ipl-2024-srh-vs-rcb-toss-report

IPL 2024: রাজীব গান্ধী স্টেডিয়ামে আইপিএলের (IPL) আঙিনায় আজ সম্মুখসমরে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই দল যখন প্রথম পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিলো তখন ব্যাটিং বিস্ফোরণের সাক্ষী থেকেছিলো বেঙ্গালুরুর বাইশ গজ। প্রথমে ব্যাটিং করে রেকর্ড ২৮৭ রান স্কোরবোর্ডে যোগ করে দিয়েছিলো হায়দ্রাবাদ। দুরন্ত খেলেছিলেন ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন’রা। জবাবে ব্যাট করতে নেমে পালটা দিয়েছিলো বেঙ্গালুরুও। একটা সময় সুবিশাল লক্ষ্য’ও যথেষ্ট মনে হচ্ছিলো না। শেষ অবধি লড়ে যান দীনেশ কার্তিক। ২৬২তে থামে রয়্যাল চ্যালেঞ্জার্স। যে ধুন্ধুমার ম্যাচের পুনরাবৃত্তি আজ যদি উপ্পলে হয়, তাহলে দর্শকরা যে উচ্ছ্বসিত হবেন তা বলাই যায়।

Read More: টি-২০ বিশ্বকাপে নিশ্চিত ঋষভ পন্থ, ভারতের হয়ে খেলার স্বপ্ন ভাঙলো ৪ উইকেটরক্ষকের !!

ম্যাচের সময়সূচি-

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

ম্যাচ নং- ৪১

তারিখ- ২৫/০৪/২০২৪

ভেন্যু- রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Hyderabad Weather and Pitch (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

Rajiv Gandhi International Stadium, Hyderabad | IPL 2024 | Image: Getty Images
Rajiv Gandhi International Stadium, Hyderabad | Image: Getty Images

ঘরের মাঠে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে চলতি মরসুমে ইতিমধ্যেই বিশাল রান উঠতে দেখা গিয়েছে। হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু-দুই শিবিরেই যে ব্যাটিং তারকারা রয়েছেন তা মাথায় রেখে বলা চলে যে রানের উৎসব দেখা যেতে পারে আজও। পাওয়ার প্লে’তে পেসাররা খানিক কার্যকরী হলেও ম্যাচ যত গড়াবে বাইশ গজ ততই ব্যাটারদের স্বর্গরাজ্যে পরিণত হতে পারে। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬১। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১৫০। তবে আজ তার চেয়ে বেশী রানই ওঠার সম্ভাবনা।

নিজামের শহরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।  যা আশ্বস্ত করেছে জমজমাট ম্যাচের আশায় উদগ্রীব হয়ে থাকা ক্রিকেটপ্রেমী জনতাকে। ম্যাচের সময় ১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা। হায়দ্রাবাদের বাতাসে বৃহস্পতিবার আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ১৮ শতাংশ।

দুই দলের প্রথম একাদশ-

SRh vs RCB | IPL 2024 | Image: Twitter

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-

অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ, প্যাট কামিন্স (অধিনায়ক), মায়াঙ্ক মারকণ্ডে, ভুবনেশ্বর কুমার, টি.নটরাজন, জয়দেব উনাদকাট ।

বিকল্প- উমরান মালিক, আনমোলপ্রীত সিং, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, ট্র্যাভিস হেড।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-

বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), উইল জ্যাকস, রজত পতিদার, ক্যামেরন গ্রিন, সুয়শ প্রভুদেশাই, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহীপাল লোমরোর, মহম্মদ সিরাজ, লকি ফার্গুসন, যশ দয়াল।

বিকল্প- সুয়শ প্রভুদেশাই, অনুজ রাওয়াত, হিমাংশু শর্মা, বিজয়কুমার বৈশাখ, স্বপ্নীল সিং।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Faf du Plessis and Pat Cummins | IPL 2024 | Image: Getty Images
Faf du Plessis and Pat Cummins | Image: Getty Images

প্যাট কামিন্স-

এখনও অবধি অভিজ্ঞতা দারুণ। কয়েকটা অ্যাওয়ে ম্যাচের পর ঘরে ফিরতে পেরে ভালো লাগছে। এই দলে আমার প্রথম বছর। যে পরিমাণ মানুষ কমলা পরে মাঠে এসেছেন, দেখে দারুণ লাগছে। আমরা একইভাবে ব্যাটিং করতে চাই। বোলিং দল হিসেবে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। একটাই বদল। ওয়াশিংটন সুন্দরের জায়গায় জয়দেব উনাদকাট খেলছে।

ফাফ দু প্লেসি-

আমরা প্রথমে ব্যাটিং করবো। আমার মনে হয় আমাদের ফ্যানেরা সব জায়গায় যায় আমাদের সাথে। ওরা (সানরাইজার্স) অসাধারণ ক্রিকেট খেলছে। বিশেষ করে ব্যাটিং দারুণ করছে। আশা করছি আমরা ওদের ওপর স্কোরবোর্ডের চাপ ফেলতে পারবো। আমরা গত ম্যাচে ভালো লড়াই করেছি। দল আজ একই থাকছে।

SRH vs RCB, টস রিপোর্ট-

হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Also Read: IPL 2024: ঘরের মাঠে গুজরাটকে পিষে দিল DC দল, ৪ রানে জয় তুলে নিয়ে কিস্তিমাত পন্থদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *