world-cup-ganguly-on-dravid-and-rohit

World Cup 2023: ছুটছে ভারতের অশ্বমেধের ঘোড়া। বিশ্বকাপের (ICC World Cup 2023) গ্রুপ পর্বের নয় ম্যাচের মধ্যে নয়টিতেই জিতেছে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে গত ৮ অক্টোবর বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিলো ভারতের। গ্রুপ পর্বের শেষ খেলা ছিলো গতকাল, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। আরও একটা বয় জয় ছিনিয়ে নিলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। তঁরা ১৬০ রানের ব্যবধানে হারালেন নেদারল্যান্ডসকে। সামনে লক্ষ্য এবার সেমিফাইনাল। আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ চারের লড়াইতে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। গত বিশ্বকাপে এই নিউজিল্যান্ডফের বিরুদ্ধেই সেমিফাইনালে হেরেছিলো টিম ইন্ডিয়া। বদলা নেওয়ার সুযোগ থাকছে রোহিত বাহিনীর সামনে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং-ক্রিকেটের তিন বিভাগেই যে ফর্ম ভারত চলিতি টুর্নামেন্টে দেখিয়েছে, তাতে ট্রফি জয়ের ব্যাপারে তাদেরই ‘ফেভারিট’ তকমা দিতে বিন্দুমাত্র দ্বিধা করছেন না বিশেষজ্ঞরা।

বিশ্বকাপের (ICC World Cup 2023) এমন চমকপ্রদ পারফর্ম্যান্সের ভিত অবশ্য একদিনে গড়ে ফেলতে পারে নি ভারতীয় দল। কোচের পদ থেকে রবি শাস্ত্রী এবং অধিনায়কের পদ থেকে বিরাট কোহলি সরে যাওয়ার পর খানিকটা সময় কেটেছে ডামাডোলের মধ্যে। নতুন কোচ এবং অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয় রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং রোহিত শর্মাকে (Rohit Sharma)। ২০২২-এর এশিয়া কাপে নতুন কোচ-অধিনায়ক জুটির তত্ত্বাবধানে মুখ থুবড়ে পড়ে টিম ইন্ডিয়া। হতাশার চিত্রটা বজায় থাকে টি-২০ বিশ্বকাপেও। এমনকি চলতি বছরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের পর রোহিত ও দ্রাবিড়কে ছেঁটে ফেলার দাবীতে সরব হয়েছিলেন অনেকে। কিন্তু সেই তাঁদের হাত ধরেই এশিয়া কাপ থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারত। দুরন্ত ক্রিকেট খেলে এশীয় ক্রিকেটের সেরার শিরোপা আগেই জিতেছে, এবার ‘পাখির চোখ’ বিশ্বকাপ। ২০১১ সালে ভারতের খেতাবজয়ের পিছনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভূমিকার কথা বহুবার আলোচিত হয়েছে। যদি ২০২৩-এ বিশ্বকাপ জেতে ভারত, সেক্ষেত্রেও পর্দার আড়াল থেকে অবদান রেখে যাবেন বাংলার মহারাজ।

Read More: World Cup 2023: “একদম দিওয়ালি ধামাকা…” নয় বছর পর কোহলির ঝুলিতে উইকেট, শোরগোল সমাজমাধ্যমে !!

রোহিত-রাহুলের জুটিকে ভারতের দায়িত্ব দেন সৌরভ’ই-

Rohit Sharma and Rahul Dravid | ICC World Cup 2023 | Image: Getty Images
Rohit Sharma and Rahul Dravid | Image: Getty Images

২০২২-এর অক্টোবর মাস অবধি বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদ দায়িত্ব সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২০২১-এর টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পর ভারতীয় দলের কোচের পদ থেকে রবি শাস্ত্রী সরে যাওয়ার পর রাহুল দ্রাবিড়কে হটসিটে বসাতে উদ্যোগী হন সৌরভ স্বয়ং। দ্রাবিড় প্রথমে রাজী হন নি। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে ছিলেন তিনি। থাকতে চেয়েছিলেন সেই পদেই। আগামীর তারকা প্রস্তুত করাতেই তাঁর অধিক আগ্রহ ছিলো। দফায় দফায় বৈঠকের পর দ্রাবিড়কে সম্মতি দানে বাধ্য করেন তাঁর এক সময়ের সতীর্থ সৌরভ। টিম ইন্ডিয়ার অন্দরে নতুন সমস্যা দেখা যায় অধিনায়কত্ব নিয়ে। প্রথমে টি-২০ অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন বিরাট। বোর্ডের অনুরোধেও সিদ্ধান্ত বদলাতে চান নি তিনি। সাদা বলের ক্রিকেটে দুই আলাদা অধিনায়কের পক্ষপাতী ছিলেন না সৌরভ। টি-২০’র পাশাপাশি তাই একদিনের ক্রিকেটেও কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করার সিদ্ধান্তে সিলমোহর দেন তিনি। ক্ষুব্ধ কোহলি টেস্ট নেতৃত্ব’ও ছাড়লে তিন ফর্ম্যাটেই নেতা হন রোহিত।

মসৃণ হয় নি রদবদলের পালা। সৌরভের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়েছেন বিরাট-ভক্তরা। এমনকি কোহলি স্বয়ং সাংবাদিক সম্মেলন করে আকারে ইঙ্গিতে দুষেছেন সৌরভকে। তবে আজ রাহুল-রোহিত জুটির হাত ধরে বিশ্বকাপ খেতাবের দোরগোড়ায় টিম ইন্ডিয়া। দূরদর্শী সৌরভের সিদ্ধান্তে যে কোনো ভুল ছিলো না তা এখন বোঝা যাচ্ছে। কতটা কঠিন ছিলো নেতৃত্ব বিষয়ে রোহিতকে (Rohit Sharma) রাজী করানো? নতুন ভাবে দলকে ঢেলে সাজানো? প্রখ্যাত সাংবাদিক গৌতম ভট্টাচার্য্যকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন সৌরভ নিজেই। তিনি জানান, “রোহিত শর্মা মোটেও রাজী ছিলো না। এক পর্যায়ে ব্যাপারটা এমন দাঁড়িয়ে গিয়েছিলো যে আপনি হয় সম্মতি দেবেন। নয়ত আমি নিজেই গিয়ে আপনার নাম ঘোষণা করে দেব।” নিজের সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন সৌরভ। বলেন, “ও একজন অসাধারণ অধিনায়ক। বিরাট কোহলি ছাড়ার পর ভারতের নেতৃত্ব দেওয়ার জন্য ও’ই যোগ্যতম ছিলো। আমি মোটেই অবাক নই বর্তমান পারফর্ম্যান্স দেখে।”

ভারতের নেতা হওয়ার প্রশ্নে কেন দ্বিধাগ্রস্ত ছিলেন রোহিত? প্রশ্নের জবাবে সৌরভ নিশ্চিত কোনো উত্তর দিতে না পারলেও জানান, “প্রচুর ক্রিকেট খেলতে হয়। টেস্ট-একদিনের ক্রিকেট-টি-২০, প্রচুর চাপ। পাশাপাশি ও আইপিএলেও অধিনায়ক। অনেক দায়িত্বই সামলাতে হয় ওকে। কিন্তু ভারতের অধিনায়কত্ব করার থেকে বড় কিছু হতে পারে না। আমি খুব খুশি যে ও এই দায়িত্ব নিয়েছে। আরও খুশি যে ও ভালো (পারফর্ম) করছে।” দ্রাবিড় (Rahul Dravid) প্রসঙ্গে সৌরভ জানান, “হ্যাঁ ও রাজী ছিলো না। কারণ অনেকটা সময় বাড়ির বাইরে কাটাতে হয়। দুটো অল্পবয়সী ছেলে রয়েছে ওর। একইসাথে সারা জীবন খেলেছে ও। কোচিং মোটেই সহজ নয়। সবসময় বাইরে থাকা কঠিন। কিন্তু ভারতীয় ক্রিকেটের কথা চিন্তা করে ও রাজী হয়। আশা রাখছি আগামীতেও ও দায়িত্বে থাকবে। একজন কোচকে সময় দিতে হবে। চার বা পাঁচ মাসে সবকিছু পালটে ফেলা সম্ভব নয়। এটা ওর (রাহুল দ্রাবিড়) দ্বিতীয় বছর। এখন সেটা (উন্নতি) ওর কোচিং-এর মধ্যে দেখা যাচ্ছে।”

Also Read: World Cup 2023: টানা ৯টি ম্যাচে জিতেই সেমিফাইনালে পদার্পণ টিম ইন্ডিয়ার, ভাঙলো নিজেদেরই ২০ বছরের রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *