World Cup 2023: বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে ভারতে রয়েছে পাকিস্তান দল। দীর্ঘ জটিলতা, সরকারী দীর্ঘসূত্রিতা কাটিয়ে তারা ভারতের মাটি স্পর্শ করেছে ২৭ সেপ্টেম্বর। হায়দ্রাবাদে বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ম্যাচ রয়েছে পাক দলের। লাহোর থেকে প্রথমে দুবাই উড়ে গিয়েছিলেন বাবর আজম’রা, তারপর সরাসরি হায়দ্রাবাদে পৌঁছেছেন তাঁরা। ভারত এবং পাকিস্তান-দুই দেশের রাজনৈতিক দূরত্বকে ভুলে গিয়ে পড়শি দেশের ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন হায়দ্রাবাদের ক্রিকেট জনতা। উত্তরীয় গলায় পরিয়ে বরণ করা হয়েছে রিজওয়ান, শাহীনদের। বিমানবন্দরে হর্ষধ্বনিতে জানানো হয়েছে স্বাগত। স্থানীয় সমর্থকদের ভালোবাসা পেয়ে আপ্লুত ক্রিকেটাররাও। ইমাম উল হক (Imam ul Haq), শাহীন আফ্রিদি, শাদাব খান (Shadab Khan), এমনকি পাক অধিনায়ক বাবর আজম অবধি সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন হায়দ্রাবাদ জনতাকে।
ভারতে এসে ইতিমধ্যেই একটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান দল। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হার দিয়েই অবশ্য বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান শুরু হয়েছে তাদের। বোলিং নিয়ে চিন্তা থাকলেও ব্যাট হাতে রান পেয়েছেন ক্রিকেটাররা। অধিনায়ক বাবর (Babar Azam) করেন ৮০, রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ১০৩, সাউদ শাকিল করেছেন ৭৫ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে পাক সহ-অধিনায়ক শাদাব খান (Shadab Khan) জানিয়েছেন চিন্তামুক্তই রয়েছেন তাঁরা। উপভোগ করছেন হায়দ্রাবাদের আতিথেয়তা। উপভোগ করছেন ভারত। জানিয়েছেন ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে যখন মাঠে নামবেন, তখনও বন্ধুত্বপূর্ণ পরিবেশই আশা করছেন তাঁরা। শাদাব যতই দলের আবহাওয়া ফুরফুরে বলে জানান, বাস্তব চিত্রটা যে খানিক আলাদা তার আভাস পাওয়া গেলো পিসিবি টেকনিক্যাল কমিটির প্রধান মিসবাহ-উল-হকের মন্তব্য থেকে।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
গুরুত্ব পায় নি মতামত, জানাচ্ছেন মিসবাহ-

অগস্ট মাসেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) তরফে টেকনিক্যাল কমিটির মাথায় বসানো হয়েছিলো প্রাক্তন অধিনায়ক মিসবাহ উল হক’কে (Misbah-ul-Haq)। বিশ্বকাপের (ICC World Cup 2023) জন্য দল বাছাইয়ে মতামত দেওয়া এবং ক্রিকেটারদের কেন্দ্রীর চুক্তি নির্ধারণ করার দায়িত্ব পাওয়ার কথা ছিলো তাঁর। কিন্তু বাস্তবে তা হয় নি। বরং মুখ্য নির্বাচক ইনজামাম উল হক (Inzamam ul Haq) এবং অধিনায়ক বাবর আজমের (Babar Azam) পছন্দ অনুসারেই বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপের সেরা ১৫। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই ইঙ্গিত করলেন মিসবাহ। জনৈক সাংবাদিক মিসবাহ’কে প্রশ্ন করেন, “নাসিম শাহ তিন ফর্ম্যাটেই খেলেন,তবুও তাঁকে এ-ক্যাটেগরিতে রাখা হয় নি। আবরার (আহমেদ)’কে কোনো ক্যাটেগরিতেই রাখা হয় নি। এই বিষয়ে কি আপনি মতামত দিয়েছিলেন? এই সিদ্ধান্তে কি বদল আসতে পারে?”
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
উত্তরে চাঁচাছোলা ভাষায় মিসবাহ (Misbah ul Haq) জানিয়ে দেন, “এটা সম্ভবত আগেই ওরা সিদ্ধান্ত নিয়ে রেখেছিলো, টিম ম্যানেজমেন্টের ভাবনা এগুলো। এমন অনেক জিনিস আমার বোধের বাইরে। এতে আমার কোনোরকম যোগদান নেই। অবশ্যই যদি আমার থেকে জানতে চাওয়া হয়, তাহলে আমি বলবো যে এগুলো ঠিক নয়। যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্ম্যাটে নিয়মিত সদস্য দলের, তারা কি করে কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকে না? এগুলো দেখতে হবে।” এরপর বিশ্বকাপের (ICC World Cup 2023) দল বাছাই নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বলেন, “মহম্মদ হাফিজও জানিয়ে দিয়েছে দল বাছাইয়ের ক্ষেত্রে ওর কোনো ভূমিকাই ছিলো না। এই দল আসলে নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্টের বেছে নেওয়া। কিছু উনিশ-বিশ হলে দায়িত্বও তাদের।”
দেখে নিন কি বললেন মিসবাহ-
Misbah Ul Haq also confirms he and Mohammad Hafeez had no say in Pakistan’s World Cup squad selection or central contract categories. The World Cup squad was selected by Babar Azam and Inzamam Ul Haq, and only they would be answerable now 👀 #CWC23 pic.twitter.com/FwcQqAStIP
— Farid Khan (@_FaridKhan) October 2, 2023
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur