World Cup 2023: “আজ আমাদের চারিত্রিক দৃঢ়তা প্রকাশিত হয়েছে…” হারের যন্ত্রণার মাঝেও আশার আলো দেখছেন তেম্বা বাভুমা !! 1

World Cup 2023: গতকাল ওয়াংখেড়েতে বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম সেমিফাইনালে ভারত হারিয়েছিলো নিউজিল্যান্ডকে। জায়গা করে নিয়েছিলো খেতাবী যুদ্ধে। আজ দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে হারালো অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করে ফেললো আহমেদাবাদের টিকিট। এর আগে বেশ কয়েকবার বিশ্বকাপের মত বড় প্রতিযোগিতায় সেমিফাইনালে শেষ হয়েছে প্রোটিয়াদের দৌড়। ২০২৩-এ এসেও সেই ব্যর্থতার চিত্রে কোনো বদল এলো না। প্রথমে ব্যাটিং করে মাত্র ২১২ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে খেলতে নেমে চাপে পড়েও ৪৮তম ওভারের মধ্যে জয় ছিনিয়ে নেয় অজিরা। ৩ উইকেটে হেরে বিশ্বকাপকে বিদায় জানালো প্রোটিয়া বাহিনী।  আহমেদাবাদ নয়, সম্ভবত কলকাতা থেকেই কেপ টাউন বা জোহানেসবার্গের বিমান ধরতে হবে রাবাডা, রাসি ফান দার ডুসেনদের।

Read More: World Cup 2023: চোকার্স তকমা বজায় রেখে বিশ্বকাপ ফাইনালে উঠতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা, ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া !!

টস জিতে ব্যাটিং নেওয়া কি কাল হলো? একের পর এক ক্যাচ হাতছাড়া হতেই কি হাতছাড়া হলো ম্যাচ? এমন হাজার প্রশ্ন রয়ে গেলো খেলার শেষেও। আরও একবার সেমিফাইনালে ছিটকে যাওয়ার যন্ত্রণা বুকে নিয়েই খেলা শেষে সাক্ষাৎকার দিতে এলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা। আক্ষেপ, হতাশা ছাপিয়ে তাঁর গলায় শোনা গেলো আগামীর কথা। দলের খেলায় তিনি তৃপ্ত বলেই জানিয়েছেন বাভুমা। তিনি বলেন, “ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রথমেই অস্ট্রেলিয়াকে ফাইনালের জন্য অনেক শুভেচ্ছা। ওরা আজ সত্যিই ভালো খেলেছে। তবে আমাদের চারিত্রিক দৃঢ়তা আজ ফুটে উঠেছে। আমরা দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছিলাম। তবে যেভাবে ব্যাট ও বল হাতে আমরা শুরুটা করেছিলাম, সেটাই তফাৎ গড়ে দিলো। ওখানেই ম্যাচটা হেরে গেলাম।”

অস্ট্রেলীয় বোলিং আক্রমণের তারিফ করেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। বাভুমা বলেন, “এই পরিস্থিতি আর ওদের আক্রমণের যুগলবন্দী আমাদের সত্যিই চাপে ফেলে দিয়েছিলো। যদি স্কোরবোর্ডে ২৪/৪ থাকে, তাহলে বড় রান তোলা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আমরা খানিক ছন্দ খুঁজে নিয়েছিলাম যখন ক্লাসেন ও মিলার খেলছিলো। কিন্তু দুর্ভাগ্যক্রমে ক্লাসেন আরেকটু বেশী সময় ক্রিজে কাটাতে পারলো না।” ১০১ রানের ইনিংস খেলে ইডেন জনতার কুর্নিশ আদায় করে নিয়েছেন ডেভিড মিলার। তাঁকে প্রশংসায় ভরিয়ে বাভুমা বলেন, “মিলারের ইনিংসটা অসাধারণ। আমাদের দলের চরিত্র যেন ঐ ইনিংসটার মধ্যেই ফুটে বেরোলো। বিশ্বকাপের সেমিফাইনালে ঐ অনন্ত চাপের মধ্যে এমন খেলা সত্যিই অসাধারণ।” দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরাদের তালিকাতেও মিলারকে রাখলেন তিনি।

ম্যাচ হারার জন্য নিজেদের বোলিং ব্যর্থতাকে দায়ী করেছেন অধিনায়ক। জানান, “ওরা প্রথম দশ ওভারেই ৭০ রান তুলে ফেলেছিলো। তাতে বাকিরা গুছিয়ে নিতে সময় পেয়েছিলো। মার্করাম এবং মহারাজ দুর্দান্ত বোলিং করে চাপে ফেলেছিলো ওদের।” ক্যাচ ফস্কানো প্রসঙ্গে বলেন, “আমাদের কাছে সুযোগ ছিলো। কিন্তু আমরা তা হাতছাড়া করেছি। যদি সেগুলো ধরতে পারতাম, তাহলে আরও একটু হাড্ডাহাড্ডি লড়াই হয়ত হত।” তরুণ পেসার জেরাল্ড ক্যুৎসিয়ের প্রশংসা করে বাভুমা জানান, “একজন তরুণ তুর্কি হিসেবে সত্যিই ও আমাদের হয়ে যোদ্ধার ভূমিকা নিয়েছে। উইকেটে পেসারদের জন্য বিশেষ কিছু ছিলো না, কিন্তু স্মিথের উইকেট যেভাবে ও নিলো, তা দুর্দান্ত। পেশীর টান উপেক্ষা করে বোলিং করেছে।” ওডিআই কেরিয়ারে দাঁড়ি টানলেন ক্যুইন্টন ডি কক। “ও হয়ত এভাবে শেষ করতে চায় নি।” সাক্ষাৎকারের শেষে এসে আক্ষেপ ধরা পড়লো বাভুমার গলায়।

Also Read: World Cup 2023: “ফাইনালে হবে রাজকীয় সংঘাত…” স্বপ্নভঙ্গ প্রোটিয়াদের, অস্ট্রেলিয়ার জয়ে শোরগোল সমাজমাধ্যমে !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *