ভারতে তিনটি জিনিস ভীষণই জনপ্রিয়, রাজনীতি,ফিল্ম আর ক্রিকেট। ২০১৯এ ক্রিকেট বিশ্বকাপ হতে চলেছে।অন্যদিকে দেশের লোকসভা নির্বাচনের ফলাফলও ২৩মে আসতে চলেছে।এর মধ্যে সমস্ত নিউজ চ্যানেলগুলো এক্সিট পোল করেছে। এর মধ্যে ভারতীয় জনতা পার্টি জয় দেখানো হচ্ছে। যদি নরেন্দ্র মোদি আরো একবার ভারতের প্রধানমন্ত্রী হন তো ভারত এই বিশ্বকাপ জিততে পারবে না। আপনাদের মনে হচ্ছে যে এই রিপোর্টার পাগল হয়ে গিয়েছে, কিন্তু এমনটা নয়। আমি আপনাদের এমন পরিসংখ্যান জানাচ্ছি যার ফলে আপনারাও আমার কথা বিশ্বাস করবেন যেমন এক্সিট পোলে এই সময় বিজেপি বিশ্বাস করছে।
গত পাঁচ বছরে ভারত জেতেনি একটিও আইসিসি ট্রফি
নরেন্দ্র মোদির সরকার গঠনহওয়ার পর থেকে ভারতের পুরুষ আর মহিলা ক্রিকেট দল একটিও আইসিসি ট্রফি জেতেনি। বিজেপির সরকার গঠনের পর,
২০১৫ ক্রিকেটর বিশ্বকাপ (অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি)
২০১৬ টি-২০ বিশ্বকাপ মহিলা পুরুষ দুই (অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর মিতালি রাজ)
২০১৭র চ্যাম্পিয় ট্রফি (অধিনায়ক বিরাট কোহলি)
২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপ (অধিনায়ক মিতালি রাজ)
২০১৮র মহিলা টি-২০ বিশ্বকাপ (অধিনায়ক হরমনপ্রীত কৌর)
হেরে গিয়েছে।
যদি আরো একবার নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হন তো গত কিছু বছরে যে এই সমীকরণ তৈরি হয়ে আছে যাতে ভারত আইসিসি ট্রফি জিততে সফল হয়নি। এই হিসেবে তো ভারতীয় ক্রিকেট দল এই বিশ্বকাপ হারতে পারে যদি বিজেপির সরকার আসে। তাই বিরাট কোহলির সেনাকে মাঠে ভীষণই মেহনত করতে হবে।কারণ ভাগ্য তাদের সঙ্গে নেই।
বেশি লোড নেওয়ার প্রয়োজন নেই
দেখুন বেশি চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। এখন এক্সিট পোলের রেজাল্ট সামনে এসেছে। আসল পরিনাম ২৩ মে আসবে। এখন এটাই দেখা সরকার কার গঠন হয়।আর যদি বিজেপি আরো একবার সরকারে আসে তো কে বলতে পারে গত বারের মতনা হোক এবার ক্রিকেটে ভাল দিন আসতেই পারে।