World Cup 2023: প্রথা মেনে উদ্বোধনী ম্যাচ দিয়ে নয়, বরং বিশ্বকাপের (ICC World Cup 2023) চতুর্থদিনে প্রথম মাঠে নামলো আয়োজক দেশ ভারত। প্রথম ম্যাচে চেন্নাইয়ের মাঠে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিলো অস্ট্রেলিয়া। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয় দিয়েই যাত্রা শুরু করলো ‘মেন ইন ব্লু।’ এই নিয়ে বিশ্বকাপে পঞ্চমবার অজিদের বিপক্ষে জয় ছিনিয়ে নিলো ভারত। চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখে প্রথম একাদশে তিন স্পিনারকে জায়গা দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। জাদেজা-কুলদীপ-অশ্বিন ত্রয়ীই বল হাতে অজিদের অল্প রানে বেঁধে রাখতে সাহায্য করলো টিম ইন্ডিয়াকে। ওয়ার্নারের ৪১, স্টিভ স্মিথের ৪৬, মিচেল মার্শের ২৮ রান সত্ত্বেও ৪৯.৩ ওভারে ১৯৯ রানের মধ্যেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
২০০ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিলো ভারতীয় দল। টিম ইন্ডিয়ার মসীহা হয়ে চেন্নাইয়ের বাইশ গজে ফের একবার দেখা দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ১১৬ বলে তাঁর স্থিতধী ৮৫ রানের ইনিংসটি ভারতের জয়ের মঞ্চ গড়ে দেয়। ‘মেন ইন ব্লু’ জার্সিতে গতকালের ম্যাচে উজ্জ্বল কে এল রাহুল’ও (Kl Rahul)। চাপের মুখে অনমনীয় থেকে ৯৭* রান করেন তিনি। ছক্কা মেরে ৫২ বল বাকি থাকতেই জয় এনে দেন দলকে। জয় দিয়ে বিশ্বকাপ অভিযানের সূচনাটা করলেও ভারতের চিন্তা রয়ে গেলো টপ অর্ডার নিয়ে। বিশেষ করে ঈশান কিষণ (Ishan Kishan) যেভাবে উইকেট হারালেন তাকে ক্ষমার অযোগ্য বলেই বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। ক্রিকেটমহল মনে করছে এবারের বিশ্বকাপ (ICC World Cup 2023) যাত্রা প্রথম ম্যাচেই সাঙ্গ হয়েছে ঈশানের।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
পরের ম্যাচে একাদশের বাইরে ঈশান কিষণ-

বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরুর আগে আচমকাই বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। ডেঙ্গির আক্রমণে কাবু তারকা ওপেনার শুভমান গিল (Shubman Gill)। ২০২৩ সালে একদিনের ক্রিকেটে ১২৯০ রান করেছেন তিনি, বিশ্বকাপেও ভারতের অন্যতম ভরসা হতে পারতেন শুভমান। কিন্তু ডেঙ্গির জন্য এখন অনিশ্চিত তাঁর মাঠে নামা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসের সময় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানান খেলার দিন সকাল অবধি শুভমানের জন্য অপেক্ষা করছিলো দল, কিন্তু ফিট হয়ে উঠতে পারেন নি তিনি। বাধ্য হয়েই ঈশান কিষণকে (Ishan Kishan) সুযোগ দেওয়া হয় ওপেনার হিসেবে। আচমকা যে সুযোগ চলে এসেছিলো ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারের সামনে,তার সদ্ব্যবহার করা তো দূর, বরং প্রথম বলেই উইকেট খুইয়ে দলকে ঘোর বিপদের মধ্যে ঠেলে দিয়ে মাঠ ছাড়েন তিনি।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
প্রথম ওভারের চতুর্থ বলে স্ট্রাইক পেয়েছিলেন ঈশান (Ishan Kishan)। মিচেল স্টার্কের (Mitchell Starc) ডেলিভারি উইকেটের অনেকখানি বাইরে দিয়ে যাচ্ছিলো। অহেতুক ব্যাট চালাতে যান বাম হাতি ব্যাটার। লং অফের উপর দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন বল’কে। কিন্তু সঠিক সংযোগ ঘটাতে পারেন নি তিনি। ব্যাটের বাইরের দিকে কোণা স্পর্শ করে বল সরাসরি উড়ে যায় দ্বিতীয় স্লিপের দিকে। সহজ ক্যাচ তালুবন্দী করতে কোনোরকম ভুল করেন নি ক্যামেরন গ্রিন (Cameron Green)। বিশ্বকাপ অভিষেকে ‘গোল্ডেন ডাক’ করেই সাজঘরে ফেরেন ঈশান। ইনিংসের গোড়ায় ভারতীয় ব্যাটিং-এ যে ধস নামে তার সূচনাটা হয়েছিলো ঈশানের উইকেট দিয়েই। এরপর শূন্য রান করে সাজঘরে ফেরেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শ্রেয়স আইয়ার’ও (Shreyas Iyer)। ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছিলো ভারত।
ঈশানের বদলির সন্ধানে টিম ইন্ডিয়া-

প্রথম ম্যাচে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করার শাস্তি সম্ভবত পেতে চলেছেন ঈশান কিষণ (Ishan Kishan)। আফগানিস্তানের বিরুদ্ধে আগামী ১১ তারিখ দ্বিতীয় ম্যাচ ভারতীয় দলের। দিল্লীর মাঠে আয়োজিত হবে ম্যাচটি। প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন ঝাড়খণ্ডের বাম-হাতি ব্যাটার। যদি ডেঙ্গির প্রকোপ থেকে শুভমান গিল মুক্ত হয়ে যান তাহলে তিনি নিঃসন্দেহে ওপেনিং-এ ফিরবেন। রোহিত শর্মার (Rohit Sharma) সাথে পাঞ্জাবের তরুণকে দেখা যাবে ইনিংসের সূচনা করতে।
তবে যদি শুভমান গিল (Shubman Gill) দ্বিতীয় ম্যাচের আগেও সুস্থ না হন, তাহলে ব্যাটিং অর্ডারে রদবদল করা ছাড়া উপায় থাকবে না টিম ইন্ডিয়ার কাছে। সেক্ষেত্রে পাঁচ নম্বর থেকে ফের ওপেনিং-এ তুলে আনা হতে পারে কে এল রাহুল’কে (KL Rahul)। মিডল অর্ডার’কে শক্তিশালী করতে জায়গা দেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। সম্প্রতি একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া অর্ধশতক করেছেন সূর্যকুমার। বিশ্বকাপেও তাঁর উপর আস্থা রাখতে পারেন কোচ দ্রাবিড়।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur