nepal-trolled-as-they-send-mini-truck-to-receive-west-indies-a

ভারতে যখন জোরকদমে চলছে আইপিএল (IPL), তখন প্রতিবেশী দেশ নেপালেও ক্রিকেট নিয়ে রয়েছে উন্মাদনা। ওয়েস্ট ইন্ডিজের ‘এ’ (West Indies) দলের বিরুদ্ধে সিরিজ রয়েছে তাদের জাতীয় ক্রিকেট দলের। গত কয়েক মাসে বাইশ গজের দুনিয়ায় দারুণ উন্নতি করেছে এভারেস্টের দেশ। দীপেন্দ্র সিং আইরি, কুশল ভুর্তেলরা বাইশ গজের দুনিয়ায় পরিচিত নাম হয়ে উঠেছেন। আগামী জুন মাসে টি-২০ বিশ্বকাপেও খেলবে নেপাল ক্রিকেট দল। তার আগে প্রস্তুতির অংশ হিসেবেই দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে তারা। পাঁচ টি-২০’র দীর্ঘ সিরিজ খেলা হতে চলেছে দুই শিবিরের মধ্যে।

আগামী শনিবার অর্থাৎ ২৭ এপ্রিল ত্রিভুবন ইউনিভার্সিটির মাঠে প্রথম টি-২০ আয়োজিত হতে চলেছে নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ এ (West Indies-A) দলের মধ্যে। বাকি চারটি টি-২০ রয়েছে যথাক্রমে ২৮ এপ্রিল, ১ মে, ২ মে, ৪ মে ও ৫ মে’তে। এর আগে এশিয়ান গেমসে একটি টি-২০ ম্যাচে সর্বোচ্চ রান করে সাড়া ফেলে দিয়েছিলো নেপাল। দিনকয়েক আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত একটি প্রতিযোগিতায় একই ওভারে ছয় ছক্কা মেরেছেন তাদের দীপেন্দ্র আইরি। ওয়েস্ট ইন্ডিজের মত প্রথম সারির টি-২০ খেলিয়ে দেশের তারকাদের বিরুদ্ধে কেমন খেলেন তাঁরা, নজর থাকবে সেইদিকে। একই সাথে আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) কেমন পারফর্ম করবে এভারেস্টের দেশ, মিলবে তার আভাস’ও।

Read More: আবার শুরু হচ্ছে ভারত-পাক সিরিজ, চমকপ্রদ খবরে শোরগোল ক্রিকেটদুনিয়ায় !!

অব্যবস্থার অভিযোগে বিদ্ধ নেপাল বোর্ড-

Nepal Cricket Team | ওয়েস্ট ইন্ডিজ | Image: Getty Images
Nepal Cricket Team | Image: Getty Images

জমজমাট সিরিজের অপেক্ষায় রয়েছেন নেপালের ক্রিকেটপ্রিয় জনতা। তবে বাইশ গজে বল পড়ার আগেই তৈরি হলো বিতর্ক। অব্যবস্থার অভিযোগ উঠছে নেপাল ক্রিকেট নিয়ামক সংস্থার বিরুদ্ধে। একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে নেপাল সফরে আসা ক্যারিবিয়ান ক্রিকেটারদের অভ্যর্থনা জানাতে বাস বা অন্য কোনো ভালো মানের যানবাহনের ব্যবস্থা করা হয় নি নেপাল বোর্ডের তরফে। বদলে পাঠানো হয়েছে একটি মিনি ট্রাক। ওয়েস্ট ইন্ডিজ (West Indies-A) ক্রিকেটাররা নিজেরাই নিজেদের মালপত্র বহন করে এনে সেই মিনি ট্রাকে জিনিস তুলছেন। এই ভিডিও সামনে আসার পরেই নেটমাধ্যমে তুমুল সমালোচনার মুখে নেপাল ক্রিকেটের কর্মকর্তারা।

‘এভাবে অতিথিদের আপ্যায়ন কে করে?’ লিখেছেন এক নেটিজেন। ‘নেপালের মত দেশ যারা ধীরে ধীরে ক্রিকেটের মূলস্রোতে জায়গা করে নিচ্ছে তাদের উচিৎ সফরকারী দলের প্রতি আরও যত্নবান হওয়া’ আক্ষেপ করে লিখেছেন আরও এক নেটনাগরিক। ‘এরম আচরণ করলে ভবিষ্যতে কোনো দেশ কি নেপাল সফরে আসতে রাজী হবে?’ প্রশ্ন তুলেছেন নেটদুনিয়ার আরও এক বাসিন্দা। ‘ভারত তো পরিকাঠামোগত সাহায্য করার কথা দিয়েছে, তাও এমন অব্যবস্থা চোখে দেখা যায় না’ লিখেছেন এক ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমী। একই সাথে বিরুদ্ধমতও উঠে এসেছে এক্স-এর দুনিয়ায়। একজন লিখেছেন, “বিসিসিআই-এর মানদণ্ডে সবাইকে বিচার করে লাভ নেই। সবার কাছে অর্থের সংস্থান নেই।’

দেখে নিন ট্যুইটচিত্র-

.

Also Read: “মাতালের নেশা কেটেছে…” সচিন তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই ট্রোলের মুখে রবি শাস্ত্রী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *