সাংবাদিকের প্রশ্নের উত্তরে কী বলে দিলেন স্মৃতি মান্ধানা! জেনে নিন এখানে............ 1
স্মৃতি মান্ধানা

লন্ডন: বিশ্বকাপে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়ে দিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। চলতি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের ৭ উইকেটে হারিয়ে লিগ তালিকায় দুই নম্বরে উঠে এসেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ৯০ করার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও অনবদ্য সেঞ্চুরি হাঁকান ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। ১০৮ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মান্ধানা। তার ইনিংসে রয়েছে ১৩ টি চার এবং ২ টি বিশাল ছক্কা। তাকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক মিতালি রাজ (৪৬)।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে কী বলে দিলেন স্মৃতি মান্ধানা! জেনে নিন এখানে............ 2
স্মৃতি মান্ধানা (ছবি সংগৃহিতঃ গেটি ইমেজেস)

এখানে দেখুনঃ অ্যান্টিগাতে ঝলসে উঠল মাহির ব্যাট, ম্যাচের পর নিজেকে ‘ওয়াইন’-এর সঙ্গে তুলনা করে দিলেন তিনি!

টনটনের মাঠে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠান মিতালি। তবে ভারতীয় বোলিংয়ের দাপটে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৮৩ রানে শেষ হয় ক্যারিবীয়ান ইনিংস। ভারতের হয়ে দীপ্তি শর্মা, হরমনপ্রিত কউর এবং পুনম যাদব ২ টি করে উইকেট নেন।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে কী বলে দিলেন স্মৃতি মান্ধানা! জেনে নিন এখানে............ 3
স্মৃতি মান্ধানা (ছবি সংগৃহিতঃ গেটি ইমেজেস)

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় মহিলা দল। এর পর ইনিংসের হাল ধরেন ওপেনার স্মৃতি মান্ধানা এবং মিতালি রাজ। চাপ কাটিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা চালিয়ে যান মান্ধানা। সেঞ্চুরি করে ম্যাচ জেতানোর পাশাপাশি ম্যাচের সেরার পুরস্কারও জিতে নেন তিনি। ৪২.৩ ওভারেই ম্যাচ পকেটে পুরে নেয় ভারত।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে কী বলে দিলেন স্মৃতি মান্ধানা! জেনে নিন এখানে............ 4
ছবি সংগৃহিতঃ গেটি ইমেজেস

এই ম্যাচ জিতে উঠে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মান্ধানা। সেখানে এক সাংবাদিক তাঁকে হঠাৎ করে প্রশ্ন করে বসেন, “ভারত কি এই টুর্নামেন্টটা জিততে পারবে?”

এর উত্তরে দৃশ্যত ক্ষুব্ধ ভারতীয় ওপেনার সটান তার মুখের ওপর বলে দেন, “কি? তোমার সেটা বিশ্বাস হচ্ছে না বুঝি?” এই উত্তরেই পরিস্কার, এবার টুর্নামেন্ট জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী ভারতীয় মহিলা দল।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে কী বলে দিলেন স্মৃতি মান্ধানা! জেনে নিন এখানে............ 5
স্মৃতি মান্ধানা (ছবি সংগৃহিতঃ গেটি ইমেজেস)

ভিডিও দেখুনঃ ধোনি ফের বুঝিয়ে দিলেন কোহলিকে, কঠিন সময়ে তিনিই দলের আসল পরিত্রাতা

মান্ধানা আরও বলেন, “এখনও কিন্তু সব শেষ হয়ে যায়নি। একটা ৯০ বা সেঞ্চুরি করতে এত পরিশ্রম করিনি। চোটের পরে আমি যে এই ভাবে ফিরে আসতে পেরেছি তাতেই খুব খুশি। চোট কাটিয়ে উঠে প্রথম ম্যাচে আমি খুব চাপে ছিলাম। দেশের হয়ে ভাল খেলে বিশ্বকাপ জেতাটাই আমার লক্ষ্য। শেষ পাঁচ মাস ধরে নিজেকে তার জন্যই তৈরি করেছি। চোট সারিয়ে ফিরে আসাটা খুব কঠিন কাজ। তবে আমি খুশি দলের জন্য অবদান রাখতে পেরে। এই ফর্মটা ধরে রাখার চেষ্টা করব। আশা করছি আমাদের সব স্বপ্ন সত্যি হবে।”

সাংবাদিকের প্রশ্নের উত্তরে কী বলে দিলেন স্মৃতি মান্ধানা! জেনে নিন এখানে............ 6
স্মৃতি মান্ধানা (ছবি সংগৃহিতঃ গেটি ইমেজেস)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *