world-cup-2023-kl-rahul-departs-vs-eng

World Cup 2023: পাঁচ ম্যাচে টানা পাঁচ জয় পেয়েছে ভারত। বিশ্বকাপে (ICC World Cup 2023) টিম ইন্ডিয়ার অশ্বমেধের ঘোড়া ছুটছে দুর্দান্ত গতিতে। আজ লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে রোহিত শর্মার দলের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। জস বাটলারদের বিপক্ষে চলতি টুর্নামেন্টের ষষ্ঠ ছয় ছিনিয়ে নেওয়াই লক্ষ্য ভারতের। গতবারের বিশ্বকাপজয়ী (ICC World Cup) ইংল্যান্ড এবারের প্রতিযোগিতায় মুখ থুবড়ে পড়েছে। একমাত্র বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে তারা। পরাজয় বাকি চার ম্যাচেই। লীগ তালিকাতেও জায়গা হয়েছে নীচের দিকে। আয়োজক ভারতকে আজ হারিয়ে সান্ত্বনা পুরষ্কারের সন্ধানে বেন স্টোকস, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন’রা।

Read More: World Cup 2023: ফের শর্ট বলের শিকার হলেন শ্রেয়াস আইয়ার, বড় রান করতে হলেন ব্যর্থ !!

টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) এর আগে প্রতিটি ম্যাচেই রান তাড়া করেছে ভারত। প্রথমবার শুরুতে ব্যাট করতে নেমে খানিক চাপের মুখেই টিম ইন্ডিয়া। শুভমান গিল, বিরাট কোহলিকে ২৭ রানের মধ্যে হারিয়েছিলো তারা। এরপর শ্রেয়স আইয়ার’ও ভরসা দিতে পারেন নি। পুল শট মারতে গিয়ে ফেরেন সাজঘরে। পাঁচে নামা কে এল রাহুলকে সঙ্গী করে ভারতকে ম্যাচে ফেরানোর প্রয়াস জারি রেখেছিলেন রোহিত শর্মা। গত মে মাসে আইপিএল চলাকালীন এই একানা স্টেডিয়ামেই চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন রাহুল। আজ চেনা বাইশ গজে প্রত্যাবর্তন ঘটলো তাঁর। অধিনায়কের সাথে জুটি বেঁধে এগোচ্ছিলেন ভালোই, আরও একবার ‘ক্রাইসিস ম্যান’ হবেন তিনি, আশায় ছিলেন অনুরাগীরা। কিন্তু ৩১তম ওভারে মুহূর্তের অসতর্কতাই বিপদ ডেকে আনলো রাহুলের।

বিরাট কোহলির বিরুদ্ধে পরিকল্পনামাফিক বোলিং করে সাফল্য পেয়েছিলেন উইলি, রাহুলকেও (KL Rahul) সাজঘরে ফেরালেন চাতুর্যের ব্যবহারে। বাম হাতি পেসারকে লফটেড ড্রাইভ মারতে চেয়েছিলেন রাহুল। ব্যাটের মাঝখানে নয়, বরং উপরের দিকে কোণে স্পর্শ করে বল। মিড-অনে দাঁড়ানো জনি বেয়ারেস্টোর জন্য বিশেষ মুশকিলের হয় নি ক্যাচ তালুবন্দী করা। ৫৮ বলে ৩টি চারের সাহায্যে ৩৯ রানের ইনিংস খেলে ফিরলেন রাহুল। ১৩১ রানের মাথায় চতুর্থ উইকেট হারালো টিম ইন্ডিয়া। রোহিত শর্মার সাথে ৯১ রানের জুটি গড়ে সাজঘরের পথ ধরলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার।

দেখে নিন রাহুলের উইকেট’টি-

Also Read: World Cup 2023: ডেভিড উইলির পাতা ফাঁদে পা দিলেন বিরাট কোহলি, লক্ষ্ণৌতে উইকেট ছুঁড়ে দিয়ে ফিরলেন সাজঘরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *