raina-heaps-praise-on-rohit-sharma

গতকাল রাঁচীর মাঠে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দিলো টিম ইন্ডিয়া। হায়দ্রাবাদে সিরিজের প্রথম টেস্টে খানিক অপ্রত্যাশিত ভাবেই হেরে গিয়েছিলো রোহিত শর্মা’র (Rohit Sharma) দল। বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিলো দল’কে। ইংল্যান্ডের আমদানি করা দ্রুতগতির ‘বাজবল’-এর বিরুদ্ধে ভারতের স্ট্র্যটেজি নিয়ে প্রশ্ন উঠেছিলো। ঘরের মাঠে টেস্ট হেরে প্রশ্নের মুখে পড়েছিলেন খোদ অধিনায়ক রোহিত’ও (Rohit Sharma)। তাঁর ঝুলিতে প্ল্যান-বি’র অভাব নিয়ে হিটম্যানকে বিঁধেছিলেন অনেক সমালোচক। পরের তিনটি টেস্ট অবশ্য যাবতীয় কটাক্ষের জবাব দিয়ে দিয়েছে ‘মেন ইন ব্লু।’ বিশাখাপত্তনম, রাজকোটের পর রাঁচীতে টানা তৃতীয় টেস্ট জিতে মুঠোবন্দী করেছে সিরিজ।

ইংল্যান্ডের বিরুদ্ধে একাধিকবার চোট-আঘাত সমস্যায় ভুগতে হয়েছে ভারতকে। গোড়ালির চোটে সম্পূর্ণ সিরিজে খেলতে পারেন নি মহম্মদ শামি (Mohammed Shami)। মাঝপথে চোটের কবলে পড়েছেন শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (KL Rahul), রবীন্দ্র জাদেজা। সন্তান জন্মের সময় পরিবারের পাশে থাকতে প্রথমে দুই টেস্ট ও পরে সম্পূর্ণ সিরিজ থেকেই নাম প্রত্যাহার করে নেন ভারতীয় ব্যাটিং-এর স্তম্ভ বিরাট কোহলি (Virat Kohli)। প্রাথমিক ধাক্কা সামলে তার পরেও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া, তার তারিফ করতে বাধ্য হচ্ছেন ক্রিকেটবোদ্ধারা। যাঁরা প্রথম টেস্টের পর ক্যাপ্টেন রোহিতের (Rohit Sharma) সমালোচনা করছিলেন, তাঁদের মধ্যেই অনেকে এখন সুর পালটে প্রশংসা করছেন তাঁর। প্রাক্তন সতীর্থের পাশে আগেও দাঁড়িয়েছেন সুরেশ রায়না (Suresh Raina)। সিরিজ জয়ের পর ফের একবার কুর্নিশ জানালেন রোহিতকে।

Read More: খারাপ খবর শোনালেন মহাম্মদ শামি, আইপিএল ও টি-২০ বিশ্বকাপ থেকে হলেন আউট !!

রোহিতকে ‘দুর্দান্ত নেতা’ বললেন রায়না-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

একঝাঁক তারকা ক্রিকেটারকে ইংল্যান্ডের বিরুদ্ধে পান নি রোহিত (Rohit Sharma)। তা সত্ত্বেও সাফল্য এনে দিয়েছেন দলকে। সরফরাজ খান (Sarfaraz Khan), ধ্রুব জুড়েল, আকাশ দীপ, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমান গিলের মত তরুণ তুর্কিদের দিয়ে একাদশ সাজিয়েই ধরাশায়ী করেছেন বেন স্টোকস (Ben Stokes), ব্রেন্ডন ম্যাকালাম জুটির বিধ্বংসী বাজবল’কে। রাজকোট টেস্টে কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল শতরান করেছেন। এছাড়া রাঁচীতেও চতুর্থ ইনিংসে অনবদ্য অর্ধশতক করে দলের জয়ের ভিত গড়ে দিতে দেখা গিয়েছে তাঁরা। নেতা হিসেবে তিনি তরুণ তুর্কিদের কতটা কাছের, তার প্রমাণ মিলেছে মাঠে ফিল্ডিং-এর সময় সরফরাজকে রোহিতের ধমক দেওয়া থেকে। রাঁচীতে অনবদ্য পারফর্ম করে ম্যাচের সেরা হয়ে সোশ্যাল মিডিয়াতে রোহিতকে (Rohit Sharma) ধন্যবাদ দিতে দেখা গিয়েছে ধ্রুব জুড়েলকেও।

গতকাল খেলা শেষের পর সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে (TOI) দেওয়া সাক্ষাৎকারে ক্যাপ্টেন রোহিতের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনী সুরেশ রায়না (Suresh Raina)। রোহিতের নেতৃত্বকে তিনি তুলনা করলেন সাম্প্রতিক অতীতে ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সাথে। রায়না জানেন, “রোহিত শর্মা যেন পরবর্তী মহেন্দ্র সিং ধোনি। ও খুবই ভালো করছে। যেমনটা ধোনি করেছিলো, তেমনই একঝাঁক নতুন মুখদের সুযোগ দিয়ে চলেছে। আমি ধোনির অধীনে অনেক ক্রিকেট খেলেছি-রোহিত সঠিক দিশাতেই চলেছে। ও একজন দুর্দান্ত অধিনায়ক।” PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে রায়না মুখ খুলেছেন বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়েও। জানিয়েছেন, “এবার আমি চাই বেঙ্গালুরু আইপিএল জিতুক। বিরাট কোহলি প্রচুর পরিশ্রম করেছে। ট্রফিটা ওর প্রাপ্য।”

Also Read: IND vs ENG: ইংল্যান্ড সিরিজ জিতেই বিরাট-পন্থকে নিয়ে বড় বয়ান রোহিত শর্মার, শুনলে কপালে পড়বে চিন্তার ভাঁজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *