World Cup 2023: “আমাদের আতিথেয়তা দেখে…” সোশ্যাল মিডিয়া পোস্টে ফের পাকিস্তানকে বিঁধলেন ইরফান পাঠান !! 1

World Cup 2023: পাকিস্তান ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) অংশ নিতে আদৌ ভারতে পা রাখবে কিনা তা নিয়েই একটা সময় ছিলো সংশয়। ভারতীয় দল এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাচ্ছে না, বোর্ড সচিব জয় শাহের (Jay Shah) এই মন্তব্যের পর থেকেই ঘোরালো হয়ে উঠেছিলো পরিস্থিতি। তৎকালীন পিসিবি প্রধান রামিজ রাজা (Ramiz Raja) প্রথম বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিলেন। পরে পটপরিবর্তন হয় পিসিবিতে। চেয়ারম্যান হন নাজম শেঠি (Najam Sethi)। তিনিও বিশ্বকাপ বয়কটের অবস্থান থেকে সরতে চান নি। ক্রিকেটের ময়দান থেকে বিষয়টি গড়িয়েছিলো রাজনীতির টেবিলেও। পাকিস্তানের ত্রীড়ামন্ত্রী এহসান মাজারিও একটা সময় জানিয়েছিলেন পাকিস্তানের উচিৎ কোনো নিরপেক্ষ দেশে বিশ্বকাপ খেলতেম চেয়ে আইসিসি’র কাছে আবেদন করা।

ক্রিকেটারদের সুরক্ষা প্রশ্নে একটা সময় তাঁদের ভারতে আসার ছাড়পত্র দিতে গড়িমসি করছিলো সেই দেশের সরকার। পরে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর খোলে জট। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বিদেশমন্ত্রকের সবুজ সংকেত পান বাবর আজম’রা (Babar Azam)। গত ২৫ সেপ্টেম্বর বিশ্বকাপের (ICC World Cup 2023)  চূড়ান্ত দল ঘোষণা করেছিলো পাক বোর্ড। এরপর ভারতের আসার ভিসা পেতে খানিক বাধার মুখে পড়তে হয়েছিলো তাদের। অবশেষে ২৭ তারিখ ভোর ৩টে ২০’র বিমানে লাহোর থেকে দুবাই উড়ে যান ক্রিকেটাররা। সেখানে দলের সাথে যোগ দেন বোলিং পরামর্শদাতা মর্নি মর্কেল (Morne Morkel)। দুবাই থেকে সন্ধ্যায় পাকিস্তান এসে পৌঁছায় হায়দ্রাবাদ। বাবর-শাহীন-রিজওয়ানদের ঘিরে হায়দ্রাবাদে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে তাকে অনেকে অভাবনীয় বললেও, উল্টোটা বলছেন ইরফান পাঠান। ভারতীয় প্রাক্তনীর মতে এমনটা হওয়াই স্বাভাবিক।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

পাকিস্তান’কে কটাক্ষ ইরফান পাঠানের-

Babar Azam and Shaheen Afridi in India | ICC World Cup 2023 | Image: Twitter
Babar Azam and Shaheen Afridi in India | Image: Twitter

গতকাল সন্ধ্যাবেলা ভারতে পা রেখেছেন পাকিস্তান ক্রিকেটাররা। দুবাই হয়ে সরাসরি হায়দ্রাবাদে উড়ে গিয়েছেন তাঁরা। সেখানেই বিশ্বকাপের (ICC World Cup 2023) দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাক দল। গত কয়েকমাসে দুই দেশের ক্রিকেট কূটনৈতিক সম্পর্কে যে দিশায় মোড় নিয়েছিলো, তাতে বাবর আজম (Babar Azam), শাদাব খান’দের (Shadab Khan) ভারতীয় জনতা কিভাবে গ্রহণ করবেন তা নিয়ে আশঙ্কায় ছিলেন অনেকেই। কিন্তু রাজনীতিকে দূরে সরিয়ে রেখে পাকিস্তান তারকাদের আপন করে নিতে দেরী করেন নি হায়দ্রাবাদের সাধারণ মানুষ। বিমানবন্দরেই উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানানো হয় ক্রিকেটারদের। নীল, সবুজ, গেরুয়া-রকমারি রঙের উত্তরীয় গলায় টিমবাসের দিকে এগোলেন ক্রিকেটাররা। উপস্থিত জনতা সেই সময় হর্ষধ্বনি দিয়ে ভারতে স্বাগত জানায় পড়শি দেশের ক্রিকেটারদের।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) যে ভিডিও পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে টিমবাসে বসে হারিস রউফ (Haris Raif), ইফতিকার আহমেদরা (Iftikhar Ahmed) পথের দুপাশে দাঁড়িয়ে থাকা উৎসাহী জনতার দিকে হাত নাড়ছেন। বিশ্বকাপ (ICC World Cup 2023)  খেলতে এসে ভারতীয় জনতার উষ্ণতার স্পর্শ পেয়ে তাঁরাও যে মোহিত তা অকপটে স্বীকার করেছেন পাকিস্তানের ক্রিকেটাররাও। তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে লিখেছেন, “এখনও অবধি দুর্দান্তভাবে স্বাগত জানানো হয়েছে আমাদের।” মুগ্ধতা ব্যক্ত করেছেন ইমাম উল হক’ও (Imam ul Haq)। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ হায়দ্রাবাদ।”

আগামী বিশ্বকাপে সকলের নজর থাকবে বাবর আজমের (Babar Azam) দিকে। পাকিস্তান অধিনায়ক’ও ইন্সটাগ্রামে লিখেছেন, “হায়দ্রাবাদের থেকে যে ভালোবাসা এবং সমর্থন আমরা পেয়েছি, তাতে  আমরা আপ্লুতপাক ক্রিকেটারদের প্রতি ভারতীয় জনতার বন্ধুত্বপূর্ণ ব্যবহার বিন্দুমাত্র অবাক করে নি ভারতীয় প্রাক্তনী ইরফান পাঠানকে (Irfan Pathan)। নিন্দুকদের একহাত নিয়ে তিনি বরং লিখেছেন, “আমাদের আতিথ্য দেখে অনেকেই অবাক। কেবল ক্রিকেট নয়, জীবনের সকল ক্ষেত্রেই আমরা এভাবেই অভ্যর্থনা জানাই অতিথিদের। আমাদের দেশ ও দেশের জনগণ এমনই। যে সকল দেশ বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে, প্রত্যেকেই এক অবিস্মরণীয় টুর্নামেন্টের অংশ হতে চলেছে।”

দেখে নিন ইরফান পাঠানের ট্যুইট’টি-

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *