Virat kohli and babar,
Virat Kohli and Babar Azam | Image: Getty Images

চলছে আইপিএল। ভারতের ফ্র্যাঞ্চাইজি লীগ শেষ হলেই রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলা টুর্নামেন্টের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে ক্রিকেটজনতা। ভারত সহ অন্যান্য দেশের তারকারা টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন আইপিএল খেলে। ব্যতিক্রম পাকিস্তানের ক্রিকেটাররা। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে দীর্ঘদিনই পাক ক্রিকেটারদের জন্য বন্ধ আইপিএলের দরজা। দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের দলের বিরুদ্ধে এই মুহূর্তে টি-২০ সিরিজ খেলছে তারা। এরপর আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের মত দেশের বিরুদ্ধেও সিরিজ রয়েছে তাদের।

পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (PAK vs NZ) সিরিজ চলাকালীনই চমকে দেওয়ার মত খবর মিললো ওয়াঘা সীমান্তের ওপার থেকে। মাত্র ৩২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানানোর ঘোষণা করলেন প্রাক্তন অধিনায়ক। আজ সোশ্যাল মিডিয়ায় বাইশ গজের দুনিয়া থেকে সরে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন পাকিস্তান নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিসমাহ মারুফ (Bismah Maroof)। কন্যার সাথে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন যে সময় হয়েছে নতুন অধ্যায় শুরু করার। পাকিস্তান তথা গোটা বিশ্বের মহিলাদের ক্রিকেটের বৃত্তে পরিচিত নাম বিসমাহ (Bismah Maroof)। ২০০৬ সালে জয়পুরে ভারতের বিরুদ্ধে প্রথমবার দেশের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ২০২৪-এ ইতি টানলেন কেরিয়ারে।

Read More: আবার শুরু হচ্ছে ভারত-পাক সিরিজ, চমকপ্রদ খবরে শোরগোল ক্রিকেটদুনিয়ায় !!

দেশের হয়ে আর খেলবেন না বিসমাহ-

Indian Players with Bismah Maroof and her daughter | ক্রিকেট | Image: Twitter
Indian Players with Bismah Maroof and her daughter | Image: Twitter

মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তানের জার্সি গায়ে চাপিয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন বিসমাহ মারুফ (Bismah Maroof)। ২০০৬ সালে অভিষেক ম্যাচেই করেন লড়াকু ৪৩ রান। প্রথম অর্ধশতক করতে সময় নিয়েছিলেন ৪ বছর। ২০১০ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পেরোন পঞ্চাশের গণ্ডী। এরপর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। দীর্ঘ কেরিয়ারে পাকিস্তানের হয়ে ওডিআই ও টি-২০ দুই ফর্ম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক বিসমাহ মারুফ (Bismah Maroof)। পঞ্চাশ ওভারের খেলায় করেছেন ১৩৬ ম্যাচে ৩৩৬৯ রান। গড় ২৯.৫৫। এছাড়া টি-২০তে করেছেন ১৪০ ম্যাচে ২৮৯৩ রান। গড় ২৭. ৫৫।

২০১৬ সালে পাক টি-২০ দলের নেতৃত্বভার হাতে পান তিনি। ২০১৭-র সেপ্টেম্বরে তাঁকে ওডিআই দলেরও নেত্রী ঘোষণা করা হয়। ২০১০ ও ২০১৪ সালে দুইবার এশিয়ান গেমসে সোনাজয়ী পাকিস্তান দলের সদস্যও ছিলেন তিনি। ২০২০-তে মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন বিসমাহ (Bismah Maroof)। ফেরেন ২০২২ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে। সদ্যজাত কন্যাকে সাথে নিয়েই দেশে-বিদেশে ক্রিকেট খেলে বেরিয়েছেন তিনি। ২০২৩-এর টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলের খারাপ পারফর্ম্যান্সের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বিসমাহ মারুফ। আজ দেশের জার্সিই তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি।

এক বার্তায় তিনি জানিয়েছেন, “যে খেলাটাকে আমি সবচেয়ে বেশী ভালোবাসি, তা থেকেই আজ অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই অসামান্য যাত্রাপথে চ্যালেঞ্জ, জয় আর অনেক অবিস্মরণীয় অভিজ্ঞতা সঞ্চয় করেছি। শুরু থেকে এখন অবধি আমার পাশে থাকার জন্য আমি নিজের পরিবারকে ধন্যবাদ জানাতে চাই।…” সতীর্থদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি জানান, “আমি বিশেষ করে আমার সহখেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। ওরা আমার কাছে পরিবারের মত। মাঠে ও মাঠের বাইরে যে সখ্যতা আমরা উপভোগ করেছি, তা আমি সর্বদা মনে রাখবো।” এছাড়াও পিসিবি ও সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন বিসমাহ।

দেখুন সম্পূর্ণ বার্তাটি-

Also Read: “এ কেমন আতিথেয়তা…” ওয়েস্ট ইন্ডিজ দলকে স্বাগত জানাতে মিনি ট্রাক পাঠালো নেপাল, হতভম্ব ক্রিকেটবিশ্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *