IND vs SL: গত মঙ্গলবার এক রুদ্ধশ্বাস থ্রিলারে শ্রীলঙ্কাকে তৃতীয় টি-২০তে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। প্রতিপক্ষের ঘরের মাঠে তাদের হোয়াইটওয়াশ করার বিরল কৃতিত্ব অর্জন করেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। ওডিআই সিরিজেও সেই সাফল্যের ধারাই বজায় রাখার প্রচেষ্টায় ‘মেন ইন ব্লু।’ পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে মাঠে নামার আগে শক্তি বাড়ছে ভারতীয় শিবিরের। যোগ দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা’র (Rohit Sharma) মত মহাতারকা। কোচ গম্ভীরের (Gautam Gambhir) প্রশিক্ষণে প্রথমবার মাঠে নামবেন তাঁরা। ইতিমধ্যেই তা নিয়ে কৌতূহল চরমে ক্রিকেট অনুরাগীদের মধ্যে। অন্য দিকে এই ওডিআই সিরিজ বড়সড় পরীক্ষা শ্রীলঙ্কার জন্যও। টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায়ের পর ভারতের বিপক্ষে ০-৩ পরাজয় তাদের ঠেলে দিয়েছে খাদের কিনারে। ওডিআই ফর্ম্যাটেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে চরিথ আশালঙ্কার দল।
Read More: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন যুবরাজ সিং, এই বলিউড অভিনেত্রীর সঙ্গে ঘুরবেন সাত পাক !!
IND vs SL ম্যাচের সময়সূচি-
শ্রীলঙ্কা (SL) বনাম ভারত (IND)
ম্যাচ নং- প্রথম ওডিআই ম্যাচ
তারিখ- ০১/০৮/২০২৪
ভেন্যু- আর.প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
সময়- দুপুর ২:৩০ (ভারতীয় সময়)
Colombo Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-
কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামের বাইশ গজ সাধারণত হয় স্পিন সহায়ক। তবে ব্যাটারদের জন্যও সাহায্য দেখা যায় উইকেটে। প্রথম ইনিংসে এখানে গড় স্কোর ঘোরাফেরা করে ২৩১-এর আশেপাশে। দ্বিতীয় ইনিংসে তা দাঁড়ায় ১৮৯। এই মাঠে সর্বোচ্চ ৩৭৫ রান স্কোরবোর্ডে তোলার কৃতিত্ব রয়েছে ভারতের। পক্ষান্তরে সর্বনিম্ন স্কোরের নজির রয়েছে শ্রীলঙ্কার। তারা ভারতের বিপক্ষে গুটিয়ে গিয়েছিলো ৫০ রানে। পরিসংখ্যান বলছে যে এই মাঠে আজ অবধি আয়োজিত হয়েছে ১৬৪টি একদিনের ম্যাচ। তার মধ্যে ৮৮টিতে প্রথম ব্যাটিং করা দলই জয়লাভ করেছে। পক্ষান্তরে রান তাড়া করে জয়ের সংখ্যা ৬৫। অমীমাংসিত থেকেছে ১টি মাত্র ম্যাচ। টসজয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং করতে পারেন।
ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) টি-২০ সিরিজের দুটি ম্যাচ বৃষ্টির কারণে বাধাপ্রাপ্ত হয়েছে। ওডিআই সিরিজের প্রথম ম্যাচটির ক্ষেত্রেও তা বৃষ্টির সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছে যে শুক্রবার কলম্বোতে বৃষ্টিপাতের সম্ভাবনা ৮০ শতাংশ। সম্পূর্ণ ১০০ ওভারের ক্রিকেট আদৌ দেখা যাবে কিনা তা নিয়ে থাকছে সংশয়। এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রী ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রী থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আকাশ সম্পূর্ণ মেঘলা থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৮২ শতাংশ। যা নিঃসন্দেহে মাঠে অস্বস্তিতে ফেলবে ক্রিকেটারদের। এছাড়া হাওয়ার গতিবেগ হতে পারে ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা।
IND vs SL, হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও শ্রীলঙ্কার (IND vs SL) মধ্যে আজ অবধি ১৬৮টি একদিনের ম্যাচ আয়োজিত হয়েছে। সাফল্যের নিরিখে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়াই। তারা জিতেছে ৯৯টি ম্যাচ। পক্ষান্তরে শ্রীলঙ্কার জয়ের সংখ্যা ৫৭। ১১টি ম্যাচ থেকেছে অমীমাংসিত। ১টি ম্যাচ টাই হয়েছে দুই শিবিরের মধ্যে। ভারত নিজেদের ঘরের মাঠে জয় পেয়েছে ৪০ বার। অ্যাওয়ে ম্যাচে তাদের জয়ের সংখ্যা ৩২টি ম্যাচে। নিরপেক্ষ ভেন্যুতে ভারতের জয়ের সংখ্যা ২৭। শ্রীলঙ্কা নিজেদের ঘরের মাঠে জিতেছে ২৮টি ম্যাচ। ভারতের মাটিতে তারা টিম ইন্ডিয়াকে হারিয়েছে ১২টি ম্যাচে। আর নিরপেক্ষ ভেন্যুতে সাফল্য পেয়েছে ১৭ বার।
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, খলিল আহমেদ।
শ্রীলঙ্কা (SL)-
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সমরাবিক্রমা, চামিকা করুণারত্নে, কামিন্দু মেন্ডিস, চরিথ আশালঙ্কা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ তীক্ষণা, মাথিশা পথিরানা, দিলশান মাদুশাঙ্কা, আসিথা ফার্নান্দো।