এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নতুন মরসুম। পনেরো পেরিয়ে ষোলোতে পড়তে চলা এই টি-২০ টুর্নামেন্টের জনপ্রিয়তা আকাশছোঁয়া। প্রতি বছর নবরূপে, নতুন জৌলুসসহ ভারত তথা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের সামনে উপস্থাপিত হয় আইপিএল। ট্রফির লক্ষ্যে বাইশ গজের লড়াইতে মুখোমুখি হয় দশটি দল। গত দেড় দশকে বিশ্ব ক্রিকেটকে অনেক নতুন তারকার সন্ধান দিয়েছে আইপিএল। অনেক তরুণকে অর্থ, যশ, খ্যাতি এনে দিয়েছে এই প্রতিযোগিতা। কিন্তু অনামী, অখ্যাত নামেদের তারকা বানাতে যাঁরা পিছন থেকে নিঃশব্দে কাজ করে যান, সেই কোচ বা পরামর্শদাতাদের কতটুকু চিনি আমরা? আজ এই প্রতিবেদনে সেই নেপথ্যনায়কদের নিয়েই রইলো আলোচনা। খেলোয়াড় বাছাই, প্রশিক্ষন দেওয়া বা স্ট্র্যাটেজি ঠিক করা দলগুলির ভিত মজবুত করতে বহু কিংবদন্তী ক্রিকেটার পর্দার আড়াল থেকে কাজ করে চলেছেন আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই। দেখে নিন তাঁদের নামের তালিকা।
চেন্নাই সুপার কিংস (CSK)-
২০১০,২০১১,২০১৮ এবং ২০২১ সালে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল চেন্নাই। ২০২৩ সালে পঞ্চম ট্রফির লক্ষ্যে নামছে তাঁরা। রণনীতি ঠিক করতে নিজেদের দলেরই তিন প্রাক্তনীর হাতে কোচিং-এর দায়িত্ব দিয়েছে তারা।
প্রধান কোচ–
চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে নিউজিল্যান্ডের কিংবদন্তী অধিনায়ক স্টিফেন ফ্লেমিং-কে। আইপিএলের প্রথম মরসুমে চেন্নাই জার্সিতে খেলেছিলেন স্টিফেন (Stephen Fleming)। এরপর বেশ কিছু বছর যাবত রয়েছেন কোচ হিসেবে। বাইশ গজে ৭২১২ টেস্ট এবং ৮০৩৭ ODI রান রয়েছে তাঁর।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
ব্যাটিং কোচ–
অস্ট্রেলিয়ার ‘মিস্টার ক্রিকেট’ মাইকেল হাসিকে (Micheal Hussey) ২০২৩ আইপিএলে মহেন্দ্র সিং ধোনিদের ব্যাটিং প্রশিক্ষক হিসেবে দেখা যাবে। ২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য হাসি আন্তর্জাতিক ক্রিকেটে ৬২৩৫ টেস্ট এবং ৫৪৪২ ODI রানের মালিক। তিনিও চেন্নাই জার্সিতে আইপিএল খেলেছেন।
বোলিং কোচ–
বোলিং কোচ নির্বাচনের ক্ষেত্রে বড় চমক দিয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী ডোয়েন ব্র্যাভোকে (Dwayne Bravo) দেওয়া হয়েছে দায়িত্ব। চেন্নাই জার্সিতে ব্র্যাভো দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন। ক্যারিবিয়ান কিংবদন্তীর ঝুলিতে রয়েছে দুটি টি-২০ বিশ্বকাপ।