একদিনের দল নির্বাচনের আগেই, এই দুই ভারতীয় যোগ দিতে চলেছেন নতুন দলে 1

কাউন্টি ক্রিকেট খেলেই এই উপমহাদেশের ক্রিকেটাররা বিদেশের মাটিতে খেলার প্রাথমিক পাঠ শেখেন। বিশ্ব ক্রিকেটের বহু প্রতিভা এই কাউন্ট ক্রিকেট খেলেই আন্তর্জাতিক আঙিনায় হাতে খড়ি দিয়েছেন। আবার অনেকে জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ার পর নিজেকে ঘঁষেমেজে পোড় খাওয়া তৈরি করতে ছুটেছেন ইংল্য়ান্ড, ওয়েলস আর স্কটল্য়ান্ডের সিম সহায়ক পরিবেশে। গত প্রজন্মের ভারতের স্পিডস্টার জাহির খান নিজের কেরিয়ারের মাঝপর্বে যখন ভুগছিলেন, সেইসময় নিজের পারফরমেন্স উন্নতির জন্য় কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন। ২০০৬ সালে অজি ফাস্ট বোলার ন্য়াথান ব্র্য়াকেনের পরিবর্ত হিসেবে ওর্কেস্টারশায়ারের হয়ে কাউন্টি খেলেছিলেন জ্য়াক।
ভারত থেকে প্রতি বছর অনেক উঠতি ক্রিকেটার ইংলিশ কন্ডিশনে কাউন্ট ক্রিকেট খেলতে যান। তবে, বিশ্বের অন্য়ান্য় ক্রিকেট খেলিয়ে দেশের তুলনায় ভারত থেকে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়া ক্রিকেটারের সংখ্য়াটা অনেক কম। তার কারণও রয়েছে, অন্য়ান্য় ক্রিকেট খেলিয়ে দেশের তুলনায় ভারতীয় ক্রিকেটারদের ক্রীড়াসূচি অনেকটাই ঠাসা। আন্তর্জাতিক ক্রিকেট খেলা ভারতীয় দলের ক্রিকেটারদের বিশ্রাম নেওয়ারই সময় জোটে না, সেখানে কাউন্টি ক্রিকেট খেলার জন্য় সময় বের করা আরও মুশকিল।
তবে, এই মরশুমে ছবিটা বদলাতে পারে। কাউন্টি ক্রিকেটে ভারতের তারকা ক্রিকেটারদেরও দেখা যেতে পারে কাউন্টি ক্রিকেট খেলতে। সূত্রের খবর, এই মুহূর্তে ভারতের দুই সেরা স্পিনার জ্য়াকের রাস্তা অনুসরণ করতে পারেন। ওর্কেস্টারশায়ারের হয়ে কাউন্টি খেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। কারণ, এই দুই ক্রিকেটার যেমন নিজেদের আরও অভিজ্ঞ করে তুলতে কাউন্টি ক্রিকেট খেলতে আগ্রহী, তেমনই ওর্কেস্টারশায়ারও অশ্বিন ও জাদেজাকে তাদের দলে নেওয়ার জন্য় আগ্রহ দেখিয়েছে। ভারতীয় ক্রিকেট থেকে কয়েক দিনের ছুটি নিয়ে কাউন্টি খেলতে রাজি হলে, এই মরশুমে আসন্ন কাউন্টি চ্য়াম্পিয়নশিপের শেষের দিকে কয়েকটা ম্য়াচে ইংল্য়ান্ডে মাঠে নামতে পারবেন এই দুই ভারতীয় স্পিনার।
অবশ্য়, সবকিছুই নির্ভর করছে ভারতীয় বোর্ডের ওপর। এই মুহূর্তে অশ্বিন ও জাদেজা আইসিসি ব়্য়াঙ্কিংয়ের টপ বোলার। শ্রীলঙ্কা থেকে ঘরে ফেরার পরেই অস্ট্রেলিয়ার, নিউজিল্য়ান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজ। যদিও অস্ট্রেলিয়া এখনও ক্রীড়াসূচি চূড়ান্ত করেনি। সেপ্টেম্বরে দেশে ফিরবেন বিরাটরা, তারপর অক্টোবরে অস্ট্রেলিয়া ভারত সফরে এলে হাতে ছোটো একটা পর্ব ফাঁকা পাবেন ভারতীয় ক্রিকেটাররা। বিশ্রাম না নিয়ে বিসিসিআই যদি অশ্বিন ও জাদেজাকে ইংল্য়ান্ডে কাউন্টি খেলার অনুমতি দেয়, তাহলে আখেরে ভারতেরই লাভ। ২০১৮’র গোড়া থেকেই বিদেশ সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। কাউন্টি খেলার অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকা, ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়া সফরে কাজে লাগাতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা।
শোনা যাচ্ছে, ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজেও কাউন্টি খেলার ব্য়াপারে আগ্রহ দেখিয়েছেন। ফলে, বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের ইংল্য়ান্ডে গিয়ে কাউন্টি খেলার অনুমতি দিতে পারে। টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারাকে পাওয়ার জন্য় ফের আগ্রহ দেখিয়েছে নটিংহ্য়ামশায়ার। গ্লুকেস্টারশায়ারের বিরুদ্ধে পূজারার শতরান করে নটিংহ্য়ামশায়ারের হয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। তাই, এই ভারতীয় ক্রিকেটারকে ফের তাদের দলে নিতে চাইছে নটিংহ্য়ামশায়ার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *