World Cup 2023: “আমি ক্যান্সারের সাথে লড়েছি…” ভারত-পাক ম্যাচের আগে শুভমান গিল সম্পর্কে মুখ খুললেন যুবরাজ সিং !! 1

World Cup 2023: আগামী শনিবার আহমেদাবাদে পাকিস্তানের মুখোমুখি ভারত। বিশ্বকাপে (ICC World Cup 2023) এখনও অবধি অনবদ্য ক্রিকেট খেলেছে ‘টিম ইন্ডিয়া।’ প্রথম ম্যাচে চেন্নাইয়ের মাঠে জিতেছে ৬ উইকেটের বিনিময়ে। আর দ্বিতীয় ম্যাচে দিল্লীতে তারা হারিয়েছে আফগানিস্তানকে। ব্যাট হাতে রান পেয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি (Virat Kohli), কে এল রাহুল’রা। বল হাতে নজর কেড়েছেন কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজারা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভাবনা কেবল শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে। ডেঙ্গি আক্রান্ত হয়ে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেন নি তিনি।

চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমান (Shubman Gill)। ইতিমধ্যে একদিনের ক্রিকেটে করে ফেলেছেন ১২৯০ রান। করেছেন শতরান এমনকি দ্বিশতরানও। বিশ্বকাপেও (ICC World Cup 2023) কোচ রাহুল দ্রাবিড়ের স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। কিন্তু যাবতীয় পরিকল্পনা্য জল ঢেলে দিয়েছে শুভমানের শারীরিক অসুস্থতা। ডেঙ্গিতে কাবু শুভমান বিশ্রামে ছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তা সত্ত্বেও তাঁর রক্তে অনুচক্রিকা কমে যাওয়ায় হাসপাতালে নিয়ে যেতে হয়েছিলো। দলের বাকিদের সঙ্গে দিল্লী উড়ে যেতে পারেন নি তিনি। তৃতীয় ম্যাচের আগে অবশ্য আহমেদাবাদে পৌঁছেছেন তরুণ ওপেনার। তবে মাঠে নামা হবে কিনা সে সম্পর্কে ধোঁয়াশা অব্যাহত। গোটা ক্রিকেটদুনিয়া যখন শুভমানের (Shubman Gill) শারীরিক অবস্থা সম্পর্কে দ্বিধায় তখন তাঁকে চাঙ্গা করে তোলার দায়িত্ব নিজের কাঁধে নিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

অনুশীলন শুরু করেছেন শুভমান-

Shubman Gill | ICC World Cup 2023 | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

পাকিস্তানের বিরুদ্ধে খেলার ব্যাপারে শুভমান গিল কি আদৌ সবুজ সংকেত পাবেন? লাখ টাকার প্রশ্ন এখন সেটাই। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিসিসিআই সূত্র টিভি ১৮-কে জানিয়েছে, কবে শুভমান গিল মাঠে ফিরবেন সেটা নিশ্চিত করে বলা মুশকিল ডেঙ্গিতে প্রচুর পরিমাণ শক্তিক্ষয় হয় চিকিৎসকেরা ওর শরীরে তরলের পরিমাণ ঠিক রাখার জন্য ওকে প্রচুর পরিমাণে গ্লুকোজ দিচ্ছেন সবুজ সংকেত পাওয়ার পর দেখা হবে কঠিন পরিশ্রমে ওর শারীরিক প্রতিক্রিয়া কি হয়আশার খবর অবশ্য শোনা গিয়েছে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের গলায়। তিনি জানিয়েছিলেন, শুভমানের স্বাস্থ্য এখন আগের চেয়ে অনেক ভালো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওকে হাসপাতালে পাঠানো হয়েছিলো

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

আশা-নিরাশার দোলাচলের মধ্যেই গতকাল মাঠে ফিরেছেন শুভমান গিল (Shubman Gill)। আহমেদাবাদ পৌঁছে খানিকক্ষণ নেটে ব্যাটিং করেন তিনি। ডেঙ্গির ফলে শরীরে যে দুর্বলতা তৈরি হয় তা কাটিয়ে উঠে আদৌ তিনি সম্পূর্ণ ১০০ ওভারের ম্যাচ খেলার উপযোগী কিনা সেই সম্পর্কে সিদ্ধান্ত অবশ্য পরে নেওয়া হবে। তবে তিনি যে নেটে ব্যাটিং শুরু করেছেন তাতেই খুশির হাওয়া অনুরাগীদের মধ্যে। পাকিস্তান ম্যাচের পরেও অন্তত ছ’টি ম্যাচ ভারতের বাকি থাকবে বিশ্বকাপে (ICC World Cup 2023)। এরপর  সেমিফাইনাল এবং ফাইনাল খেলার সুযোগও আসতে পারে টিম ইন্ডিয়ার সামনে। আগামীর কথা ভেবে শুভমানকে সঠিক ভাবে সুস্থ করাতেই মন দিক ভারতীয় শিবির। অহেতুক তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, এমনটাই জানাচ্ছেন অধিকাংশ বিশেষজ্ঞ।

শুভমানকে উদ্বুদ্ধ করলেন যুবরাজ-

Yuvraj Singh | ICC World Cup 2023 | Image: Getty Images
Yuvraj Singh | Image: Getty Images

যুবরাজ সিং (Yuvraj Singh), সাদা বলের ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা ম্যাচ উইনারদের একজন। ব্যাটিং হোক বা বোলিং, টিম ইন্ডিয়া অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার ছিলেন তিনি। ২০০৭-এর টি-২০ বিশ্বকাপ, ২০১১-এর ওডিআই বিশ্বকাপ, দুই টুর্নামেন্টেই হয়েছিলেন সেরা ক্রিকেটার। দেশের মাঠে ২০১১তে যখন বিশ্বকাপ খেলছিলেন তিনি, তখন শরীরে বাসা বেঁধেছিলো দুরারোগ্য ক্যান্সার। থমকে যান নি যুবি। বরং শারীরিক কষ্টকে জয় করে দেশের জন্য নিংড়ে দিয়েছিলেন নিজের সবটুকু। নিজের উদাহরণ দিয়ে তরুণ শুভমান গিল’কে (Shubman Gill) উদ্বুদ্ধ করার প্রয়াস করলেন তিনি।

ভারতীয় ওপেনারের জন্য একটি বিশেষ বার্তা দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ (Yuvraj Singh) বলেন, “সুস্থ হয়ে ওঠ ভারত-পাক ম্যাচের জন্য। শুভমান গিলকে আমি চাঙ্গা করে দিয়েছি। আমি বলেছি ওকে যে আমি ক্যান্সার নিয়ে বিশ্বকাপ খেলেছি। দ্রুত সুস্থ হয়ে দলে ফিরেছি। আশা করছি ও ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে প্রস্তুত হয়ে যাবে। যখন আপনার জ্বর বা ডেঙ্গি হয়, তখন ক্রিকেট ম্যাচ খেলা সত্যিই কষ্টকর। আমার এই অভিজ্ঞতা রয়েছে। তাই আমি আশা করছি ও ফিট হয়ে যাবে, এবং অবশ্যই মাঠে নামতে পারবে।”

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *