WPL 2024: “সময় সবার বদলায়…” বেঙ্গালুরু’র বিরুদ্ধে হার মুম্বইয়ের, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে নীতা আম্বানি !! 1

WPL 2024: বাকি আর মাত্র একটা ম্যাচ। তার পরেই জানা যাবে উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL 2024) দ্বিতীয় মরসুমে ট্রফি উঠতে চলেছে কাদের হাতে। লীগ পর্বে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করেছিলো দিল্লী ক্যাপিটালস। সরাসরি ফাইনালে পা রেখেছিলেন মেগ ল্যানিং, শেফালী ভার্মা’রা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করা মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতকাল দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো এলিমিনেটর ম্যাচে। রুদ্ধশ্বাস খেলায় দীর্ঘসময় এগিয়ে থেকেও শেষমেশ ধরাশায়ী হতে হলো গত মরসুমের চ্যাম্পিয়ন মুম্বইকে। ডেথ ওভারে দুরন্ত বোলিং করে হরমনপ্রীত কৌরদের বিরুদ্ধে ৫ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু। জায়গা করে নেয় ফাইনালে। আইপিএলের আঙিনায় দিল্লী ও বেঙ্গালুরু, দুই দলই কখনও ট্রফি জেতে নি। রবিবারের পর অবশেষে ডব্লুপিএলের সুবাদে প্রথম ট্রফি আসতে চলেছে কোনও একদলের ক্যাবিনেটে।

টসে জিতে শুক্রবার প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মন্ধানা। দুই ওপেনারকে হারিয়ে ধুঁকতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স আরও চাপে পড়ে ফর্মে থাকা রিচা ঘোষ ফিরে যাওয়ায়। ৪৯/৪ অবস্থা থেকে হাল ধরেন এলিস পেরী। অস্ট্রেলীয় কিংবদন্তি অলরাউন্ডার ৫০ বলে ৬৬ রান করেছেন গতকাল। শেষলগ্নে জর্জিয়া ওয়্যারহ্যামের ১০ বলে ১৮ রানের ইনিংসের সৌজন্যে বেঙ্গালুরু পৌঁছে যায় ১৩৫ রানে। জবাবে ব্যাট করতে নামা মুম্বই দৃপ্ত ছন্দে একটা সময় এগোচ্ছিলো জয়ের দিকে। ন্যাট সিভার-ব্রান্ট ও অধিনায়ক হরমনপ্রীত ফিরতেই বদলায় ছবিটা। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেন শ্রেয়াঙ্কা পাতিল। শেষ ওভারে মুম্বইয়ের প্রয়োজন ছিলো ১২ রান। আশা শোভনার নিখুঁত বোলিং-এ লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় মুম্বই। ১৩০ রানেই শেষ হয় তাদের ইনিংস।

Read More: IPL 2024: আইপিএল শুরুর আগেই দ্বন্দ্ব শুরু হার্দিক-রোহিতের মধ্যে, মুখ দেখাদেখি বন্ধ !!

শ্লেষের তীরে বিদ্ধ নীতা আম্বানি-

MIW vs RCBW | WPL 2024 | Image: Getty Images
MIW vs RCBW | WPL 2024 | Image: Getty Images

গত বছর চতুর্থ স্থানে শেষ করতে হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। খেলা হয় নি প্লে-অফ। জুটেছিলো ‘চোকার’ তকমা। এই বছরও অনন্ত চাপের পাহাড় ঠেলে এগোতে হয়েছে রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাতিলদের। তা সত্ত্বেও যেভাবে ফাইনালে জায়গা করে নিয়েছেন তাঁরা, তার প্রশংসায় পঞ্চমুখ সকলে। সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে চলছে স্মৃতি মন্ধানা, এলিস পেরী, রিচা ঘোষদের নামে জয়ধ্বনি। আরসিবি ভক্তেরা স্লোগান দিচ্ছেন ‘ই সালা কাপ নামদে।’ পক্ষান্তরে মুম্বই-এর ভাগ্যে জুটছে কটাক্ষ। বিশেষ করে রোষানলে মুম্বই ইন্ডিয়ান্স মালকিন নীতা আম্বানি। তাঁর বিরুদ্ধে এক্স-হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স সমর্থকেরা।

এর আগে একটি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেরেছিলো বেঙ্গালুরু। বিধ্বস্ত স্মৃতি মন্ধানার দিকে তাকিয়ে হাসতে দেখা গিয়েছিলো নীতা আম্বানিকে। ভাইরাল হয়েছিলো সেই ছবি। হারের ক্ষত বাড়িয়েছিলো নীতা’র মুখের হাসি। সেই শ্লেষের জবাব যেন দিলো বেঙ্গালুরুর গতকালের জয়। খেলা শেষে স্তব্ধ, হতবাক নীতা আম্বানির ছবি শেয়ার করে একজন নেটিজেন লিখেছেন, ‘সময়ের সবচেয়ে ভালো বৈশিষ্ট হলো যে সেটা বদলে যায়।’ আরেকজন লিখেছেন, ‘অহংকারই পতনের মূল।’ এক ক্ষুব্ধ সমর্থকের মন্তব্য, ‘উচিৎ শিক্ষা হয়েছে ওনার।’ কটাক্ষের মাত্রা বাড়িয়ে আরও একজন লিখেছেন, ‘কৃতকর্মের ফল পেতেই হয় সবাইকে।’ সবকিছু ছাপিয়ে অবশ্য ধরা পড়েছে উচ্ছ্বাসের ছবিটাই। ‘শেষ বাধাটুকু টপকে যাক দল, আসুক খেতাব’ সমবেত প্রার্থনা অনুরাগীদের।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: WPL 2024: “বিরাটদের শেখা উচিত….”, মুম্বাইকে পরাস্ত করে ফাইনালে স্মৃতী মান্ধানার RCB, উল্লাসে মাতলো নেটপাড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *