারি নি কোনোদিন।’ ‘বোলার নারাইনকে চিনতাম এতদিন, এবার ব্যাটার নারাইনের সাথেও পরিচিত হলাম। অনবদ্য!’ মুগ্ধতা ঝরে পড়েছে আরেক নেটনাগরিকের লেখায়। ‘ও কি পারে না? সত্যিকারের কিংবদন্তি’ কেকেআরের ক্যারিবিয়ান তারকাকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে মন্তব্য আরও একজনের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL-এ প্রত্যাবর্তন চেতেশ্বর পূজারা’র, চমকপ্রদ পদক্ষেপ নিচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *