IPL 2023: ৪ জন বিদেশী ক্রিকেটার যারা এইবারের আইপিএল ওপেনিং ম্যাচ জগন্য খেলেছে !! 1

IPL2023: বিশ্ব ক্রিকেটের প্রসিদ্ধ ক্রিকেট লীগ গুলির প্রধান এবং ধনী ক্রিকেট লীগ হলো আইপিএল। ক্রিকেটের জনপ্রিয় এই লীগ খেলার জন্য বিশ্বের বিভিন্ন্য প্রান্ত থেকে তরুণ প্রতিভাবান ক্রিকেটার অপেক্ষায় বসে থাকেন যাতে করে তারা বিশ্বের প্রায় প্রতিটা ক্রিকেট প্রেমীদের সামনে নিজেদের অসাধারণ ক্রিকেটীয় প্রতিভার পারফর্মেন্স করে দেখাতে পারেন। ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট প্রেমীরাও এই লীগের প্রতি এতটাই আকৃষ্ট যেখানে ভারতের বাইরেও বিশ্বের বিভিন্ন্য ক্রিকেট মাঠে দর্শকরা নিজেদের পছন্দের ক্রিকেটারদের দেখার জন্য ভিড় জমাতে কার্পণ্য করে না সে কথা নিঃসন্দেহে বলা যেতে পারে। বিশ্ববিখ্যাত এই ক্রিকেট লীগের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাবার কারণেই আইপিএল পরিচালন কমিটি এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যৌথ প্রচেষ্টাতে গতবছরই ২টি নতুন দলের সংযোজন হয়েছে যাতে করে তরুণ ক্রিকেটাররা আরো বেশি করে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ করে উঠতে পারে,তার পাশাপাশি ক্রিকেট প্রেমীরাও আরো বেশি করে আনন্দ উপভোগ করতে পারে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

এই বছর ৩১মার্চ থেকে শুরু হয়ে আইপিএল এর আসর। আইপিএল এর উন্মাদনা এতটাই যে শুরু থেকে দর্শকরা তাদের প্রিয় দল এবং ক্রিকেটারদের দেখার জন্য কোনো ম্যাচ বাদ দিচ্ছেননা সে কথা বলা যেতেই পারে। যেহেতু ক্রিকেট হলো অনিশ্চয়তার খেলা তাই আইপিএল এর মঞ্চেও তার কোনো বিকল্প হবে না এমনটাই নিশ্চিত ভাবে বলা যেতে পারে। আইপিএল এর শুরু থেকেই প্রায় প্রতিটা ম্যাচ হাডাহাড্ডি লড়াই হয়ে চলেছে এবং সেখানে কোনো দল একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সে কথা আমরা দেখতে পাচ্ছি।

আইপিএল এর ইতিহাসে ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশী ক্রিকেটারদেরকেও সমানভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে এবং আইপিএল এর ইতিহাসে আমরা বহুবার দেখেছি এক এক জন ক্রিকেটার একটি সিসনের জন্য প্রায় কয়েক কোটি টাকা নিজেদের ফ্রেঞ্চাইসির থেকে কামিয়েছেন। আমরা এখানে এমন ৪জন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা এই বছর আইপিএল এর মঞ্চে নিজেদের ফ্রেঞ্চাইসির থেকে মোটা টাকা পেলেও এখনো অব্ধি তারা নিজেদের সেরা পারফর্মেন্স করে দেখাতে ব্যর্থ হয়েছেন।

বেন স্টোকস:

Ben Stokes

এই তালিকায় সর্বপ্রথম নামটি হলো বিধংসী অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stocks) এর। বিশ্বকাপজয়ী এই ইংলিশ অলরাউন্ডার একজন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে যেমন বিশ্ব ক্রিকেটে নিজের পাওয়ার হিটিং ব্যাটিংয়ের জন্য প্রসিদ্ধ হয়েছেন ঠিক তেমনি ডানহাতি ফাস্ট বোলিংয়েও তিনি একজন নির্ভরযোগ্য বোলার হিসাবে নাম কামিয়েছেন। আইপিএল এর মঞ্চেও বেন স্টোকস তার বিধংসী পারফর্মেন্সের জন্য বরাবর বিখ্যাত তার প্রমান আমরা পেয়েছি।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023

এই বছরের আইপিএল শুরুর আগে আইপিএল এর অন্যতম সফল এবং শক্তিশালী দল চেন্নাই সুপার কিংস (CSK) ১৬.২৫কোটি টাকার বিনিময়ে তাকে নিজেদের দলে যুক্ত করেছে। কিন্তু বিধংসী এই অলরাউন্ডার তার প্রথম ম্যাচেই ব্যাট এবং বল দুটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন বলে আমরা দেখেছি। তাই মনে করা যাচ্ছে তার পেছনে এতো টাকা খরচ করা হয়তো সঠিক হয়নি বলেই মনে করা যাচ্ছে।

স্যাম কারেন:

Sam Curren

এই তালিকায় দ্বিতীয় ক্রিকেটার হলেন আরো একজন তরুণ ইংলিশ ক্রিকেটার স্যাম কারেন (Sam Curran)। বাঁহাতি এই তরুণ প্রতিভাবান ফাস্ট বোলার দেশের পাশাপাশি আইপিএল এর মঞ্চেও অসাধারণ বোলিং পারফর্মেন্স দেখিয়ে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন। স্যাম কারেন তার বাঁহাতি বোলিংয়ের পাশাপাশি বেশ কিছু ম্যাচে একজন বিধংসী লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসাবে বড়ো শট খেলতে অভস্ত্য তার পরিচয় আমরা সকলে পেয়েছি।

১৬ তম আইপিএল শুরুর আগে নিমালের মঞ্চে আইপিএল ইতিহাসের সব থেকে রেকর্ড মূল্যে ১৮.৫০ কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব কিংস তাকে কিনেছে। কিন্তু এতো টাকা দিয়ে তাকে দলে নেবার পরেও তিনি প্রথম ম্যাচে যেভাবে পারফর্মেন্স করে দেখিয়েছেন তাতে করে এটা নিশ্চিত ভাবে বলা যেতে পারে তিনি নিজের ফ্রেঞ্চাইসির টাকা নষ্ট করছেন।

কেমেরুন গ্রিন:

cameron green

আধুনিক বিশ্ব ক্রিকেটে প্রতিভাবান এবং তরুণ অলরাউন্ডারদের মধ্যে অন্যতম একটি নাম হলো কেমেরুন গ্রিন (Cameron Green)। ২৩বছর বয়সী এই তরুণ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার তার ঝোড়ো ব্যাটিং এবং অসাধারণ ফাস্ট বোলিংয়ের জন্য ইতিমধ্যে জগৎ জোড়া খ্যাতি অর্জন করে ফেলেছেন।

এই বছর প্রথম তিনি আইপিএল এর মঞ্চে পদার্পন করেছেন এবং তার অভিষেক আইপিএল সিসনেই আইপিএল এর একমাত্র সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নিজেদের দলে ১৭.৫০ কটি টাকার বিনিময়ে নিলামের মঞ্চ থেকে কিনে নিয়েছে যা একটি আইপিএল সিসনের দ্বিতীয় সর্বাধিক মূল্য। কিন্তু প্রথম ম্যাচেই তিনি নিজেকে প্রমান করতে ব্যর্থ হয়েছেন। প্রথম ম্যাচে তিনি ব্যাট করতে নেমে মাত্র ৫রান করে আউট হয়েছেন এবং বল হাতে ২ওভার বল করে ১৫রান খরচ করেছেন যেটা তার পারফর্মেন্সের সাথে কোনো ভাবেই ম্যাচ করে না। তাই এটা মনে করা যাচ্ছে তার পেছনে এতো টাকা খরচ করার কোনো প্রয়োজন হয়তো ছিল না।

হ্যারি ব্রুক:

Harry Brook

এই তালিকায় সর্বশেষ নামটি হলো আর এক ইংলিশ তরুণ ক্রিকেটার হ্যারি ব্রুক (Harry Brook) এর। আধুনিক বিশ্ব ক্রিকেটে বিধংসী ব্যাটসম্যানদের তালিকায় অন্যতম হলেন এই ডানহাতি ব্যাটসম্যান এছাড়াও প্রতিভাবান এই ক্রিকেটার বর্তমানে t20 স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসাবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন সে কথা বলা যেতে পারে। এই বছরেই তিনি প্রথম আইপিএল এর মঞ্চে পদার্পন করেছেন এবং নিলামের মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) তাকে ১৩.২৫কোটি টাকার বিনিময়ে কিনে নেয়। কিন্তু তার পেছনে ফ্রেঞ্চাইসি এতো টাকা খরচ করার পরেও প্রথম ম্যাচে তার বাজে পার্ফর্মেন্সের পর এটাই মনে করা যাচ্ছে তার পেছনে এতো টাকা খরচ করা ফ্রেঞ্চাইসির একেবারেই উচিত হয়নি বলেই মনে করা যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *