world-cup-kohli-goes-for-a-duck-vs-eng

World Cup 2023: আজ লক্ষ্ণৌর ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতীয় দল। চলতি টুর্নামেন্টে অনবদ্য ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। এখনও অবধি পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জয় পেয়েছে তারা। আজ জিতলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের (ICC World Cup 2023) লীগ তালিকায় শীর্ষে উঠে আসবেন রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারা। দুই পয়েন্টকে পাখির চোখ করেই মাঠে নেমেছে ‘মেন ইন ব্লু।’ অন্যদিকে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ভারতের মাটিতে বেশ বেকায়দায়। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে ট্রফিস্বপ্ন শেষ তাদের। আজ আয়োজক ভারতকে হারিয়ে সান্ত্বনা পুরষ্কারের খোঁজে জস বাটলারের দল। আজ টসের সময় ইংল্যান্ড অধিনায়ক বললেন, “নিজেদের দক্ষতার প্রতি সুবিচার করতে চায় দল।”

Read More: World Cup 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে কালো ব্যান্ড পরে মাঠে নামলেন বিরাট-রোহিতরা, কারণটা জানলে চমকে যেতে হবে !!

এর আগে বিশ্বকাপের (ICC World Cup 2023) পাঁচটি ম্যাচেই রান তাড়া করে জিতেছিলো ভারত। আজ টিম ইন্ডিয়াকে সেই সুযোগ দেন নি জস বাটলার। টসে জিতে তিনি বোলিং বেছে নেন। টুর্নামেন্টে প্রথমবার শুরুতে ব্যাটিং করতে নেমে খানিক চাপের মুখেই পড়তে হলো টিম ইন্ডিয়াকে। রোহিত শর্মা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চার-ছক্কা হাঁকিয়েই শুরুটা করেছিলেন। কিন্তু শুভমান গিল’কে বেশ জড়সড় লাগলো। শেষমেশ ক্রিস ওকসের ইনস্যুইং-এর শিকার হন তিনি। ওপেনিং জুটি ভাঙার পর ক্রিজে বিরাট কোহলিকে দেখে স্বস্তি পেয়েছিলেন ভারতীয় সমর্থকেরা। এবারের বিশ্বকাপে (ICC World Cup 2023) অবিশ্বাস্য ফর্মে ছিলেন বিরাট। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে করেছেন অর্ধশতক, রয়েছে একটি শতরান’ও। আজ ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রিয় তারকা বড় রান করবেন, আশায় ছিলেন অনুরাগীরা। কিন্তু সেই আশা পূরণ হলো না।

একানা স্টেডিয়ামের উইকেট আজ বেশ ‘চ্যালেঞ্জিং’। ক্রিকেটের ভাষায় বলতে গেলে ‘টু পেসড’ উইকেট। যেখানে কিছু বল বাইশ গজে পড়ার পর লাফিয়ে উঠছে, আবার কিছু বল নীচু থেকে যাচ্ছে। মানিয়ে নিতে সময় লাগছে ব্যাটারদের। পিচের চরিত্র বুঝে আজ টেস্ট ক্রিকেটের ঢঙে কোহলির বিপক্ষে বোলিং-এর স্ট্র্যাটেজি নিয়েছিলো ইংল্যান্ড। বেশ কয়েকবার অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে বাঁচেন বিরাট। ডেভিড উইলির বলে তাঁর একটি অসামান্য ড্রাইভ দুরন্ত দক্ষতায় বাঁচান ডেভিড মালান। রানের খাতা খুলতে অস্থির কোহলি এরপরই ভুল করে বসেন। উইলির বল’কে এগিয়ে এসে মিড অফের উপর দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হন। বল সরাসরি জমা পড়ে বেন স্টোকসের হাতে। ৯ বলে ০ করে আউট হন কোহলি। ২৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট খোয়ায় ভারত।

দেখে নিন কোহলির উইকেটটি-

Also Read: World Cup 2023: ক্রিস ওকসের সুইয়ের হদিশ পেলেন না শুভমান গিল, বোল্ড হয়ে ফিরতে হল প্যাভিলিয়নে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *