World Cup 2023: “ফাইনালে হবে রাজকীয় সংঘাত…” স্বপ্নভঙ্গ প্রোটিয়াদের, অস্ট্রেলিয়ার জয়ে শোরগোল সমাজমাধ্যমে !! 1

World Cup 2023: গতকাল ওয়াংখেড়ের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে হিসেবে বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালে পা রেখেছে ভারত। ১৯ নভেম্বর আহমেদাবাদে রোহিত শর্মার দলের প্রতিপক্ষ কারা হবে তা নির্ধারিত হলো আজ। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। গতকালের মত হাই-স্কোরিং খেলা দেখতে পাওয়া যায় নি আজ। বরং ইডেনের কঠিন পিচে জমজমাট লো-স্কোরিং থ্রিলারের সাক্ষী থাকলো ক্রিকেটবিশ্ব। আগে বেশ কয়েকবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছালেও খেতাবী লড়াইতে জায়গা করে নেওয়া হয় নি দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বস্ব দিয়ে লড়াই করেও সেই ব্যর্থতার চিত্রে বদল আনতে পারলো না তেম্বা বাভুমার দল। ৩ উইকেটে হেরে শেষ চার থেকেই ছিটকে যেতে হলো তাদের। ইডেন অজিদের মুকুটে প্রথম বিশ্বকাপের পালক যোগ করেছিলো, আরও একবার তাদের বিশ্বজয়ের দোরগোড়ায় পৌঁছে দিলো ক্রিকেটের নন্দনকানন।

Read More: World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে বসছে চাঁদের হাট, বিশ্বকাপ ফাইনালে স্টেডিয়ামে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী মোদি !!

সকাল থেকে কলকাতার আকাশ ছিলো মেঘাচ্ছন্ন। তা সত্ত্বেও টস জিতে ব্যাটিং-এর চ্যালেঞ্জ গ্রহণ করেছিলো দক্ষিণ আফ্রিকা। বাভুমার এই সিদ্ধান্ত কাল হয়ে দাঁড়ালো প্রোটিয়াদের কাছে। নতুন বল হাতে ত্রাস হয়ে উঠলেন মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড। তাদের দাপটে ২৪ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বসেছিলো দক্ষিণ আফ্রিকা। এরপর ইনিংসের হাল ধরেন হেনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলার। প্রথম প্রত্যাঘাতের রাস্তায় হাঁটার সাহস দেখিয়েছিলেন ক্লাসেন’ই। ৪৮ বলে ৪৭ করে নেটদুনিয়ার তারিফ কুড়িয়েছেন তিনি। ‘চাপের মুখে অকুতোভয় ক্লাসেন’, প্রশংসায় ভরিয়ে লিখেছেন এক নেটিজেন। ক্লাসেনের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করেন ডেভিড মিলার। তাঁর ১০১ রানের ইনিংসকে কুর্নিশ জানিয়েছে ইডেন। কুর্নিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়াও। ‘বিশ্বকাপ ইতিহাসের অংশ হয়ে থাকবে এই ইনিংস’ লিখেছেন জনৈক গুণমুগ্ধ। ‘আজ লড়াইয়ের মুখ হয়ে রইলেন মিলার’ মন্তয় আরও একজনের।

৪৯.৪ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছিলো ২১২ রান। কম রানের লক্ষ্য সহজেই তুলে নেবেন অজিরা। এমনটাই এক সময় ভেবেছিলো ক্রিকেটদুনিয়া। যেভাবে শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেড, তাতে এই ধারণা বদ্ধমূল হয় কিছুক্ষণের মধ্যেই। কিন্তু অচিরেই নাটকীয় পটপরিবর্তন দেখা যায় ম্যাচের। প্রথমে ফেরেন ওয়ার্নার। এরপর আউট হন মিচেল মার্শ। যে ক্যাচটিতে তাঁকে ফেরালেন রাসি ফান দার ডুসেন, তাকে বিশ্বকাপের সেরা ক্যাচ বলছেন নেটিজেনরা। ‘ওটা কি পাখি? ওটা কি এরোপ্লেন? না ওটা রাসি ফান দার ডুসেন’, সুপারম্যানের লাইন ধার করে লিখেছেন এক গুণমুগ্ধ ভক্ত। স্টিভ স্মিথ ও জশ ইংলিস মিডল অর্ডারে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন একটা সময়। পরপর তাদের আউট করে ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা।

সপ্তম উইকেটের পতনের পর আচমকাই ম্যাচের দাঁড়িপাল্লায় সমতার জায়গায় চলে এসেছিলো দুই শিবির। কিন্তু অজি শৌর্য্যের কাছে শেষমেশ হার মানতেই হলো ভয়ডরহীন দক্ষিণ আফ্রিকাকে। কামিন্স এবং স্টার্কের জুটি দাঁতে দাঁত চেপে লড়াই করে ফাইনালের টিকিট এনে দিলেন অস্ট্রেলিয়াকে। ৪৭.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে অজি’রা। এই নিয়ে অষ্টম বার ফাইনালে পাঁচ বারের বিশ্বসেরা’রা। নিজেদের প্রথম ম্যাচে একে অন্যের মুখোমুখি হয়েছিলো ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালেও প্রতিপক্ষ তারা। ফলাফল সামনে আসতেই হইচই সমাজমাধ্যমে। ‘বড় মঞ্চে অস্ট্রেলিয়ার দাপটই আলাদা’ লিখেছেন এক নেটিজেন। ‘যেভাবে চাপের মুখে মাথা ঠান্ডা করে জয় ছিনিয়ে নিলো অস্ট্রেলিয়া, কুর্নিশ জানাতেই হয়’, মন্তব্য আরও একজনের। তবে রণহুঙ্কার দিতে দেখা গিয়েছে নেটনাগরিকদের একাংশকে। ‘২০০৩-এর বদলা এবার হবেই’ লিখেছেন তাঁরা।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: World Cup 2023: “টসের সময় কারচুপি হচ্ছে…” ভারত অধিনায়ক রোহিতের বিরুদ্ধে আক্রমণ শানালেন পাক প্রাক্তনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *