World Cup 2023: “একদম দিওয়ালি ধামাকা…” নয় বছর পর কোহলির ঝুলিতে উইকেট, শোরগোল সমাজমাধ্যমে !! 1

World Cup 2023: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ বিশ্বকাপের (ICC World Cup 2023) লীগ পর্বের শেষ খেলায় মুখোমুখি হয়েছে ভারত ও নেদারল্যান্ডস। গত আট ম্যাচে অপরাজিত ভারত, আজকেও জয় ছিনিয়ে নিতে মরিয়া। অপরাজিত থেকেই সেমিফাইনালে পা দিতে চায় রোহিত শর্মার দল। অন্যদিকে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর ভারতের বিরুদ্ধেও বিনা যুদ্ধে মাঠ ছাড়তে রাজী নয় নেদারল্যান্ডস। বেঙ্গালুরুর ব্যাটিং বান্ধব পিচে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্তই নিয়েছেন রোহিত শর্মা। দীপাবলির দুপুরে ধুন্ধুমার ব্যাটিং টিম ইন্ডিয়াকে পৌঁছে দিয়েছে ৪১০ রানে। অর্ধশতক রোহিত-শুভমান-বিরাটের। জোড়া শতরান করেছেন শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুল।

৪১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাধ্যমত লড়াই করছে নেদারল্যান্ডস’ও। আজ শামি-বুমরাহ-সিরাজ’রা প্রথম স্পেলে কয়েক ওভার করলেও মাঝের ওভারগুলোয় তাঁদের বিশ্রাম দেওয়ার প্রয়াসই করতে দেখা গেলো অধিনায়ক রোহিতকে। বরং হার্দিকের অনুপস্থিতি ঢাকতে ষষ্ঠ বোলার হিসেবে কে সেমিফাইনালে প্রয়োজনে দুই-এক ওভার হাত ঘোরাতে পারেন, তা পরখ করে দেখছেন অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে হার্দিকের অসমাপ্ত ওভার শেষ করেছিলেন বিরাট কোহলি। তারপর থেকেই তাঁকে বোলিং করানোর অনুরোধ করে চলেছিলেন স্টেডিয়ামের দর্শক। মুম্বই হোক বা কলকাতা, ‘কোহলি কো বোলিং দো’ শোনা গিয়েছে দর্শকাসন থেকে। আজ ক্রিকেটপ্রেমীদের মনোবাঞ্ছা পূরণ করলেন রোহিত। বল তুলে দেন বিরাটের হাতে।

Read More: World Cup 2023: বিরাট প্যাভিলিয়নে ফিরতেই হতাশ মুখে গ্যালারিতে অনুষ্কা শর্মা, অর্ধশতরানেই শেষ হল ইনিংস !!

উইকেট নিয়ে তাক লাগালেন কোহলি-

Virat Kohli and Rohit Sharma | ICC World Cup 2023 | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | ICC World Cup 2023 | Image: Getty Images

ব্যাট হাতে তিনি জাদুকর। আজও করেছেন ৫১ রান। বেঙ্গালুরুর বাইশ গজে আজ বল হাতে সফল হতে দেখা গেলো বিরাটকে। আউট করলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে। বিরাটের বলটি বেশ খানিকটা লেগ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিলো। এডওয়ার্ডস ক্রিজে নড়াচড়া না করলে হয়ত ওয়াইড দিতেন আম্পায়ার। কিন্তু বেশ খানিকটা এগিয়ে এসে বলটিকে ফ্লিক করতে চেয়েছিলেন তিনি। বল যে লেগসাইডে যাচ্ছে, তা আগেই অনুমান করেন কে এল রাহুল। তিনি লেগ সাইডের দিকে সরে এসে প্রস্তুত ছিলেন। এডওয়ার্ডসের ব্যাট স্পর্শ করে বল জমা পড়ে রাহুলের দস্তানায়। একদিনের ক্রিকেটে ৯ বছর পর উইকেট পেলেন কোহলি। সাফল্য পেয়ে তাঁর মুখে তৃপ্তির হাসি।

বিরাটের ঝুলিতে উইকেট দেখে উদ্বেল সমাজমাধ্যম। অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের সময় নিজেকে ‘রাইট আর্ম ক্যুইক’ বলে বর্ণনা করেছিলেন বিরাট স্বয়ং। সেই উক্তি এখন ফিরছে মুখে মুখে। ‘রাইট আর্ম ক্যুইক বলে কথা, উইকেট তো আসবেই’, মস্করা করে বলেছেন একজন। ‘ভারতের ষষ্ঠ বোলার নিয়ে আর চিন্তা নেই’ মন্তব্য আরও একজনের। ‘ব্যাটিং হোক বা বোলিং, বিরাট সেরার সেরা’ লিখেছেন এক কোহলিভক্ত। ‘কোহলি আজ থেকে ব্যাটার নন, বরং অলরাউন্ডার’ হাস্যরসে ভরা উক্তি আরও একজনের। বিরাট উইকেট নেওয়ায় ভিআইপি বক্সে বসে থাকা অনুষ্কা শর্মাকে দেখা গেলো হেসে গড়িতে পড়তে। তা নিয়ে এক ক্রিকেটপ্রেমীর মন্তব্য, ‘স্ত্রী’র জন্য দীপাবলির উপহার দিলেন বিরাট।’

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: World Cup 2023: “চ্যাম্পিয়ন হওয়ার আগে এরা থামবে না…”, নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রেয়াস-রাহুলদের ব্যাটিং দেখে উদ্বেল জনতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *