"আমি দুঃখিত আমার বলা কথায়..." ঐশ্বর্য রায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন আব্দুল রাজ্জাক, করলেন এই মন্তব্য !! 1

Abdul Razzaq: বেশ জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। আপাতত বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে পৌঁছে গিয়েছে পয়েন্ট তালিকায় থাকা চারটি শীর্ষ দল। প্রথম সেমিফাইনাল ম্যাচটি খেলতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড (IND vs NZ)। যেখানে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া (SA vs AUS)। তবে এবারের ক্রিকেট বিশ্বকাপের সবথেকে বড় আপসেট হলো পাকিস্তানের পারফরমেন্স ও সেমিফাইনালে কোয়ালিফাই না করা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে পাকিস্তান দল বিশ্বকাপ সেমিফাইনালে কোয়ালিফাই করার অন্যতম প্রবল দাবিদার ছিল। তাদের পারফরমেন্সের বেশ ঘাটতি দেখা গিয়েছে এই বিশ্বকাপে। যে কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিতে দেখা গেল বাবর আজমের এই দলকে।

Read More: “নেশা করেছো নাকি ?” ধর্মপরিবর্তন নিয়ে ইনজামামের দেওয়া বয়ানে মেজাজ হারালেন হরভজন, সমাজ মাধ্যমে দিলেন কড়া জবাব !!

ঐশ্বর্য’কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন রাজ্জাক

Aishwarya Rai Bachchan, abdul razzaq
Aishwarya Rai Bachchan and Abdul Razzaq | Image: Twitter

পাকিস্তানের পারফরম্যান্স দেখে মোটেই খুশি নন পাকিস্তানের দর্শকেরা, পাশাপাশি প্রাক্তন পাকিস্তানের প্লেয়াররা দলকে একহাত নিয়েছেন।
এক টেলিভিশন চ্যানেলে শহীদ আফ্রিদি (Shahid Afridi) ও আব্দুল রাজ্জাক (Abdul Razzaq) পাকিস্তানের পারফরমেন্স নিয়ে মন্তব্য করতে গিয়ে বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রায়কে নিয়ে রজ্জাক কুরুচিকর মন্তব্য করেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করতে গিয়ে ঐশ্বর্যার কথা উদাহরণ টেনে আনেন রাজ্জাক।

মন্তব্য করে তিনি বলেন, “আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের মনোভাবের কথা বলছি। যখন আমি খেলতাম তখন অধিনায়ক ইউনিস খানের উপর আমার পুরো ভরসা ছিল। আমি জানতাম উনি পাকিস্তানকে জেতাতে চান। সেই কারণে আমরা নিজেদের সেরাটা দিয়েই খেলতাম। অনেক সময় আমরা জিতেছি আবার অনেক সময় হয়নি। তবে এখন সেই ইচ্ছাটাই চলে গিয়েছে সবার। এই মুহূর্তে, বিশ্বকাপে পাকিস্তান দল এবং তার খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনা চলছে। আমি মনে করি, আমাদের উদ্দেশ্য খেলোয়াড়দের উন্নতি করা।

ঐশ্বর্যর কাছে ক্ষমা চাইলেন রাজ্জাক

Aishwarya Rai Bachchan, abdul razzaq
Aishwarya Rai Bachchan | Image: Getty Images

এর পরেই ঐশ্বর্যর উদাহরণ হিসাবে টেনে আনেন রজ্জাক (Abdul Razzaq)। তিনি বলেন, “যদি আমি ভাবি যে ঐশ্বর্যর সঙ্গে আমার বিয়ে হবে, তার পর সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কী কখনও সম্ভব ? আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভাল ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।” তবে নিজের বলা কথার জন্য খুশি নন রাজ্জাক। ক্ষমা চেয়ে রাজ্জাক বলেছেন, “আগের দিন আমরা ক্রিকেট ও কোচিং নিয়ে কথা বলছিলাম। সেই সময় ভুল করে আমি ঐশ্বর্যা রাইয়ের নাম নিয়ে ফেলি। আমি মুখ ফসকে ওনার নাম নিয়ে ফেলেছি, আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। আমি ব্যক্তিগত ভাবে ওনার কাছে ক্ষমা চাইছি। কাউকে এভাবে আঘাত দেওয়ার ইচ্ছা আমার ছিলোনা।

Read More: “মুসলিম হতে চেয়েছিলেন হরভজন…” ভাজ্জিকে নিয়ে ইনজামাম করলেন গোপন তথ্য ফাঁস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *