World Cup 2023: চোকার্স তকমা বজায় রেখে বিশ্বকাপ ফাইনালে উঠতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা, ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া !! 1

World Cup 2023: অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যাঙ্গারু দল রবিবার আহমেদাবাদের মাঠে আয়োজক ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান করে। জবাবে অস্ট্রেলিয়া ৪৭.২ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। হেরে পঞ্চমবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আফ্রিকান দল।

দক্ষিণ আফ্রিকার হয়ে শতরান করেন ডেভিড মিলার

World Cup 2023: চোকার্স তকমা বজায় রেখে বিশ্বকাপ ফাইনালে উঠতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা, ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া !! 2

এ দিন ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ক্যাপ্টেন বাভুমা খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর কুইন্টন ডি কক তিন রান করে আউট হন এবং ডুসেন ছয় রান করে আউট হন। প্রাথমিক এই ধাক্কা কাটিয়ে উঠতেই প্রচুর সময় লেগে যায় প্রোটিয়া সিবিরের। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন ডেভিড মিলার। তার দৌলতেই দুশো রানের গণ্ডি টপকায় দক্ষিণ আফ্রিকা। ক্লাসেন খেলেন ৪৭ রানের ইনিংস। কোইটজে ১৯ রান করেন। মার্করাম ও রাবাদা ১০ রান করে করেন। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। দুটি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও ট্র্যাভিস হেড।

লড়াই করে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া

World Cup 2023: চোকার্স তকমা বজায় রেখে বিশ্বকাপ ফাইনালে উঠতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা, ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া !! 3

২১৩ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া দারুণ শুরু করেছিল। ডেভিড ওয়ার্নার এবং ট্র্যাভিস হেড প্রথম উইকেটে ছয় ওভারে ৬০ রান যোগ করেন। এরপর ২৯ রানে মার্করামের শিকার হন ওয়ার্নার। রাবাদা মার্শকেও খাতা খুলতে দেননি, কিন্তু হেডসহ স্মিথ ইনিংসের দায়িত্ব নেন। একই সময়ে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন ট্র্যাভিস হেড। স্টিভ স্মিথ ৩০ রান এবং ডেভিড ওয়ার্নার ২৯ রানের অবদান রাখেন। জোশ ইঙ্গলিস করেন ২৮ রান। ১৮ রানের অবদান লাবুসচেন। শেষ পর্যন্ত, মিচেল স্টার্ক ১৬ রানের একটি অপরাজিত ইনিংস এবং প্যাট কামিন্স ১৪ রানের অপরাজিত ইনিংস খেলে তার দলকে জয়ের পথে নিয়ে যান। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স অষ্টম উইকেটে ২২ রানের অপরাজিত জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোয়েটজি ও তাবরেজ শামসি নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন কাগিসো রাবাদা, এইডেন মার্করাম ও কেশব মহারাজ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *