india-t20-wc-probable-squad-revealed

আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে ক্রিকেটজনতার মধ্যে। এবার নতুন আঙ্গিকে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট। মোট ২০টি দল থাকবে মূলপর্বে। নেপাল, উগান্ডার মত দলগুলি প্রথমবার আইসিসি আয়োজিত কোনো বড় টুর্নামেন্টের আসরে জাত চেনানোর সুযোগ পেতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রাথমিক পর্বে চারটি করে ম্যাচ খেলবে সব দল। প্রতি গ্রুপ থেকে দ্বিতীয় পর্বে যাবে দুই দেশ।

এগারো বছর আইসিসি ট্রফির স্বাদ না পাওয়া ভারত মুখিয়ে রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের জন্য। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের ফাইনালে গিয়েও ফিরতে হয়েছে খালি হাতে। এবার অঘটন এড়াতে মরিয়া দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। ২০২২-এর টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিশেষ গুরত্ব দিয়ে দেখেছে বোর্ড। সুযোগ দেওয়া হয়েছে একঝাঁক তরুণকে। তাঁদের মধ্যে অনেককেই ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের দলে দেখা যাওয়ার সম্ভাবনা। সংবাদমাধ্যম মারফৎ জানা গিয়েছিলো ১ মে’র মধ্যে সামনে আসবে ভারতীয় স্কোয়াড। সরকারী ঘোষণার আগেই ইএসপিএন ক্রিকইনফো সূত্রে আভাস পাওয়া গেলো ‘মেন ইন ব্লু’র স্কোয়াড সম্পর্কে।

Read More: T20 World Cup 2024: হার্দিক পান্ডিয়ার এই চিরশত্রুর মাথায় পড়লো বাজ, বিশ্বকাপের দল থেকে হলেন ‘আউট’ !!

নেতা রোহিত, ব্যাটিং শক্তিতে বলীয়ান ভারত-

Rohit Sharma and Virat Kohli | T20 World Cup | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) শক্তিশালী ব্যাটিং লাইন আপ ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে বদ্ধপরিকর বিসিসিআই। ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে যে ওপেনিং-এ রোহিত শর্মা’র (Rohit Sharma) সঙ্গে থাকছে যশস্বী জয়সওয়াল। শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়ের মত তারকারা অবশ্য থাকছেন বাদের খাতাতেই। মাসখানেক আগে বিরাট কোহলির সুযোগ পাওয়া নিয়ে বিস্তর জলঘোলা হলেও টি-২০ বিশ্বকাপে তাঁর পরিসংখ্যান মাথায় রেখে কোহলিকে (Virat Kohli) জায়গা দিতে বাধ্য হচ্ছেন নির্বাচকেরা। টি-২০ দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ ব্যাটার সূর্যকুমার যাদব’ও থাকছেন টিম ইন্ডিয়ার স্কোয়াডে। চোট সারিয়ে ফিট হয়ে আইপিএলে ফিরেছেন তিনি। সম্ভবত ব্যাটিং অর্ডারের চার নম্বরে দেখা যাবে তাঁকে।

ভারতের হয়ে স্টাম্পের পিছনে কে দাঁড়াবেন তা নিয়ে রহস্য ছিলো দিনকয়েক আগে অবধিও। জানা যাচ্ছে জিতেশ শর্মা, ঈশান কিষণদের পিছনে ফেলে আপাতত এগিয়ে রয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে জোর টক্কর তাঁদের মধ্যে। টক্কর থাকছে পেস বোলিং অলরাউন্ডারের পজিশন নিয়েও। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও শিবম দুবে-ক্রিকইনফোর ১৫ জনের দলে দুজনেই রয়েছেন ঠিকই, কিন্তু সম্ভবত প্রথম একাদশে খেলার সুযোগ পাবেন একজনই। আইপিএলের ফর্ম বিচার করলে এগিয়ে থাকার কথা শিবমের (Shivam Dube)। হার্দিকের পক্ষে যাচ্ছে তাঁর অভিজ্ঞতা। ফিনিশার হিসেবে থাকছেন রিঙ্কু সিং। অধিনায়ক রোহিত থাকছেন, তা নিশ্চিত। সহ-অধিনায়কত্বের লড়াইতে হার্দিক ও ঋষভ।

তিন স্পিনার, তিন পেসারের ছক টিম ইন্ডিয়ার-

Kuldeep Yadav | T20 World Cup | Image: Getty Images
Kuldeep Yadav | Image: Getty Images

গত কয়েক মরসুমে টি-২০ ক্রিকেটে বিশেষ সফল নন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ইএসপিএন ক্রিকইনফো সূত্রে খবর যে তা সত্ত্বেও কুড়ি-বিশের বিশ্বকাপের স্কোয়াডে জাড্ডুকে রাখছেন নির্বাচকরা। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে জায়গা পাচ্ছেন অক্ষর প্যাটেল’ও। আইপিএলে আরও একবার চমকপ্রদ পারফর্ম্যান্স করেও টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না যুজবেন্দ্র চাহালের। হরিয়ানার লেগস্পিনারের বদলে চায়নাম্যান কুলদীপ যাদবের (Kuldeep Yadav) উপরেই আস্থা রাখতে চলেছে বিসিসিআই। পেস বিভাগে নিশ্চিত জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও আর্শদীপ সিং (Arshdeep Singh) । তৃতীয় পেসার হিসেবে লড়াইতে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও আবেশ খান (Avesh Khan)। এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কার ভাগ্যে ছিঁড়বে শিকে।

শেষ মুহূর্তের পারমুটেশন কম্বিনেশনে টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে কে এল রাহুলের (KL Rahul) উপর নজর রাখছেন নির্বাচকেরা। আইপিএলের গত কয়েকটি ম্যাচে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন সন্দীপ শর্মা (Sandeep Sharma)। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ধারাভাষ্যকার হর্ষ ভোগলের পছন্দের স্কোয়াডেও ছিলেন তিনি। সূত্রের খবর তিনিও রয়েছেন সম্ভাব্যদের তালিকায়। দুই লেগস্পিনার রবি বিষ্ণোই ও চাহালের ভবিষ্যত’ও ঝুলছে সুতোয়।

এক নজরে সম্ভাব্য দল-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ/আবেশ খান।

নজরে রয়েছেন যাঁরা- কে এল রাহুল, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, সন্দীপ শর্মা।

Also Read: টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত নিউজিল্যান্ড, শক্তিশালী স্কোয়াড ঘোষণা কিউই শিবিরের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *