world-cup-anthem-fails-to-impress-fans

World Cup 2023: এগিয়ে আসছে বিশ্বকাপ। আর বাকি মাত্র ১৫ দিন। ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ক্রিকেটদুনিয়ার সব চেয়ে বড় প্রতিযোগিতা। দেশের ১০ শহরের ১০টি মাঠ সেজে উঠছে বিশ্বকাপের (ICC World Cup 2023) জন্য। প্রতীক্ষার প্রহর গুণছেন অনুরাগীরাও। ইতিমধ্যে যতবার সাধারণের জন্য টিকিট বাজারে আনা হয়েছে মুহূর্তের মধ্যে নিঃশেষিত হয়েছে তা। ভারতের মাটিতে বিশ্বকাপ জয়ের প্রত্যাশা সবচেয়ে বেশী টিম ইন্ডিয়ার উপরেই। বারো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Rohit Sharma) আদৌ ভারতকে তিন নম্বর ট্রফি এনে দিতে পারবেন? গোটা দেশের নজর সেইদিকে। এছাড়াও শক্তির নিরিখে বিশ্বকাপের দাবীদার হিসেবে উঠে আসছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তানের মত দলও। সবমিলিয়ে জমজমাট এক প্রতিযোগিতা দেখার আশায় থাকছেন বিশ্বের প্রতিটি ক্রিকেটপ্রেমী।

বিশ্বকাপের (ICC World Cup 2023)  উত্তাপ ভারত তথা গোটা দুনিয়ায় ছড়িয়ে দিতে সচেষ্ট ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। আগেই প্রোমো ভিডিওতে বলিউডের ‘জওয়ান’ শাহরুখ খান’কে (Shah Rukh Khan) জায়গা করে দিয়ে চমক দিয়েছিলো তারা। আজ বিশ্বকাপের অ্যান্থেম বা থিম সং প্রকাশেও থাকলো চমক। জনপ্রিয় নায়ক রণভীর সিং-কে (Ranveer Singh) দেখা গেলো গানের সাথে কোমর দোলাতে। প্রীতম (Pritam) নাকাশ আজিজ, জোনিতা গান্ধী, শ্রীরাম চন্দ, অমিত মিশ্র’র গাওয়া ‘দিল জশন বোলে’র তালে আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর অব্ধি বুঁদ থাকবে ক্রীড়াবিশ্ব, আশা থাকবে এমনটাই। দীর্ঘসময় অ্যান্থেম নিয়ে জল্পনা চলছিলো। আজ ভিডিও প্রকাশের পর খানিক আশাহত শুনিয়েছে নেটিজেনদের।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

বিশ্বকাপের অ্যান্থেম নিয়ে মুখ খুলেছেন রনভীর-প্রীতম-

Ranveer Singh | ICC World Cup 2023 | Image: Twitter
Ranveer Singh | Image: Twitter

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) যে অ্যান্থেমটি আজ প্রকাশ করেছে আইসিসি তাতে সুর দিয়েছেন বলিউডের প্রখ্যাত সুরকার প্রীতম (Pritam)। আর গানটির ভিডিওতে মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা রনভীর সিং-কে (Ranveer Singh)। দুই সেলিব্রিটিই উচ্ছ্বসিত গানটি নিয়ে। ‘দিল জশন বোলে’ নামের গানটির সম্পর্কে এক সাক্ষাৎকারে পদ্মাবৎ, লুটেরা, বাজিরাও-মস্তানির নায়ক মন্তব্য করেছেন, “আইসিসি বিশ্বকাপের অ্যান্থেম প্রকাশ অনুষ্ঠানের অংশ হতে পারা আমার কাছে সম্মানের বিষয়। এই গানটা আমাদের প্রিয় খেলাকে উদযাপন করে।” অন্যদিকে জনপ্রিয় সুরকার প্রীতম (Pritam) জানিয়েছেন “ক্রিকেট ভারতের সবচেয়ে বড় প্যাশন। আর সর্বকালের সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য ‘দিল জশন বোলে’ নির্মাণ করতে পারা আমার কাছে সম্মানের। এই গানটা কেবলমাত্র ১.৪ বিলিয়ন ভারতীয় নয়, বরং গোটা বিশ্বের জন্য ভারতে এসে আনন্দে সামিল হওয়ার আমন্ত্রণপত্র।”

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

অ্যান্থেম পছন্দ হলো না নেটজনতার-

Ranveer Singh and Dhanashree Verma | ICC World Cup 2023 | Image: Twitter
Ranveer Singh and Dhanashree Verma | Image: Twitter

২০১১ সালের ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) জন্য শঙ্কর-এহসান-লয় নির্মিত ‘দে ঘুমাকে’ বা ২০১৪ টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশী শিল্পী ফুয়াদ আল মুক্তাদির নির্মিত ‘চার-ছক্কা হইহই’-এর মত গানগুলি এক সময় মুখে মুখে ঘুরেছে ক্রিকেটজনতার। ২০১৫ ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) অ্যান্থেম ‘ববস বিট’ –এর কথা এখনও মনে রেখেছেন দর্শকেরা। কিন্তু ২০২৩-এর ‘দিল জশন বোলে’ কি সেই পর্যায়ে যেতে পারবে? আজকেই প্রকাশিত হয়েছে গানটি। প্রাথমিক প্রতিক্রিয়ার নিরিখে ইতিবাচকের তুলনায় নেতিবাচক মন্তব্যই বেশী। গানটির থেকেও গানের ভিডিও নিয়ে নেটিজেনদের আপত্তির পরিমাণ বেশী। বলিউডি মশলা যোগ করতে গিয়ে ক্রিকেটকেই ব্যাকসিটে পাঠিয়ে দিয়েছে আইসিসি,ক্রিকেট নিয়ামক সংস্থার বিরুদ্ধে জমছে অভিযোগের পাহাড়।

এর আগে বিশ্বকাপের (ICC World Cup 2023)  একটি প্রোমো ভিডিওতে বিভিন্ন ক্রিকেটখেলিয়ে দেশের স্মরণীয় বিশ্বকাপ মুহূর্তের কোলাজ দেখা গিয়েছিলো। সেখানে নেপথ্যে কন্ঠ দিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই ভিডিও’টি বেশ মনে ধরেছিলো নেটজনতার। যা অপেক্ষা বাড়িয়েছিলো অ্যান্থেমের জন্য। কিন্তু টুর্নামেন্ট শুরুর দিন পনেরো আগে যে গানটি প্রকাশ করা হলো তা সেই প্রতীক্ষার অবসান আদৌ করতে পারে নি বলেই মনে করছেন নেটিজেনরা। ভিডিওতে ক্রিকেট বা ক্রিকেটার’রা নয়, বরং সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরদের ছড়াছড়ি। যা পছন্দ হয় নি জনতার। ‘ক্রিকেট বিশ্বকাপের ভিডিওতে ক্রিকেটই নেই’ আক্ষেপের সুরে বলেছেন এক নেটনাগরিক। ‘এই ভিডিওটি কি ক্রিকেটের জন্য, নাকি রিলস বানানোর জন্য?’ প্রশ্ন তুলেছেন আরেকজন। ‘এটা ক্রিকেট বিশ্বকাপের নয়, বরং নাচের প্রতিযোগিতার প্রোমো হতে পারে’ সখেদে জানিয়েছেন আরেক ক্রিকেটপ্রেমী।

দেখে নিন ট্যুইটচিত্র-

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *