world-cup-fans-fume-as-sanju-miss-out

World Cup 2023: ভারতের মাঠে আয়োজিত হতে চলেছে এবারের বিশ্বকাপ (ICC World Cup 2023)। দেশের দশ শহরে ৪৬দিন ধরে অনুষ্ঠিত হবে ৪৮টি ম্যাচ। টুর্নামেন্টের সূচনার ১০০ দিন আগে যে সূচি প্রকাশ করা হয়েছিলো নিয়ামক সংস্থার তরফে, তা অনুযায়ী প্রথম ম্যাচ হওয়ার কথা আগামী ৫ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড (NZ vs ENG)। শুরুতেই থাকছে গত বিশ্বকাপ ফাইনালের অ্যাকশন রিপ্লে। ভারতের প্রথম ম্যাচ রয়েছে ৮ অক্টোবর। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চেন্নাইয়ের মাঠে অজিদের বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করার লক্ষ্য থাকবে দলের। ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছিলো মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভারত। এবার বারো বছর পর ফের ওয়াংখেড়ের সেই সোনালী রাতের পুনরাবৃত্তি ১৯ নভেম্বর আহমেদাবাদের মাঠে চাইছেন দেশের ক্রিকেটপ্রেমী জনতা।

বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারতীয় জার্সি গায়ে চাপানোর সুযোগ পাবেন কারা? এই প্রশ্নে কয়েক দিন আগে থেকেই উত্তাল ছিলো দেশের ক্রিকেটমহল। ২১ অগস্ট এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার ১৭ সদস্যের স্কোয়াড ঘোষিত হওয়ার পরেই খানিক আভাস মিলেছিলো বিশ্বখেতাব জয়ের লক্ষ্যে কাদের সাথে নিয়ে মহারণে নামতে চলেছে ‘মেন ইন ব্লু।’ যাবতীয় জল্পনা-কল্পনার অবসান হলো আজ। বেলা দেড়টায় সময় এক সাংবাদিক সম্মেলন করে ১৫ সদস্যের দল ঘোষণা করে দেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar)।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

এশিয়া কাপের জন্য যে ১৭ জনের দল ঘোষণা করা হয়েছিলো, তা থেকে প্রত্যাশামতই বাদ পড়লেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং তিলক বর্মা। কে এল রাহুলের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন থাকায় মনে করা হয়েছিলো শিকে ছিঁড়তে পারে সঞ্জু স্যামসনের ভাগ্যে। কিন্তু শেষমেশ বাতিলের খাতাতেই নাম লেখাতে হল কেরলের উইকেটরক্ষক-ব্যাটারকে। সঞ্জু (Sanju Samson) বাদ পড়ায় বিমর্ষ তাঁর ভক্ত’রা।

সঞ্জু সমর্থকদের নিশানায় ভারতীয় বোর্ড-

Sanju samson | world cup 2023 | Image: Getty Images
Sanju Samson | Image: Getty Images

ভারতীয় জার্সিতে সঞ্জু স্যামসনের (Sanju Samson) কেরিয়ার যেন ওঠানামায় ভরা। টি-২০ ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিলো সেই ২০১৫ সালে। মাখে আট বছর কেটে গিয়েছে। কিন্তু উইকেটরক্ষক-ব্যাটার পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন নি সঞ্জু স্যামসন। মাঝেমধ্যে মিলেছে সুযোগ। ভালো খেললেও বাদ পড়তে হয়েছে অজানা কারণে। কেবল কুড়ি-বিশের ফর্ম্যাট নয়, পঞ্চাশ ওভারের খেলাতেও চিত্রটা খানিকটা একই রকম। ২০২১ অবধি অপেক্ষা করতে হয়েছিলো অভিষেকের জন্য। এরপর গুটিকয়েক ম্যাচেই খেলার সুযোগ এসেছে।

World Cup 2023 | World Cup Tickets & ScheduleIndia Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

সীমিত সুযোগেও ব্যাট হাতে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। মিডল অর্ডারে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মত দলের বিরুদ্ধে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। পরিসংখ্যান বলছে ১৩ ম্যাচে প্রায় ৫৬ ব্যাটিং গড়-সহ করেছেন ৩৯০ রান। স্ট্রাইক রেট ১০০’র বেশী। করেছেন তিনটি অর্ধশতকও। তাও কখনও কে এল রাহুল আবার কখনও ঈশান কিষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে একাদশে। বিশ্বকাপের (ICC World Cup 2023) দলেও এই দুজনকেই ভেবেছেন নির্বাচকেরা। এশিয়া কাপের দলে রিজার্ভ হিসেবে থাকলেও বিশ্বকাপে একেবারে ছেঁটে ফেলা হয়েছে তাঁকে।

আজ বিশ্বকাপের (ICC World Cup 2023) জন্য ঘোষিত দলে সঞ্জুর (Sanju Samson) নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়ে তাঁর ভক্তকূল। সোশ্যাল মিডিয়ায় বিসিসিআই-এর উদ্দেশ্যে কড়া প্রশ্ন ছুঁড়ে দেন তাঁরা। ‘কি দোষ সঞ্জুর?’ লিখেছেন জনৈক নেটিজেন। ‘ভারতীয় দলের হয়ে শেষ দুই বছরে কতজন ব্যাটারের এমন পরিসংখ্যান রয়েছে?’ সখেদে জানিয়েছেন একজন। ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত দুটি সীমিত ওভারের সিরিজে ভালো ব্যাটিং করেছিলেন স্যামসন। সেই কথাও মনে করিয়ে দিতে ভোলেন নি অনেকে। বিশ্বকাপের স্কোয়াডে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নাম থাকা আগুনে ঘৃতাহূতি দিয়েছে যেন। একদিনের ক্রিকেটে সূর্যের ব্যাটিং গড় ২৫-এর নীচে। তা উল্লেখ করে অনেকে লিখেছেন, ‘অধিনায়কের সাথে সুসম্পর্কের কারণেই দলে সূর্য আর বাদ সঞ্জু স্যামসন।’ পক্ষপাতিত্বে অভিযোগে কেবল অধিনায়ক রোহিত নন, বরং নির্বাচকমণ্ডলীকেও বিঁধেছেন তাঁরা।

দেখে নিন ট্যুইটার চিত্র-

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *